উইন্ডোজ নতুন ইন্সটলের ফলে হোক বা অন্য যেকোন কারনেই হোক আপনার প্রিয় বুর্কমার্ক সাইট বা নতুন কোন খুজে পাওয়া সাইট এর ঠিকানা হারিয়ে ফেলতে পারেন।আমি ব্যাক্তিগতভাবে অনেক সাইটের ঠিকানা এইভাবে হারিয়ে ফেলেছি।
আবার অনেক সময় নতুন করে ব্রাউজার ইন্সটল করলেও সব হারিয়ে যায়।
কিন্তু আপনি favbackup ব্যবহার করলে আপনাকে আর এইসব নিয়ে চিন্তা করতে হবেনা ।
Favbackup ব্যবহার করে আপনি যেকোন ব্রাউজারের যেকোন কিছু ব্যাকআপ রাখতে পারবেন এবং পরবর্তীতে তা রিষ্টোর করতে পারবেন একদম সহজে ।
নিজের অভিজ্ঞতা হতে বলি ,আমি ব্যক্তিগতভাবে অপেরা ব্যবহার করি এবং নতুন করে সেটাপ দিলে প্রতি বারই আমাকে অপেরার SKIN ডাউনলোড করতে হয় কিন্তু এই favbackup ব্যবহার করার ফলে আমার আর এই ঝামেলা থাকলনা।
আশা করি আপনাদের এই সফটওয়্যারটি কাজে লাগবে ।
এটি ফ্রীওয়্যার এবং পোর্টেবল ।
এখান হতে ডাউনলোড করে নিন বাকীকাজ একদম সহজ ।
টেকটিউনস ২.০ তে আমার কিছু সমস্যা হচ্ছে তাই আমি মন্তব্য করতে পারছিনা ।আমার সমস্যা কবে সমাধান হবে আল্লায় জানে ।
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
ভাল জিনিস শেয়ার করেছেন।ধন্যবাদ।