ইন্টারনেটে হাজার হাজার ই-বুক রিডার পাওয়া যায । আমার ধারণা বাংলা ই-বুক রিডার তার মধ্যে একটাও না । আমি কনফার্ম করতে পারছি না, তবে এটা হওয়ার সম্ভাবনা বেশী । বাংলা ই-বুক রিডারের সন্ধানে কাল নেটে একটা চিরুনি অভিজান চালানোর পর অনেক কষ্টে একটা পেয়েছি । এটা নিয়েই আজ ব্লগ লিখতে বসলাম । বুঝতে পারছি অনেকের কাজে আসবে তবে কেউ কেউ অপছন্দ ও করবেন এটাও ঠিক ।
প্রথমে বলে নিই আপনি কম্পিউটারে হিব্রু, বাংলা সব ভাষায় ই-বুক রিডার পড়তে পারেন তবে এটা কম্পিউটারের কোন ডিভাইস না । পোর্টাবল এই ডিভাইসের ডিজাইন একদম মাল্টিমিডিয়া মোবাইলের মতো । আকারে ছোট, যে কোন জায়গায় আপনি বাংলা, ইংরেজী সব বই পড়তে পারবেন । জ্ঞান চর্চা সবখানে হোক, সমস্যা কোথায়? যাই হোক মূল বিষয়ে কথা বলি, এই ই-বুক রিডারে আপনি যে ফিচারগুলো পাবেন –
Bangla E-book reader এর ফিচার -
০১. আকারে মোবাইলের মতো এবং হাতে বহনযোগ্য
০২. বাংলা সাপোর্ট করে তবে শুধু ইউনিকোড ফরম্যাট, এখন ক্ল্যাসিক ফন্ট আপনি ভালভাবে দেখতে পাবেন না, তবে আপগ্রেড হয়তো হবে ।
০৩. বাংলা, ইংরেজী মিস্কিং কোন সমস্যা না, ২টা আলাদাভাবে ক্লিয়ারলি পড়তে পাড়বেন
০৪. সবচেয়ে বড় সুবিধা এটা টাচস্ক্রিন ডিভাইস
০৫. ই-বুক এর সাথে পাবেন - Britannica Concise Encylopedia
০৬. Merriam Webster’s Advanced Learner’s English Dictionary
০৭. বাংলা-ইংরেজী, ইংরেজী-বাংলা ডিকশোনারী
০৮. সাধারণ জ্ঞান, ১৪টি ভাষায় translator
০৯. বাংলা অর্থসহ পবিত্র কোরআন এবং হাদিস
১০. 4GB USB, mp3 and mp4
অনেকের কাজে আসবে বলে আমার মনে হয় । আপনি এই ই-বুক রিডার পাবেন এখানে ।
আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোই তো