রহস্যে ঘেরা পৃথিবীর নানা ইতিহাস………….

আমাদের পৃথিবীতে অনেক ইতিহাস রয়েছে যেগুলোর প্রকৃত ব্যাখ্যা আজও পাওয়া সম্ভব হয় নি। প্রাচীন মিশরীয় সভ্যতা, মৃত সাগরের মত অসংখ্য হারিয়ে যাওয়া শহরের ঘটনা মানুষকে চিন্তিত এবং সেগুলো অনুসন্ধানে উৎসাহিত করে। হাজার বছরেরও বেশী সময় আগে মিশরের পিরামিড, ব্যবিলনের হারিয়ে যাওয়া শহর, টাইটানিকের মত বিখ্যাত জাহাজ ডুবি, লুকিয়ে থাকা গুপ্তধন, ভ্যাটিক্যান সিটির রহস্যের মত অসংখ্য ঘটনা প্রবাহে পৃথিবীর মানুষ মুগ্ধ। এইরকম কিছু ঘটনা প্রবাহের অনুসন্ধান নিয়েই আজকের টিউনটি সাজানো হয়েছে..........

মিশরের পিরামিডঃ


মিশরীয় পিরামিড সর্বকালের সর্বশ্রেষ্ট স্থাপত্যের একটি। কেননা এটি কখন নির্মান করা হয়েছে এই বিষয়ে শক্তিশালী কোন তথ্য পাওয়া যায় নি। তবে এটি যেসময় নির্মান করা হয়েছিল তখন স্থাপত্যের বিকাশ তেমন একটা ঘটেনি, তারপরেও কিভাবে এত বড় পিরামিড তৈরি করা হয়েছিল এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। পিরামিড নির্মানের পিছনেও অনেক রহস্য লুকিয়ে রয়েছে যেমন পিরামিড নির্মানের উদ্দেশ্য কি এবং কখন এই সুবিশাল পিরামিড নির্মিত হয়েছিল। বেশ কিছুদিন আগে বিঞ্জানীগন এইসব প্রশ্নের কিছু উত্তর খুজে বের করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে অধিকাংশই মনে করেন পিরামিড ৩২০০ খ্রিষ্টপূর্ব আগে নির্মান করা হয়েছিল, তবে অনেক বিজ্ঞানী এটি নিয়ে বিতর্কে লিপ্ত হন এই বলে যে পিরামিড অন্তত ১০,০০০ বছরেরও পুরানো। পিরামিডের সবচেয়ে অশ্চর্যের বিষয়টি হয় তখনকার সময় ভারী পাথর সরানো বা সাজানোর কাজগুলো কিভাবে করা হয়েছিল যেখানে পিরামিডের এক একটি পাথরের ওজন ২-৯ টন। এত উচুতে তারা কিভাবেই বা পাথরগুলো উঠাল এবং বসাল। মরুভূমির মধ্যে এত পাথরই বা তারা কোথায় পেল? এইসব প্রশ্নের উত্তর আজও বিশ্বের মানুষের কাছে এক রহস্য হয়ে রয়েছে যা হয়ত পৃথিবী বিলুপ্ত হবার আগ পর্যন্ত থাকবে।

ডেড সী বা মৃতসাগরঃ

ডেড সী বা মুতসাগর সম্পর্কিত প্রায় ৯০০ টি প্রাচীন তথ্য আবিষ্কার করা হয়েছে ১৯৪৭-১৯৫৬ সালের মধ্যে। এই নথিগুলো থেকে একটি তথ্য পাওয়া যায় যে এই মৃতসাগরটি ১০০ খ্রিষ্টপূর্বের আগে তৈরি হয়েছে। হিব্রু ভাষায় কপারশিটে লিখিত কয়েকটি ডকুমেন্ট পাওয়া গেছে যেগুলোতে রয়েছে কোথায় কোথায় মহামূল্যবান রত্নভান্ডার ছিল সেগুলোর লিস্ট। অনেকেই বিশ্বাস করে যে ডেড সি বা মৃতসাগর থেকে কিছুটা দূরে ১ বিলিয়নেরও বেশী ডলারের স্বর্ন এ রৌপ্য এখানে লুকিয়ে রয়েছে।

