আমার ল্যাপটপ কেনার মর্মান্তিক! অভিজ্ঞতা

প্রথমেই সিদ্ধান্ত নিলাম ডেল কিনবো। সেকেন্ড জেনারেশন কোর আই ৩ , ২ জি বি র‍্যাম, ৫০০ জি বি হার্ড ডিস্ক, ১৪ ইঞ্চি ডিস্প্লে... Inspiron 4110  সিলেক্ট করলাম। কিনলাম ৪ তারিখে ৪৪০০০ টাকা দিয়ে। ৫,৬ তারিখ চালালাম, দেখলাম মিনিটে ৪-৫ বার ডিস্প্লে Shake করে মানে কাপা কাপি করে। অদ্ভুত এক সমস্যা। নিয়া গেলাম কম্পিউটার সোর্স এর তালতলা অফিসে গত ৮ তারিখ দুপুরে ।  ইঞ্জিনিয়ার সাহেব বললেন, প্যানেল এ সমস্যা। আরেকটা নতুন নিয়া আনলো তারা গোডাউন থেকে।

৩০ মিনিট এ সেটাপ দেয়ার পরে দেখি একই সমস্যা এটাতেও। উনি আরেকটা আনালেন Intact. ৩০ মিনিট পর দেখা গেলো এটাতেও একই সমস্যা। উনি বললেন সফটওয়ার এ কনফ্লিক্ট হতে পারে। ততক্ষনে রাত ৮ টা বাজে। অফিস বন্ধ। ব্যথিত মনে তৃতীয় কপি ল্যপটপ নিয়ে রুমে ফিরে এলাম। আজ মানে ১০ তারিখ আবার গেলাম তালতলা। উনি আবার দেখলেন। ২-৩ ঘন্টা পরে বললেন N 4110 এর এই লট এ যতগুলা ল্যপটপ আসছে সবগুলোয় একই সমস্যা। এটা নিয়ে নাকি ডেল কাজ করছে... এটা নিয়ে আবার আসলাম IDB তে কম্পিউটার সোর্স এ।

এখানে এটা ফেরত দিয়ে চিন্তা করলাম এবার আর ডেল না নিবো Fujitsu. এই কনফিগারের মাঝে একটা দেখলাম। সেটা দেখি Intact না। প্রথমে ব্যটারী ও পাচ্ছিলো না। একটু পরে দেখি প্রসেসর ফার্স্ট জেনারেশন এর। ল্যাপটপ রেডি হওয়ার পরে দেখি এটার ডিস্প্লে র লাইট কম...সাহস নিয়ে আরেকটা চাইলাম...তারা বলল স্টক এ আর নাই। আরো সাহস নিয়ে আবার ডেল দিতে বললাম। ২০০০ টাকা বাড়িয়ে এবার বললাম Dell 5110 (সেকেন্ড জেনারেশন কোর আই ৩ , ৩ জি বি র‍্যাম, ৫০০ জি বি হার্ড ডিস্ক, ১৫ ইঞ্চি ডিস্প্লে)দিতে। তারা সেটাও দিলো। সেটা সেটাপ দিতে গিয়ে দেখা গেলো ২-৩ বার সেটাপ নিয়েও চালু হচ্ছে না। পরে দেখা গেলো সেটাপ এর সি ডি তে সমস্যা। পরে আরেকটা সি ডি দিয়ে সেটাপ দিলো। ততক্ষনে রাত ৮ টা। IDB  বন্ধ হচ্ছে। আমি Incomplete ল্যপটপ নিয়ে উদ্ভ্রান্ত হয়ে রুম এ আসলাম। টানা ২ দিনের ঝাক্কি পেরিয়ে পেলাম একটা অবশেষে। এখন সেটা চার্জ নিচ্ছে।

এই পোস্ট এর একটা ই উদ্দেশ্য। আপনারা যারা ডেল ল্যাপটপ N 4110  কিনবেন, আমার এই সমস্যা টা দেখে নিবেন দয়া করে।

আর আমার এই সমস্যায় যারা পাশে ছিলো, তাদের কথা না বললেই নয়। কম্পিউটার সোর্স এর মার্কেটিং এর ম্যাডাম (নাম জানি না) সব সময় ই পসেটিভ আচরন করেছেন। আর BAT এর মামুন ভাই হাসিমুখেই আমায় এই সেবা দিয়েছেন। তাদের প্রতি আমি খুব ই কৃতজ্ঞ। সচরাচর এমন হয় না। আপনারা আমার ল্যপটপের জন্য দোয়া করবেন। আসলে এটা আমার জন্য কেনা না। "ওর"!! জন্য...  😉

Level 0

আমি স্পর্শবিন্দু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Best Of Luck আপনার জন্য এবং আপনার "ওর" জন্য…

    Level 0

    ধন্যবাদ প্রথম উইশ করার জন্য

doa korlam…apnar "or" laptop ta jeno valo thake!!!!!!!!

