টেক টিউনস এর বিভিন্ন ভাইদের ইসলাম সম্পর্কিত লেখা দেখে এ বিষয়ে লিখতে উৎসাহী হলাম। আমি আপনাদের কাছে এমন একটি বই এর আলোচনা করব যে বইটি (আমার মতে) প্রত্যেক মুসলিমের পড়া উচিৎ। বাংলাদেশের মুসলিম হিসেবে আমরা আলেম, উলামাদের ওয়াজ অথবা বিভিন্ন ব্যাক্তিদের কাছ থেকে ইসলাম সম্পর্কে কম বেশী জেনেছি, কিন্তু এই বইটিতে ইসলামের এমন কিছু মূল বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে যা সাধারনত বাংলাদেশের প্রেক্ষাপটে আলেমরা আলোচনা করতে আগ্রহী হন না। অথচ এই বিষয়গুলো সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের একান্ত কর্তব্য।
বাংলাদেশের মুসলিমদের মধ্যে প্রচলিত এমন কিছু বিষয় আছে, যা আমরা খুব সাধারণ মনে করি কিন্তু ইসলামের দৃষ্টিতে এ বিষয়গুলো অত্যন্ত ভয়াবহ। এসব বিষয় সম্পর্কে বইটিতে পবিত্র কুরআন ও সাহীহ হাদিসের প্রমাণসহ আলোচনা করা হয়েছে। বইটির নাম "কিতাবুত তাওহীদের ব্যাখ্যা" লেখক শাইখ সালেহ বিন আব্দুল আযীয, বাংলায় অনুবাদ করেছেন মুহাম্মাদ বিন ইব্রাহীম আল শাইখ। বইটি নিচের website থেকে ডাউনলোড করতে পারবেন। বইটি বুঝতে যদি কারো অসুবিধা হয় তাহলে এই ওয়েবপেজ এর নিচের দিকে বাংলায় mp3 তে বইটির ব্যাখ্যা করা আছে। এগুলোও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওয়েবসাইটটীতে ইসলাম সম্পর্কে আরও বিভিন্ন প্রয়োজনীয় বই ও প্রবন্ধ দেয়া রয়েছে, যা আপনাদের ইসলাম সম্পর্কিত জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে বলে আমি মনে করি।
http://www.quraneralo.com/kitabut-tawheed/
টিউন টি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হিজবুত তাহরির সংগঠনের কোন বই নাতো? ভাই প্লিজ জানাবেন।