হারিয়ে যাওয়া স্টোন এর তৈরি পেত্রা শহরঃ

ধারনা করা হয় খ্রীষ্টপূর্ব ৪ শতাব্দিতে এটি একটি শক্তিশালী রাজ্য ছিল এবং এখানে প্রায় ২০০০০ লোকের দৈনিক সমাগম হত ব্যবসা বানিজ্যের কেন্দ্র হওয়ার জন্য। যারা এই শহরের অধিবাসী ছিলেন তারা এই শহরটিকে ভালবেসে 'নাবাতাইনস' বলে ডাকত। আরবীয় যাযাবরের একটি দল পেত্রা আসেন এবং পেত্রায় অবস্থান করেন এবং শহরের সবকিছু পাথর দিয়ে তৈরি করেন। এই শহরের মধ্যে তখনকার সময়ের তৈরি একটি থিয়েটার, মন্দির, ভোজ হল, প্রায় ৩০০০ পাহাড় কেটে সেখানে পাহাড়ী মন্দির তৈরি করা হয়েছিল। এই শহরটি কি কারনে পরিত্যাক্ত করা হয়েছে এটি নিয়েই রহস্যের সৃষ্টি। তবে অনেক বিজ্ঞানী মনে করেন হয়ত ৩৬৩ খ্রীষ্টাব্দের প্রলয়ঙ্কারী ভূমিকম্পে শহরটির ৫০ ভাগ ক্ষতিগ্রস্থ হয়। এখনও এই শহরটি দর্শনার্থীদের আকর্ষনের কেন্দ্রবিন্দু। এটাকে পৃথিবীর সপ্তাষ্চর্যের একটি ধরা হয়।

আফগানিস্তানের লুকায়িত ভান্ডারঃ


১৯৭৯ সালের দিকে সোভিয়েত প্রত্নতত্ববিদ আফগানিস্তানের একটি ভূমি খনন করে ২০০০০ স্বর্ন মুদ্রা এবং সেগুলো ধারনা করা হয় ২০০০ বছর পুরানো ব্যবহৃত মুদ্রা। বিশেষজ্ঞগন মনে করেন যে সিল্ক রোডের কাছের শহর ব্যাক্টরিয়ার সংস্কৃতি আফগানিস্তান ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ন। কেউই এই গুপ্তধনের ব্যাপারে সঠিক কোন ব্যাখ্যা দিতে পারেনি তবে অনেকেই মনে করেন এই গুপ্তধন আফগানিস্তান যুদ্ধের পূর্বে কেউ লুকিয়ে রাখতে পারে। এই সব গুপ্তধনের বিষয়টি খুবই সতর্কতার সহিত গোপন রাখা হয় কেননা ৮০% ধনরত্ন তালেবানরা লুট করে নিয়ে গেছে বলে ধারনা করা হয়। ব্যাক্টরিয়া রাজ্যের গুপ্তধন থেকে ৬টি বড় ধরনের তালা মারা বাক্স পাওয়া গেছে যেখানে অসংখ্য পরিমান স্বর্ন এবং রৌপ্য পাওয়া গেছে।

নাজির গুপ্তধনঃ

নাজির গুপ্তধন নিয়ে লোকমুখে অজশ্র গল্প রয়েছে। এগুলোর মধ্যে অনেকগুলো সত্য হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি সেনাবাহিনী এডলফ হিটলারের অধীনে যুদ্ধ পরিচালিত করে। অসংখ্য স্বর্ন রৌপ্য, মূল্যবান কারুকাজ, মূল্যবান শিল্পকর্ম তারা সারা ইউরোপ থেকে সংগ্রহ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান সেনাবাহিনী তাদের কিছু গুপ্তভান্ডারের খোজও পেয়েছিল।
যেসব মূল্যবান রত্ন আমেরিকান সেনাবাহিনী উদ্ধার করেছিলঃ

  • ৮১৯৮ বার স্বর্ন
  • ৫৫ বাক্স স্বর্ন
  • ১ ব্যাগ প্লাটিনাম
  • ৭১১ ব্যাগ আমেরিকান পঁচিশ ডলারের গোল্ডের টুকরা
  • ২০ টি রৌপ্যের বার, এইরকম আরও ৪০টি বার পাওয়া গিয়েছিল
  • ৬৩ বাক্স সিলভার এবং ৫৫ ব্যাগ সিলভারের প্লেট
  • ২.৭৬ বিলিয়ন রিচসমার্কস

আপনাদের ভাল লাগলে পরবর্তীতে এগুলো নিয়ে আরও বিস্তারিত টিউন হবে..... সকলকে ধন্যবাদ............

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

😀 ভালো লাগলো…

নতুন তথ্য জানলাম। 🙂 😀

    আমার কাছে এইসব বিষয়গুলো ভালই লাগে……………….

আনেক তথ্য জানাগেল পরবর্তীতে এগুলো নিয়ে আরও টিউন চাই ……………..