    Level 0

    দোয়া করার জন্য আপনাকেও ধন্যবাদ

Level 0

ভালো চললে খুশি। দোয়া রইল।

    Level 0

    ধন্যবাদ ভাই

আশা করি আর কোন সমস্যা হবেনা । কষ্টের পরেই সুখ আসে !

    Level 0

    জি ভাই…এখন তাহলে সুখের অপেক্ষা করি!

Level 0

কম্পিউটার সোর্স এর আচরণ দেখবেন ৬ মাস পর যখন ল্যাপটপ এ বড় কোন problem দেখা দেবে ।
ভাব দেখহে মনে হবে যে আপনাকে চিনেই না ।

    Level 0

    ইহা-ই তো মনে হয় স্বাভাবিক

    ভাই অন্য জেলার ক্ষেত্রে জানি না | আমার বাসা যশোরে | এখানকার কম্পিউটার সোর্সের লোকেরা খুবই হেল্পফুল + ভালো |
    আমার কম্পিউটার কেনা গত বছর সেপ্টেম্বরে|| কেনার ৪/৫ মাস পর অফ করলে অফ হত না | নিয়ে গেলাম কম্পিউটার সোর্সে |
    আমার মাদারবোর্ড ছিলো DH55TC , আমাকে পাল্টিয়ে দিলো DH55PJ (XU1).
    🙂
    আমি যখন পিসি কিনছিলাম তখনো DH55PJ বের হইছিলো না |
    🙂

ল্যাপটপ আর কিনার ইচ্ছা নাই পারলে Ipad নতুবা Samsung Galuxy Tab কিনব

Level 0

ভাই মন খারাপ করেন না । তবে dell না নিয়ে asus নিলে ভাল করতেন, আমি asus এ এখন ও কোন problem পাই নাই। আর ryan computer থেকে কিনলে আর যাই হোক ব্যবহার টা ভাল পেতেন ।

    Level 0

    আসলে BAT এর মামুন ভাই আমার অনেক আগের পরিচিত। তাই আর কি…

শুভকামনা রইল…
এধরনের ঝামেলা যে কি ভোগায় তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না।

ভাই আমি accer ৪৭৪৫ মডেলের একটা ল্যাপটপ নিতে চাচ্ছে।এটা কেমন হবে একটু বল্বেন?আর দাম কত পরতে পারে তাও বলবেন।

    Level 0

    acer না নেয়া ভাল। আমার মতে। এইটার নষ্ট হওয়ার কথা সবচেয়ে বেশি শোনা যায়। তবে বাংলাদেশে এদের নিজস্ব শো রুম আছে। যে টা আর কারো নাই। তাই আবার সার্ভিস ভাল পাওয়ার নিশ্চয়তা আছে।

    আমি acer ইউজ করি। কোন প্রব্লেম দেয় নাই কোনদিন!!! 😀

ভাই একটু বুঝে দেখেন, ডেল এন৫১১০ কিন্তু একটু আলাদা। কালই একটা কেনা হল আমার, এটা ইউএসবি ৩.০, এইচ৬১ চিপসেট, এনভিডিয়া গ্রাফিক্স কার্ড সহ বেশ আলাদা ও নতুন প্রোডাক্ট। এটায় সেটআপ দেওয়া বেশ ঝামেলার কাজ। ইন্সটল এর পর কিচ্ছু অয়ায়না। গ্রাফিক্স কার্ড এর ড্রাইভার, ইউএসবি এর ড্রাইভার, চিপসেটের ড্রাইভার সব ইন্সটল দিতে হয়। আর এটা ৬৪বিট ছাড়া চলেনা। মাথায় রাখবেন এটা। ৩২বিট দিলে কাজ করবেনা, অনেক স্লো হয়ে যাবে। আশা করি বুঝেছেন। আমি ডেল এন৫০১০ ব্যবহার করি।

ধন্যবাদ

    Level 0

    আপনার তথ্যবহুল আর গুরুত্বপূর্ন মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ঠিক ই বলেছেন। সব ই ইন্সটল দিলাম। কিন্তু NVEDIA টা সেট আপ হল না কেনো বুঝলাম না। দেখি আরো ট্রাই করে।

    হবে। আগে ইনটেল এইচডি গ্রাফিক্স ইন্সটল দেন, চিপসেট ইন্সটল দেন। তারপর আরামে এনভিডিয়া ইন্সটল হবে 🙂 ১০০%

