৩০ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ টি স্মার্টফোন – জুলাই ২০২২

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

আপনার বাজেট যদি হয় ৩০ হাজার টাকা এবং এই প্রাইজ রেঞ্জে যদি ভাল মানের স্মার্টফোন চান বিশেষ করে ক্যামেরার জন্য, তাহলে এই টিউনটি আপনার জন্য। চলুন দেখে নেয়া যাক এই প্রাইজের সেরা পাঁচটি ফোন।

১. POCO F3

POCO F3 ফোনটি এই লিস্টের সবচেয়ে পুরনো মানে প্রায় ১ বছর আগে রিলিজ হলেও এখনো ৩০ হাজার টাকার মধ্যে সেরা ফোন এটি। POCO F3 ফোনটিতে দেয়া হয়েছে পাওয়ারফুল Qualcomm Snapdragon 870 চিপ-সেট; সাথে আছে 6.67-inch AMOLED স্ক্রিন যা Full HD+ রেজুলেশন সাপোর্ট করে, রয়েছে 120Hz Refresh Rate এবং 360Hz Touch Sampling Rate।

ফটোগ্রাফির জন্য POCO F3 এ দেয়া হয়েছে একটি 48MP প্রাইমারি সেন্সর, একটি 8MP Ultra Wide Lens এবং 5MP Macro লেন্স। সেফলির জন্য এতে দেয়া হয়েছে 20MP এর একটি ক্যামেরা।

ব্যাটারি ব্যাকআপ এর জন্য POCO F3 দেয়া হয়েছে একটি 4520mAh ব্যাটারি যা 33W Fast charging সাপোর্ট করে। রয়েছে NFC এবং Infrared প্রযুক্তি।

২. Realme GT Master Edition

POCO F3, এর মতই Realme GT Master Edition ও পুরনো একটি ফোন তারপরেও এটি এই প্রাইজ রেঞ্জে মেনশন করার মত একটি ফোন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে Full HD Resolution সাপোর্ট এর high-end 6.43-inch AMOLED প্যানেল, যাতে থাকছে 120Hz Refresh Rate এবং 360Hz Touch Sampling Rate।

প্রসেসর হিসেবে এতে দেয়া হয়েছে Qualcomm Snapdragon 778G প্রসেসর, 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। ফটোগ্রাফির জন্য থাকছে একটি 64MP Main Camera, একটি 8MP ultra wide এবং 2MP macro লেন্স। ফোনটির সেলফির জন্য থাকছে একটি 32MP সেন্সর।

দীর্ঘমেয়াদি ব্যাটারি ব্যাকআপ এর জন্য থাকছে 4300mAh ব্যাটারি যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে; রয়েছে NFC এবং 3.5mm Audio Jack।

৩. Vivo T2X

এই লিস্টের তিন নাম্বারে রয়েছে Vivo T2X ফোনটি। এটি সম্প্রতি লঞ্চ করা হয়েছে। পারফরম্যান্স এর জন্য দেয়া হয়েছে পাওয়ারফুল Mediatek এর Dimensity 1300। রয়েছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ।

ডিসপ্লের রয়েছে 6.58 ইঞ্চি Full HD+ প্যানেল সাথে থাকছে 144Hz Refresh Rate এবং 240Hz Touch Sampling Rate। ক্যামেরা হিসেবে থাকছে 50MP মেইন ক্যামেরা, একটি 2MP সেন্সর এবং 16MP ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি ব্যাকআপ এর জন্য Vivo T2X ফোনটিতে দেয়া হয়েছে 6000mAh ব্যাটারি যা 44W Fast Charging এবং NFC।

৪. Redmi Note 11S 5G

আপনি যদি এই রেঞ্জের মধ্যে সাশ্রয়ী কোন কিছু চান তাহলে Redmi Note 11S 5G ফোনটি দেখতে পারেন, ফোনটি আপনি ২৫ হাজার টাকার কিছু বেশি মূল্যেই পেয়ে যাবেন। ফোনটিতে রাখা হয়েছে Dimensity 810 চিপ-সেট; 6GB RAM এবং 128GB স্টোরেজ।

ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে যা 90Hz Refresh Rate এবং 240Hz Touch Sampling Rate সাপোর্ট করে। ক্যামেরার জন্য দেয়া হয়েছে একটি 50MP এর মেইন ক্যামেরা, একটি 8MP Ultra Wide Lens, একটি 2MP macro ক্যামেরা, এবং একটি 16MP এর সেলফি ক্যামেরা।

Redmi Note 11s 5G ফোনটির লং ব্যাটারি লাইফের জন্য দেয়া হয়েছে 5000mAh এর একটি ব্যাটারি যা 33W Fast Charging সাপোর্ট করে, সাথে থাকছে, NFC, 3.5mm Audio Jack এবং Infrared।

৫. Samsung Galaxy A33 5G

এই লিস্টের শেষ ফোনটি হচ্ছে Samsung লাভারদের জন্য। আপনি যদি Samsung লাভার হোন তাহলে এই প্রাইজ রেঞ্জে Samsung Galaxy A33 5G আপনার জন্য সেরা হতে পারে। ফোনটিতে দেয়া হয়েছে Samsung Exynos 1280 চিপসেট, 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ।

Samsung Galaxy A33 5G ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চির একটি AMOLED screen যা Full HD+ Resolution এবং 120Hz refresh rate সাপোর্ট করে। ফোনটিতে পাবেন 48MP Main camera, একটি 8MP ultra wide lens, একটি 5MP macro lens একটি 2MP portrait lens এবং সেলফির জন্য রয়েছে 13MP ক্যামেরা।

ফোনটিতে দীর্ঘমেয়াদি ব্যাটারি ব্যাকআপ এর জন্য রয়েছে 5000mAh ব্যাটারি যাতে রয়েছে 25W Fast Charging এবং NFC ফিচার।

শেষ কথা

তো যারা ৩০ হাজার টাকার মধ্যে ভাল ক্যামেরা এবং পারফরম্যান্স এর স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য উল্লেখিত পাঁচটি ফোন সেরা হবে বলে মনে করি।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস