OS জগতে নতুন চমক নিয়ে এসেছে উইন্ডোজ-৮

উইন্ডোজ ৮ এর বিভিন্ন লীকড এডিশনের পর অবশেষে এলো অফিসিয়াল উইন্ডোজ ৮ ডেভলপার প্রিভিউ এডিশন। বহু প্রতীক্ষার পর মাইক্রোসফ্ট অবমুক্ত করেছে মন মাতনো সব পাগল করা ফিচার নিয়ে Windows 8 Developer Preview এডিশন। যা অনেক রঙ্গিন আর রয়েছে অনেক সুন্দর সব ফিচার। উইন্ডোজ ৮ ডেক্সটপ কম্পিউটারের জন্য নিয়ে আসছে ট্যাবলয়েড পিসি গুলোর মত ইন্টারফেস। ব্লগ আর ফোরাম গুলোতে এখনি ঝড় উঠছে উইন্ডোজ 8 নিয়ে। কেউ বলে 7 থেকে অনেক ফাস্ট। কারো এখনি পছন্দের অপারেটিং সিস্টেমে স্থান করে নিয়েছে উইন্ডোজ ৮, হয়তো আপনি উইন্ডোজ 8 এর থিম প্যাক, লগইন স্কিন,  স্টাইল সহ আরও অনেক কিছুই তো এতদিন ব্যবহার করে থাকবেন। এখন সত্যি সত্যি উইন্ডোজ 8 ব্যবহার করে দেখতে পারবেন।  উইন্ডোজ 8 এর সিস্টেম রিকোয়ারমেন্ট অনেকটা উইন্ডোজ 7 এর মতই। তাই আপনার পিসি উইন্ডোজ 7 ভলোভাবে চালাতে পারলে উইন্ডোজ 8 ও সহজেই চালাতে পরবে।

উইন্ডোজ 8 এর দারুন কিছু ফিচারঃ

 নতুন Login Screen/Lockscreen:

নতুন লগইন স্কিন এ সময় এবং তারিখ দেখার সুবিধা রয়েছে। ইচ্ছে মত ছবি দেওয়ার ব্যবস্থা সহ আরো দারুন সব ফিচার।

নতুন Home Screen and Start Menu:

অনেক গুলো এপলিকেশন সহ নিজের ইচ্ছে মত হোম স্কিন কে সাজানোর ব্যবস্থা রয়েছে। পছন্দমত সকল এ্যাপস রাখা যায় চোখের সামনেই।  মেট্রো থিম/ইন্টারফেস নিয়ে আসছে উইন্ডোজ 8।

নতুন কন্ট্রোল প্যানেলঃ

নতুন কন্ট্রোল প্যানেল থেকে খুব সহজেই ম্যানেজ করা যায় সবকিছু।

নতুন ট্যাস্ক ম্যানেজারঃ

নতুন ট্যাস্ক ম্যানেজারে আনছে অনেক বৈচিত্র্য।

রয়েছে অনেক বিল্টইন এপলিকেশনঃ

উইন্ডোজ 8 এ  রয়েছে অনেক বিল্টইন এপলিকেশন। নতুন নতুন অনেক এ্যাপস এড করার পাশাপাশি পুরোনো ওয়েদার আপডেটটা এবার আরো সুন্দর আর বর্তমান আবহাওয়ার সাথে মিল রেখে পেছনে এ্যানিমেটেড স্ক্রীন শো করে। রয়েছে ইচ্ছে মত গ্যাজেট যোগ করার ব্যবস্থা সহ অসাধারন সব গ্যাজেট। তা ছাড়া একটার পর একটা এ্যাপস স্লাইড করা যায় এখন আরো সহজে আরো স্মুথ। সাইড বাই সাইড এ্যাপস,উইন্ডো রাখতে পারার ব্যাপারটা আরো সহজ করে দেয় সবকিছু।

সামাজিক যোগাযোগের এপলিকেশনঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমের(ফেসবুক/টুইটার) জন্য রয়েছে বিল্টইন এ্যাপস।   এছাড়া রয়েছে নতুন বুট ম্যানেজার।

 রয়েছে আমার অজানা আরো অনেক নতুন সুবিদা। তাছাড়া উইন্ডোজের ডেভলপাররা বলেছে ফাইনাল ভার্সনে আরও অনেক চমক থাকবে।

উইন্ডোজ 8 সিস্টেম রিকোয়ারমেন্টঃ

  • 1 gigahertz (GHz) or faster 32-bit (x86) or 64-bit (x64) processor
  • 1 gigabyte (GB) RAM (32-bit) or 2 GB RAM (64-bit)
  • 16 GB available hard disk space (32-bit) or 20 GB (64-bit)
  • DirectX 9 graphics device with WDDM 1.0 or higher driver
  • Taking advantage of touch input requires a screen that supports multi-touch