    এইমাত্র সব কাজ শেষ হল, সব কয়টা ইউএসবি পোর্ট, এনভিডিয়া জিটি ৫২৫, স্যান্ডি ব্রিজ প্রসেসর, ৪ গিগা ১৩৩৩ বাস র‍্যাম [সত্যিই ১৩৩৩, ১০৬৬ না] সব কাজ করছে 🙂

আরে ভাই এত দাম দিয়ে কিসব ফাল্তু ল্যাপটপ নিচ্ছেন? নিচেরটা দেখেন উপরের গুলার থেকে দামও কম প্লাস কনফিগারেশনও অনেক ভাল
মডেলঃ HP Pavilion dm4
কনফিগারেশনঃ ntel® Core™ i5 Processor / 14" Display / 4GB Memory / 640GB Hard Drive – Aluminum
আরও বিস্তারিত এখানেঃ http://goo.gl/pkoPp

    Level 0

    HP, Compaq নিয়া আমার আর আমার পরিচিত দের বেশিরভাগের যে দুর্ভাগ্যময় অভিজ্ঞতা…তা বর্ননা করলে আরেকটা মেগা টিউন!! করতে হবে।

    এইচপি আর কমপ্যাক কোনটাই আসল কোম্পানি না। এসার এর উপর তো বিশ্বাসই নাই।

    Level 0

    hp ashol company na aita akta kotha bollen??/ hp ki taile ak2 describe korben????hp pavilion dv6 series er sathe bari khabe aishb dell fell?????????hashailen vai

Level 0

Rifat vhai, I want to say as like shimul- Yes happiness is coming after sorrow. Best of luck U & Your "OR"

ভাই আমিও তো ডেল ল্যাপটপ কেনার কথা ভাবছি । আপনার এই পোষ্ট পড়ে ডেলের উপর হতাশ হলাম।

বাটা জুতার মতন একটা টেকশই ল্যাপ্পি কিনতে চাই পরামর্শ করুন।

Level 0

ভাই, ডিসপ্লে কাপাকাপি মানে কি dim হয় আবার bright হয় এই সমস্যা নাকি আসলেই লাফালাফি করে?…আমি dell inspiron n4010 ব্যবহার করতেছি । জানুয়ারি মাসে কিনছিলাম। আর কম্পিউটার এর প্রসেসর জেনারেশন টা একটু বুঝাবেন। আমার টার configuration : processor: intel core i5, ram: 2 GB, Harddisk: 500GB.

dell is far more better than the others.Configuration yer kisu kisu problem sob lappi yer thake….for example ekbar pc te windows 7 (64bit) istall dilam every thing works fine..After when i restart my PC i am unable to find to use internet..than again i have to set up my pc again at 1400hrs. my suggeestion is never go for new product..because recently i bought hp dm4t @ price of 1000$, here i'm facing so problem…but my delll inspiron 14r is that best one i have ever use.

আমি dell xps M1330 ৩ বছর ব্যবহার করতেছি কোন সমস্যা হয় নাই । দাম একটু বেশি যা …..

Level 0

I am using HP Probook-4520s.(core i5).age 4 month.no installation problem.
HP is the best. change it and try HP.

Level 0

best of luck ,

ami ekta laptop kinbo , amar posondo dell , konta kinle valo hoy ektu jodi bolen valo hoto amar jonno …………

    Level 0

    বাজেট আর কনফিগারেশন বলেন পরে দেখেন অনেকেই আপনাকে পরামর্শ দিবে

ভাই আপনি কম্পিউটার সোর্স ফোর্স চয়েজ করেছেন কেন? এরা সবই ফাউল। সবচেয়ে ভাল সার্ভিস রায়ানস এর। তারপর রিশিত। কোন কিছু কিনলে এই দুই দোকানের বাইরে যাবেন না। তাহলে এরকম ফাপরে আর পড়তে হত না।

Best of luck… রিফাত ভাই……
এত আশা করে টাকা জমাচ্ছি ‍laptop কিনব বলে, রিফাত ভাইয়ের মমান্তিক ঘটনা পড়ে, চিন্তায় পরে গেলাম………কোনটা কিনব?????

    অবশ্যই ডেল। যারা জানেনা কিভাবে সঠিক অপারেটিং সিস্টেম ইন্সটল করতে হয়, পর্যায়ক্রমে কোন ড্রাইভার ইন্সটল করতে হয় তাদের কথা শুনে ডেল বাদ দিবেন?

