আসসালামুআলাইকুম আশাকরি সবাই ভাল আছেন। আজকে আপনাদের নিয়ে এসেছি আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসে কি কি ফোন বের হতে যাচ্ছে তার ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার ধারণা দিব। এবং বেশ কিছু ফোন আছে এবার গ্লোবাল মার্কেট এর পাশাপাশি বাংলাদেশ মার্কেট লঞ্চ হবে। তবে এবার আমরা অন্যান্য মাসের মতো হান্ডেট পার্সেন্ট কনফার্ম না এগজ্যাক্টলি কবে, কোন ডেটে লঞ্চ হবে। বেশ কিছু ফোন বাংলাদেশের লঞ্চ হবে বলে আমরা ধারণা পাইছি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে কথা বলব শাওমিকে নিয়ে। সাওমি তিনটা ফোন লঞ্চ হবে।
১. xiaomi 12t
শাওমি টুয়েলভ টিসিরিজের ফোন আনবে রেডমি এইট প্লাস জেল ওয়ান প্রসেসর দিয়ে। মোটামুটি হেভি কনফিগারেশনে আসবে। কিন্তু এটা থাকবে লাইকা লেন্স। এই ফোনটি গ্লোবাল এ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে শিগ্রোহি আগস্ট এর দিকে আসবে।
২. Redmi k50s
রেডমি কেপিপটি এস যেটা রেডমি কেপিপটি থেকে আরেকটু ভালো, ভালো কনফিগারেশনে আসতে পারে অথবা (Snapdragon 870) দিয়ে আসতে পারে। বলা যায় রেডমি কেপিপটি থেকে ভালো হবে। এর প্রাইজ সম্পর্কে আমরা এখনো কিছু জানতে পারি নাই। জানলে আপনাদের জানাবো।
৩. xiaomi 12lite 4
শাওমি টুয়েল্ভ লাইল সিরিজের ফোন শাওমি টুয়েল্ভ লাইল পোর শাওমি টুয়েল্ভ লাইল এর সাকসেসের কারনে শাওমি টুয়েল্ভ লাইল পোর আসবে। (Snapdragon 778) প্রসেসর অথবা আগের যে প্রসেসর ছিল সেটা দিয়েও শাওমি ফোনটা নিয়ে আসতে পারে। শাওমি আর কোন ফোন আসবে না এই মাসে।
৪.Motorola H30 ultra
(Motorola H30 ultra) মটোরোলা ওয়ান অপ দি স্পেশাল ফোন কারন ২০০ মেগাপিক্সেলে এই ফোনটি আসার কথা। এর প্রাইজ মোটামুটি কমপিটেট আাসার কথা। বাংলাদেশে এই ফোনটি লঞ্চ হবে কিনা সে বেপারে ক্লিয়ার কোন তথ্য পাইনি। কিন্তু সেপ্টেম্বর এর শেষের দিকে এই ফোনটি আসার সম্ভাবনা আছে।
৫. Samsung Z44) এবং Samsung Z34
স্যামসাং এর সবচেয়ে প্রিমিয়াম দুটি ফোন হলোঃ (Samsung Z44) এবং (Samsung Z34)গ্লোবাল মার্কেটে দুটো ফোনই আগস্ট এর ১০ তারিখে লঞ্চ হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে সেপ্টেম্বর এর শেষ দিকে বা অক্টোবর এর দিকে। সেপ্টেম্বর এ (Samsung Z44 অথবা Samsung Z34)বাংলাদেশে লঞ্চ হবে। এই ফোন দুটোর কনফিগারেশন ব্যাপারে কিছু বলার নেই। ফোন দুটো আসলেই আমরা এর ডিটেইলস নিয়ে আপনাদেরকে জানবো।
৬. Samsung Galaxy F13
(Samsung Galaxy F13) এই ফোনটি ইনডিয়ার মার্কেটে লঞ্চ হয়েছে। বাংলাদেশের মার্কেটেও লঞ্চ হবে। কিন্তু এর প্রাইজটার ব্যাপারে আমরা যতটুক যানি বেশ ভালো প্রাইজ এর ভিতরে আসবে। (২৫০০০) হাজার টকার ভিতরে আসতে পারে। আমরা জানি এই প্রাইজ অনেক হাই প্রাইজ। তবুও স্যামসাং এর প্রাইজ অনুযায়ি বলা যায় মোটামুটি। কারন স্যামসাং তাদের ফোন গুলোর প্রাইজ সবসময় একটু হাই হয়।
৭.Realme C30
(Realme C30) বাংলাদেশের মার্কেটে আসবে। কিন্তু আমরা কনপার্ম না, যে এই মাসে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আসবে। কিন্তু সেপ্টেম্বর এ এই ফোনটি আমরা বাংলাদেশে দেখতে পাবো।
৮. Vivo V25
(Vivo V25) এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। এর কনফিগারেশন আমরা খুব একটা যানি না। কিন্তু কোন প্রসেসর দিয়ে আসবে এর আমরা টুকটাক তথ্য পেয়েছি। তবে যতদূর আমার মনে হয় এই মাসে এই ফোনটি না আসলেও সেপ্টেম্বর এর দিকে আসতে পারে।
৯. Asus Zen 49
(Asus Zen 49) এই ফোনটি ছোট সাইজের। বলা যায় আসুস এর একটা ছোট ফোন আসবে। ৫.৯ ইনচি সাইজের, এমুলেট প্যানেল, ওয়ান টুয়েন্টি রি প্রেসেড। এবং প্রসেসর কনফিগারেশন খুবিই হেবি। এই ফোনটি গ্লোবাল এ লঞ্চ হবে। বাংলাদেশে এই ফোনটি ওপেসিয়াল ভাবে আসবে না। কিন্তু আপনারা আনওপেসিয়াল ভাবে এই ফোনটি পাবেন। অন্যান্য ফোন এর মতো এই ফোনটিও সেপ্টেম্বর এর দিকে পাবেন। এই ফোনটি ৫.৯ ইনচি মানে অনেক ছোট সাইজের ফোন হওয়ায়, আমার কাছে খুব ইনট্রেসট্রিং লাগছে বলে এই ফোনটি আপনাদের সাথে শেয়ার করলাম।
১০. techno sparkspark 9t
আসুস এর পাশাপাশি টেকনো ইস্পার্ক নাইন সিরিজের ফোন বাংলাদেশে আসবে। টেকনো নাইন টি ১৫০০০-২০০০০ হাজার টাকার প্রাইজ রেঞ্জের সমতূল্য প্রাইজ মধ্যে আসতে পারে। এই ফোনটিও দারুন হতে চলেছে।
লেখকের কিছু কথা
আগস্ট-সেপ্টেম্বর দিকে আসবে এমন বেস্ট ১০টি ফোন শেয়ার করলাম। এই ফোন গুলো লঞ্চ হলে আপনাদের সাথে এই ফোন গুলোর রিভিউ শেয়ার করবো। আমার এই টিউনটি ভালো লাগলে একটি জেসস দিবেন। আরো এমন টিউন পেতে আমাদের ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।