উইন্ডোজ ৮ এর বিভিন্ন লীকড এডিশনের পর অবশেষে এলো অফিসিয়াল উইন্ডোজ ৮ ডেভলপার প্রিভিউ এডিশন। বহু প্রতীক্ষার পর মাইক্রোসফ্ট অবমুক্ত করেছে মন মাতনো সব পাগল করা ফিচার নিয়ে Windows 8 Developer Preview এডিশন। যা অনেক রঙ্গিন আর রয়েছে অনেক সুন্দর সব ফিচার। উইন্ডোজ ৮ ডেক্সটপ কম্পিউটারের জন্য নিয়ে আসছে ট্যাবলয়েড পিসি গুলোর মত ইন্টারফেস। ব্লগ আর ফোরাম গুলোতে এখনি ঝড় উঠছে উইন্ডোজ 8 নিয়ে। কেউ বলে 7 থেকে অনেক ফাস্ট। কারো এখনি পছন্দের অপারেটিং সিস্টেমে স্থান করে নিয়েছে উইন্ডোজ ৮, হয়তো আপনি উইন্ডোজ 8 এর থিম প্যাক, লগইন স্কিন, স্টাইল সহ আরও অনেক কিছুই তো এতদিন ব্যবহার করে থাকবেন। এখন সত্যি সত্যি উইন্ডোজ 8 ব্যবহার করে দেখতে পারবেন। উইন্ডোজ 8 এর সিস্টেম রিকোয়ারমেন্ট অনেকটা উইন্ডোজ 7 এর মতই। তাই আপনার পিসি উইন্ডোজ 7 ভলোভাবে চালাতে পারলে উইন্ডোজ 8 ও সহজেই চালাতে পরবে।
নতুন লগইন স্কিন এ সময় এবং তারিখ দেখার সুবিধা রয়েছে। ইচ্ছে মত ছবি দেওয়ার ব্যবস্থা সহ আরো দারুন সব ফিচার।
অনেক গুলো এপলিকেশন সহ নিজের ইচ্ছে মত হোম স্কিন কে সাজানোর ব্যবস্থা রয়েছে। পছন্দমত সকল এ্যাপস রাখা যায় চোখের সামনেই। মেট্রো থিম/ইন্টারফেস নিয়ে আসছে উইন্ডোজ 8।
নতুন কন্ট্রোল প্যানেল থেকে খুব সহজেই ম্যানেজ করা যায় সবকিছু।
নতুন ট্যাস্ক ম্যানেজারে আনছে অনেক বৈচিত্র্য।
উইন্ডোজ 8 এ রয়েছে অনেক বিল্টইন এপলিকেশন। নতুন নতুন অনেক এ্যাপস এড করার পাশাপাশি পুরোনো ওয়েদার আপডেটটা এবার আরো সুন্দর আর বর্তমান আবহাওয়ার সাথে মিল রেখে পেছনে এ্যানিমেটেড স্ক্রীন শো করে। রয়েছে ইচ্ছে মত গ্যাজেট যোগ করার ব্যবস্থা সহ অসাধারন সব গ্যাজেট। তা ছাড়া একটার পর একটা এ্যাপস স্লাইড করা যায় এখন আরো সহজে আরো স্মুথ। সাইড বাই সাইড এ্যাপস,উইন্ডো রাখতে পারার ব্যাপারটা আরো সহজ করে দেয় সবকিছু।
সামাজিক যোগাযোগ মাধ্যমের(ফেসবুক/টুইটার) জন্য রয়েছে বিল্টইন এ্যাপস। এছাড়া রয়েছে নতুন বুট ম্যানেজার।
রয়েছে আমার অজানা আরো অনেক নতুন সুবিদা। তাছাড়া উইন্ডোজের ডেভলপাররা বলেছে ফাইনাল ভার্সনে আরও অনেক চমক থাকবে।
মাইক্রোসফট এর উইন্ডোজ-৮ ডেবলফার ভার্শনটি কোন রেজিস্ট্রেশন ঝমেলা ছাড়াই সকলেই ব্যবহার করতে পারবেন, মাইক্রোসফ্ট উইন্ডোজ 8 এর এই ভার্সনটি পাবলিক ডাউনলোড এর জন্য অফিসিয়ালি DVD.ISO ইমেজ ফাইল আকারে পাবলিশ করেছে। তো আর দেরি না করে এখুনি ডাউনলোড করে নিন আর উপভোগ করুন উইন্ডোজ 8।
Windows 8 Developer Preview (with developer tools) (69-bit only)
Windows 8 Developer Preview 69-bit edition
Windows 8 Developer Preview 32-bit edition
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
পাব কখন ফ্রিতে?