    Level 0

    মোটেও না। দেখেন এত কিছুর পর কিন্তু আমি ডেল ই নিলাম। ৫ বছর ধরে ডেল ব্যবহার করছি। অবশ্য সেটা দুবাই এর ডেল।

    হা হা শাওন ভাই, সবকিছু আমি আমার অজান্তেই! সেটাপ দিয়েছি কয়েক মিনিটেই। যেটা সেটাপ নিচ্ছিলো না পরে দেখি সেটা এই ল্যাপির ই সফটওয়ার না…তারা এটার সাথে কোন ড্রাইভার সিডি দেয় নাই। যা করেছি নিজ থেকেই করেছি, তাই… আর আমি আপনার মত না হলেও মোটামোটি জানি কিভাবে কি ইন্সটল দিতে হয়। ১৯৯৮ ক্লাস ৫ থাকতে কম্পিউটার কিনেছি…অল্প অল্প তাই জানি আর কি… 😉 আপনার মন্তব্যের জন্য আবারো আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙂

Level 0

ONEK SUKHHO JONO BHAI… allah apnar computer ar mongol koruk

কস্টের কথা কি আর বলব। আমার সাধের ল্যাপিটা ৩৬৭ দিনের মাথায় মারা গেছে। মানে পাওয়ার পাইতেছে না। যদি মাদারবোর্ড এর উপর দিয়ে যায়, তাহলে আমি গেছি।

Level 0

Laptop কেনার সময় হয় সবচেয়ে ভাল ব্র্যান্ড আর না হয় 30000-32000 টাকার মধ্যে নরমাল টা কেনা ভাল । এটা বেশীদিন সার্ভিস ভাল দেয় না, এটাই আমার কাছে স্বাভাবিক মনে হয় ।

Level 0

তাহলে আমার কপাল ভালো। সেই ২০০৪ সাল থেকে ল্যাপটপ ইউজ করি, কোনটাই খারাপ সাভিস দেয় নাই। আমি HP, Dell, Compaq, Acer, Samsung and Liteon and again Acer ব্যবহার করছি।

    আপনার কাছে কি Acer খুব ভালো বলে মনে হচ্ছে? আমিও Acer কিনতে চাচ্ছি। একটু সাহস দেন।

Level New

আমার আসুস ই ভালো 😀

Level 0

আসুন সবাই ডেল-ফেল বয়কট করে দোয়েল পাখি ধরি। 🙂

"ওর জন্য"
ও তো অনেক ভাগ্যবান, একটা লেপটপ পাচ্ছে ফ্রী ।

Level New

শুনেন , আমার যানা মতে আপনার Laptop টা ৫০,০০০ এর উপরে হবে। ৪৪,০০০ দিয়ে কেমনে পাইলেন বুঝলাম না। যাক সস্তার তিন অবস্থা

    Level 0

    বাজেটের আগে এর দাম ই ছিলো ৪৯৫০০ টাকা।পরে কমলো

Level 2

অপ্রাসঙ্গিক লিঙ্ক দেয়ার জন্যে তা মুছে দেয়া হলো এবং টিউমেন্টার তথা কমেন্টারকে ওয়ার্নিং দেয়া হল। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ব্যবস্থা নেয় হবে। – মডারেটর

আপনার ল্যাপির জন্য শুভ কামনা।

Level 0

আমি গরিব মানুষ asus এর একটা লেফটফ কিনসিলাম প্রায় ২ বছর হয়ে গেলো ভালই যাচ্ছে 🙂

vai sudhui dukkho prokash kora chara r ksu korte parlam na.

ami o DELL Inspiron 1464 kinsi CSL thke about 1yr 2mnths no problem………… @ all………

ami akta laptop kinbo corei7 …desher bahir theke kine pathabe…kon company er kon model ta kinle valo hobe kindly aktu bolle khushi hobo.

    আমার মতে এইচপি কেনাটাই সবচাইতে ভাল হবে ২য় চয়েস সনি ভায়ো। তবে ল্যাপটপ অথবা ডেস্কটপ যেটাই কিনুননা কেন দেশ থেকে কেনাই ভাল। এতে করে আপনি হার্ডওয়ার এবং সফ্টও্য়ার দুধরনেরই সাপোর্ট পাবেন।

    thanks 4 ur suggestion

    Level 0

    go with hp dv4

Level 0

amr kase ibm sobcheye besi valo lage….bt jei dam re baba……magar asar dileo kisu hoyna……

Acer ল্যাপটপ গুলো কেমন আপনারা কেউ বলেবন কি?

Level 0

আ হা রে……….

Level 2

ভাই আপনার টিউন টা পড়ে ভাল লাগছে……………

Level 0

ami dell 4 year theke use kori no problem…

ভাই আপনার টিউন টা পড়ে ভাল লাগছে। তবে Ryans Computers তারাও খুব ভালো সার্ভিস দিয়ে থাকে প্রোডাক্ট কিনার সময় এবং কিনার পরেও। Ryans Computers থেকে আমার কিনা প্রথম ল্যাপটপ https://ryanscomputers.com/dell-inspiron-15-5567-intel-core-i3-15-6-inch-sparkling-white-notebook.html ৮ মাসের উপর হয়ে গেলো এখনো ভালোই চলছে।