 মাইক্রোসফট এর উইন্ডোজ-৮ ডেবলফার ভার্শনটি কোন রেজিস্ট্রেশন ঝমেলা ছাড়াই সকলেই ব্যবহার করতে পারবেন, মাইক্রোসফ্ট উইন্ডোজ 8 এর এই ভার্সনটি পাবলিক ডাউনলোড এর জন্য অফিসিয়ালি DVD.ISO ইমেজ ফাইল আকারে পাবলিশ করেছে।  তো আর দেরি না করে এখুনি  ডাউনলোড করে নিন আর উপভোগ করুন উইন্ডোজ 8।

ডাউনলোড লিঙ্ক Windows 8 Developer Preview Build (ISO files):

Windows 8 Developer Preview (with developer tools) (69-bit only)

Windows 8 Developer Preview 69-bit edition

Windows 8 Developer Preview 32-bit edition

Windows 8 guide: সুন্দর ভাবে উইন্ডোজ ৮ ব্যবহার করার জন্য রয়েছে PDF গাইড। ডাউনলোডের জন্য ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পাব কখন ফ্রিতে?

Bazare Cd te paowa jabe?

এটা কি Microsoft এর publish করা? Microsoft এর website এ কোন Windows 8 এর খবর পাইলাম নাতো।।

Level 0

Another fast OS from Microsoft. It’s an evaluation copy of Windows8. I downloaded and experiencing it.

ASSALAMUALIKUM,
Jakir vai thanks 4 ur info…….But ami mone hoi install korte parbo na ……karon —Celeron(R) 2.00 GHS….& RAM 256 MB……RAM increase korle ki chalate parbo….PLS…..Janaben…..

জাকির ভাই আপনার লেখা আমার কাছে অসাধারন লাগে। আর বরাবরের মতই ভালো নিউজ দিসেন। আপনার কাছে একটা প্রশ্ন । আমি উইন্ডোজ ৭ বেবহার করি। উইন্ডোজ ৮ বেবহার করলে কি পিসি স্লো হইএ যাবে?? আমার পিসির কনফিগারেশন ১)duel core 2)intel g4wmv 3) 500 gb harddisk 4) 2gb ddr3 ram.

একসাথে দুইটা বেবহার করা যাবে??
না করা গেলে উইন্ডোজ ৮ ইন্সটল করার পর কি পিসি তে সংরহ করা ইনফর্মেশন এর কুন প্রব্লেম হবে ??
ইনফর্মেশন গুলু কিভাবে সংরখন করব???
ভাই বেশি প্রশ্ন করে ফেললাম । দুঃখিত । আপনি সাহায্য করলে খুশি হবো।।

    @mahmud shuvro: না পিসি স্লো হবে না, অনেকের কাছে ৭ থেকে ও ফাস্ট মনে হয়েছে। অনেক ভালো ভাবেই চলবে আপনের পিসিতে।
    হ্যা এক সাথে দুটা ব্যবহার করতে পারবন।
    আপনি যদি রুট ড্রাইব ফরমেট করেন তাহলে ইনফরমেশন গুলো চলে যাবে। কিন্তু দুইটা এক সাথে ব্যবহার করলে কোন ইনফরমেশন যাবে না।

জাকির ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য । ভাই আপনার টিউন আমার অনেক ভাল লাগে ।

পুরুপুরি রিলিজ পেলে অবশ্যই ট্রাই করব,
ধন্যবাদ সুন্দর ও তথ্য বহুল টিউনের জন্য।

ভাই, আপনি কি Download করেছেন? ৩২ বিট না ৬৪ বিট? যদি আপনি Download করে থাকেন তাহলে আমার একটি request রাখবেন? আমি আপনাকে একটি Blank DVD ডাকযোগে return টিকিট সহ পাঠাবো। আপনার একটু কষ্ট করে ডিভিডিটি রাইট করে আপনার নিকটস্থ কোন পোস্ট অফিসে দিয়ে দিলেই হবে। যদি আপনি agree থাকেন তাহলে আপনার ঠিকানাটা আমাকে মেসেজ করে দিতে পারেন [email protected] অথবা ফেসবুকে http://www.facebook.com/noorealamku

Level 0

ei preview version ta install kora mane khal keye kumir ana. eta pc onek slow kore fele n kichu kichu software support dekhay na even run o kora jay na. as 4 xmple. kaspersky support dey na. tai kaspersky o etar jonne new kore ekta developer preview version banaiche

শুনলাম Widows 8 এ বিল্ট ইন এণ্টিভাইরাস থাকার কারনে এতে থার্ড পার্টির কোন এণ্টিভাইরাস ইন্সটল করা যায় না।