জ্বালানি ছাড়া মোটর বাইক চলবে এখন, দাম ও অনেক কম……………….

সম্পূর্ণ একটা ভিন্ন বিষয়ে আজ ব্লগ লিখতে বসেছি, প্রত্যাশিত;তবে আলাদা বিষয়ে । আমার ধারণা টেকটিউনসে এটা নিয়ে খুব সম্ভব এর আগে কোন টিউন করা হয় নি ।

ইলেকট্রিক মোটর সাইকেল – আমাদের দৈনন্দিন জীবনে এই বস্তুটা আমরা অনেকেই ব্যবহার করি । এখানে নতুনত্ব কী এই প্রশ্ন শুরুতেই অনেকেই তুলতে পারেন । আছে, আমরা যে মোটর বাইক ব্যবহার করি তার প্রায় ৯৯% পেট্রোল জ্বালানির মাধৌমে চলে তবে আমার আজকের টিউনের মোটর বাইকের জন্য আপনাকে কোন জ্বালানি ব্যবহার করতে হবে না । প্রথমতো বলে রাখি সাধারণ মোটর বাইকে ব্রান্ডভেদে আপনাকে ৪৫-৬০ কি.মি. চালাতে ১লিটার এর মতো পেট্রল লাগে । আর এ জন্য আপনাকে গুনতে হবে বর্তমান বাজার দর অনুসারে ৭৬ টাকা । ভাববেন না আমি খরচের এই ভয় দেখিয়ে সবাইকে চার্জার মোটর বাইক কিনকে বলছি । আপনি নিরেপেক্ষ অবস্থানে আসেন, এবার পার্থক্য দেখেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার জ্বালানি খরচ যেখানে ৭৬ টাকা লাগবে সেখানে ইলেকট্রিক বাইকে একটাকাও খরচ করতে হবে না ।

আমি এখানে ব্রান্ড হিসেবে Honli-4 Electric Scooter এর বিষয়ে নীচে আলোচনা করছি ।
এই ব্রান্ডটি নতুন বাজারে এসছে । বাংলাদেশের অনেক জায়গায় আপনি পাবেন এটা ।

০১. এর গতিসীমা প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৬০ কি.মি
০২. এর ইন্জিন ক্ষমতা ৮০০ ওয়াট
০৩. সবোর্চ্চ ২জন ব্যক্তি স্বচ্ছন্দে এ মোটর বাইকে উঠতে পারবেন
০৪. বাংলাদেশে আপনি পাবেন এক বছরের ওয়ারেন্টি

টেকনিক্যাল বিষয় – আপনার ইলেকট্রিক মোটর বাইকের ভোল্টেজ একটি গুরুত্বপূর্ণ বিষয় । নিম্ন ক্ষমতার ইন্জিনের জন্য এটা ১২ ভোল্ট হলে সবচেয়ে ভাল । আর উচ্চ ক্ষমতার জন্য এটা ২৪-৩৬ হতে পারে । একটা কথা মনে রাখবেন বেশি ভোল্টেজ হলে আপনি কিন্তু শখ খাবেন, তাই এই টাইপের মোটরবাইক কেনার সময় বিষয়টা খেয়াল করবেন ।

ইন্জিন ক্ষমতা – এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় । সাধারণত এক মানুষের জন্য ৬০০ ওয়াটের মোটর বাইকই যথেষ্ট । তবে আপনি যদি ২জন মানুষ চালানোর জন্য ইলেকট্রিক বাইক কিনতে চান সেক্ষেত্রে ৮০০ ওয়াট পারফেক্ট । এক্ষত্রে Honli-4 Electric Scooter অনেক ভাল ।

দাম – সাধারণত Honli-4 Electric Scooter এর বিভিন্ন ব্রান্ড বাংলাদেশে পাওয়া যায় । আপনি যে কোন সময় আপডেট দাম জানার জন্য এই ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন । আশা করি পারফেক্ট দাম জানতে পারবেন । তবে দাম সাধারণ মোটর সাইকেলের থেকে বেশ কম ।

এটা নিয়ে আরও ভাল কিছু লেখার ইচ্ছা আছে । তবে সমস্যা হচ্ছে ভাল তেমন সোর্স খুজে পাওয়া মুশকিল যেখানে একসাথে সবগুলো তথ্য পাওয়া যায় । আজকের টিউনটা হয়তো খুব ভালো করতে পারলাম না, তবে আশা করি পরবর্তী কোন সময়ে এটা নিয়ে আরও গুছিয়ে কিছু লিখতে পারব ।

Level 0

আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর……………।

জালানি ব্যবহার করতে হবে না , কিন্তু চার্জ তো দিতে হবে, তাইনা ?
আর চার্জ দিতে গেলে বিদ্দুত বিল টা তো আছেই ,
দেখা যায় যে আপনার বিদ্দুত বিল মাসে ৫/ ৬ ০০ টাকা বেসি আসছে 😀

    আপনার অনেক বুদ্ধি তো । ৫০০/৬০০ টাকা চার্জ বিল আসবে না!!! তাহলে ফ্রীজের বিল কতো আসবে বলেন তো ?:-/

ধন্যবাদ.

সুন্দর হইছে

Level 0

নাইস

Level 0

vai, front image er modeltat nice. eta ki real bd shoroom theka keni. na internet thaka download kora. khota theke ae modelta paoa gabe

আমি গত কাল একটা কমেন্ট পোস্ট করেছিলাম এইখানে কিন্তু ডিলেট করে দিছেন !
তো এর মাধ্যমে কী বুঝা যায় ?
এমন কোন কমেন্টে করা হয় নাই যে যা ডিলেট করতে হবে । যদি আপনার মিথ্যা বলার এত অভ্যাস থাকে তো টিটিতে আছেন কেন রাস্তায় মাইকিংক করে মিথ্যা প্রচার করুন এতে কারে কমেন্ট পাবেন ।

বিদ্যুৎ কি জ্বালানির মধ্যে পরেনা????????????????????

এ ধরনের মোটর সাইকেল অনেক আগেই বাংলাদেশে এসেছি…………………………………