২০ হাজার টাকার মধ্যে এই মুহূর্তে বাজারের সেরা স্মার্টফোন

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

যারা ২০০০০ টাকার মধ্যে ভাল ফোন খুঁজছেন তাদের জন্য আজকের এই টিউন। আজকে আমরা তিনটি ফোনকে আমাদের লিস্টে রেখেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাওয়া যাক,

পারফরম্যান্স এর দিক থেকে সেরা

পারফরম্যান্স এর দিক থেকে সেরা ক্যাটাগরিতে জয়ী হয়েছে Realme 9G Speed Edition। ফোনটির Snapdragon 778G আপনাকে দেবে দুর্দান্ত পারফরম্যান্স। এই প্রাইজ রেঞ্জের মধ্যে এটি দুর্দান্ত পাওয়ারফুল একটি ফোন।

ফোনটির ভাল দিক গুলোর মধ্যে রয়েছে সেরা পারফরম্যান্স, 144Hz ডিসপ্লে, এবং দারুণ ব্যাটারি লাইফ। নেগেটিভ দিক বলতে গেলে ফোনটিতে আলট্রা উইড ক্যামেরা, এবং Stereo স্পিকার পাবেন না। আরেকটা খারাপ দিক হচ্ছে এটি এসেছে Android 11 এর সাথে।

বেস্ট ক্যামেরা ফোন

আমাদের লিস্টের বেস্ট ক্যামেরা ক্যাটাগরির উইনার হল গত বছরের Redmi Note 10 pro Max। এর ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এখনো বাজারের সেরা এবং যা দিয়ে করা যায় 4K ভিডিও রেকর্ডিং।

ফোনটিতে আরও আছে 120Hz এর Amoled ডিসপ্লে, চমৎকার ব্যাটারি লাইফ। ফোনটির নেগেটিভ দিকের কথা বলতে গেলে, এতে থাকছে না 5G এবং চিপসেটটিও পুরনো। তারপরেও এটি এই রেঞ্জের একটি সলিড স্মার্টফোন।

ওভারঅল বেস্ট স্মার্টফোন

ওভারঅল বেস্ট ক্যাটাগরিতে আমরা রাখব Moto Edge 20 Fusion। দারুণ এই ফোনটিতে রয়েছে 10-Bit OLED 90Hz ডিসপ্লে, ১০৮ + ৮+২ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। ব্যাটারি ব্যাকআপ এর জন্য রাখা হয়েছে 5000mAh এর ব্যাটারি এবং 30 w এর ফাস্ট চার্জিং। ফোনতে থাকছে Moto UI এবং Android 12।

শেষ কথা

এই মুহূর্তে ২০ হাজার টাকার মধ্যে এই ফোন গুলোই বেস্ট। আপনি যদি এই রেঞ্জের মধ্যে ফোন খুঁজে থাকেন তাহলে দেখতে পারেন এই ফোন গুলো, শেয়ার করতে পারেন বন্ধুদের যারা এই দামের সেরা ফোন খুঁজছে।

আশা করছি এই ফোন গুলো আপনার কাছে ভাল লেগেছে, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস