বাংলা ই-বুক রিডার, ডিকশোনারি, mp3/mp4, এবং 4GB USB একসাথে পাবেন..


ইন্টারনেটে হাজার হাজার ই-বুক রিডার পাওয়া যায । আমার ধারণা বাংলা ই-বুক রিডার তার মধ্যে একটাও না । আমি কনফার্ম করতে পারছি না, তবে এটা হওয়ার সম্ভাবনা বেশী । বাংলা ই-বুক রিডারের সন্ধানে কাল নেটে একটা চিরুনি অভিজান চালানোর পর অনেক কষ্টে একটা পেয়েছি । এটা নিয়েই আজ ব্লগ লিখতে বসলাম । বুঝতে পারছি অনেকের কাজে আসবে তবে কেউ কেউ অপছন্দ ও করবেন এটাও ঠিক ।

প্রথমে বলে নিই আপনি কম্পিউটারে হিব্রু, বাংলা সব ভাষায় ই-বুক রিডার পড়তে পারেন তবে এটা কম্পিউটারের কোন ডিভাইস না । পোর্টাবল এই ডিভাইসের ডিজাইন একদম মাল্টিমিডিয়া মোবাইলের মতো । আকারে ছোট, যে কোন জায়গায় আপনি বাংলা, ইংরেজী সব বই পড়তে পারবেন । জ্ঞান চর্চা সবখানে হোক, সমস্যা কোথায়? যাই হোক মূল বিষয়ে কথা বলি, এই ই-বুক রিডারে আপনি যে ফিচারগুলো পাবেন –

Bangla E-book reader এর ফিচার -
০১. আকারে মোবাইলের মতো এবং হাতে বহনযোগ্য
০২. বাংলা সাপোর্ট করে তবে শুধু ইউনিকোড ফরম্যাট, এখন ক্ল্যাসিক ফন্ট আপনি ভালভাবে দেখতে পাবেন না, তবে আপগ্রেড হয়তো হবে ।
০৩. বাংলা, ইংরেজী মিস্কিং কোন সমস্যা না, ২টা আলাদাভাবে ক্লিয়ারলি পড়তে পাড়বেন
০৪. সবচেয়ে বড় সুবিধা এটা টাচস্ক্রিন ডিভাইস
০৫. ই-বুক এর সাথে পাবেন - Britannica Concise Encylopedia
০৬. Merriam Webster’s Advanced Learner’s English Dictionary
০৭. বাংলা-ইংরেজী, ইংরেজী-বাংলা ডিকশোনারী
০৮. সাধারণ জ্ঞান, ১৪টি ভাষায় translator
০৯. বাংলা অর্থসহ পবিত্র কোরআন এবং হাদিস
১০. 4GB USB, mp3 and mp4

অনেকের কাজে আসবে বলে আমার মনে হয় । আপনি এই ই-বুক রিডার পাবেন এখানে ।

Level 0

আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভালোই তো

দারুণ জিনিস!

Level 2

sohomot

প্রায় ন’হাজার টাকা দাম পড়ছে দেখি। ভালো হয় বাজের বাড়িয়ে একেবারে এনড্রয়েড ফোন কিনে ফেলা। ইচ্ছে মত বাংলা পড়া যাবে তাহলে। টিউনের জন্য ধন্যবাদ 🙂

ভাই কি বিজ্ঞাপন দিলেন?

একটা কথা উল্লেখ করলে ভাল হত। ইবুক কোন ফরম্যাটের। epub নাকি mobi? pdf সাপোর্ট করে কিনা তাও তো লেখা নেই। তাদের সাইটেও দেখলাম।

radio sona jai

radio sona jai naki?

বছরখানেক আগে মেলায় ১ম দেখেছিলাম। তখনকার সময়ের জন্যে উপযোগী ছিল। দাম ও তখন কম ছিলো (সম্ভবত মেলা উপলক্ষে) প্রায় ৬০০০ টাকার মতো দেখেছিলাম। কিন্তু বর্তমানে এন্ডরয়েড অপারেটিং সিস্টেমের ট্যাব এর যুগে এখন আর এইসব পণ্যের চাহিদা আছে বলে মনে হয় না। পরিবেশকরা চাইলে চায়না থেকে এই ধরণের পণ্যের বদলে ট্যাব আমদানী করতে পারে।
নিচের এই লিংকটা দেখলেই বুঝবেন কেন এইসব পণ্যের উপযোগিতা থাকবার কথা নয়।
http://www.ankaka.com/Wholesale-android-tablet_c10109?productsort=3&pagesize=48