অপূর্ব !!!!!!!! হইচে মিয়া। 🙂

খুবই ভাল
আরো চাই

অনেক দরকারি তথ্য জানা গেল। আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

টিউন করার ক্ষেত্রে শুদ্ধ বানানের দিকে খেয়াল রাখা উচিত………………

নিজের নানানের দিকে একটু খেয়াল রাখবেন। বিজ্ঞানী বানানটা বেশ কয়েকবার ভুল হয়েছে…

    নানানের? আপনার বানানেই তো সমস্যা। 😀 এরকম দুই একটা ভুল হয় সবারেই।হাসিব ভাই টপটিউনার।উনার লেখালেখি আমাদেরও অনেক আগে শুরু হয়েছিল।

    বস বানান ঠিক করে দিয়েছি………….

Level 0

চমৎকার!!!! এরকম আরো টিউন চাই।

আরো জানতে চাই

ভাল লাগলো

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনার টিউন অনেক আগে থেকে পড়ে আসলেও এর আগে কখনোই কমেন্ট করা হয়নি।তবে এইবার কমেন্ট না করলে অন্যায় হবে,কারণ আপনার যে জিনিস নিয়ে আগ্রহ থেকে এই টিউন করেছেন।ঠিক একই জিনিস নিয়ে আমারো সীমাহীন আগ্রহ।সামনে এই ধরণের টিউন আরো করবেন এই আশায় থাকলাম।ভালো থাকবেন।

তবে জ্ঞানপিপাসুদের জন্যে তথ্য মনে হয় কম হয়ে গেলো।জানি এইটুকু লিখতেই অনেক কষ্ট হয়,তবুও আপনার কাছে আবদার করলাম আরো বেশি বেশি তথ্য আমাদের জানাবেন।

"আপনাদের ভাল লাগলে পরবর্তীতে এগুলো নিয়ে আরও বিস্তারিত টিউন হবে"

যত তাড়াতাড়ি পারেন, Tune করুন…

Level 0

তথ্যবহুল টিউন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

Valo Laglo 🙂

ভাল েলগেছে। চািলয়ে জান, আমরা আছি আপনার সাথে।

তথ্যবহুল টিউন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আরও এই রকম টিউন চাই

HAtts off to TOPTUNER …..চালায়ে যাও হাসিব

    বস সব আপনাদের দোয়া…………… আপনার টিউন কই? টিউন না করার কথা ছিল………………

ভাই সনা গুল নিল কে বলেন প্লিস আমার ইয়াহু [email protected]

    GoriberBondhu ভাই এইটা নিশ্চিত যে আমি নেই নাই তয় আমেরিকার হস্তক্ষেপ রয়েছে সব জায়গাতেই এইটা তো জানা কথা।

Level 0

আমার খুব ইচ্ছা ডেড সী তে গোসল করা।জতই ডুবতে যাবো,ডুবতে পারবোনা।হাহাহা।

এটার নিচে কেউ কখনই যেতে পারেনা।কারন এটার নিচে রয়েছে অভিশপ্ত কারঊন এর বিশাল ধন সম্পদ।যা যাকাত না দেয়ার ,আর অহংকার এর কারনে আল্লাহ ধংস করে দিয়েছিলেন।

Level 0

""'''বেশ কিছুদিন আগে বিঞ্জানীগন এইসব প্রশ্নের কিছু উত্তর খুজে বের করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে অধিকাংশই মনে করেন পিরামিড ৩২০০ খ্রিষ্টপূর্ব আগে নির্মান করা হয়েছিল, তবে অনেক বিজ্ঞানী এটি নিয়ে বিতর্কে লিপ্ত হন এই বলে যে পিরামিড অন্তত ১০,০০০ বছরেরও পুরানো।"""""

এ ব্যাপারে জানতে হলে হযরত মুসা(আঃ) এর ইতিহাস ঘাটুন।

ভাই দুঃখিত আপনার তথ্যটি মনে হয় ঠিক নয়,ডেড সীতে কারউনের কোন ধন সম্পদ নাই সেইখানে লুতের(আঃ)'এর অভিসপ্ত কওমের ধ্বংশাবেস।যারা ব্যাবিচারে লিপ্ত ছিল এবং আল্লাহর আইন মানতনা,তাই আল্লাহর আযাব নেমে এসেছিল সেই কওমের প্রতি,প্রস্তর নিক্ষেপ,ঝড় হাওয়া ইত্যাদি দিয়ে সেই কওমকে ধ্বংশ কুরা হয়েছিল সেই জনপদ যা আজো ডেড সী নামে পরিচিত,অনেক সেটাকে লুত সাগরও বলে থাকে।কারুনের দেশ মেশর আর ডেড সী জর্ডানে।
আল-ক্বোরান থেকেঃ-
2) মেহমান ফেরেশতাগন বলল-হে লূত (আঃ) আমরা তোমাদের পালনকর্তার পক্ষ হতে প্রেরিত ফেরেশতা। এরা কখনো তোমার দিকে পৌঁছাতে পারবে না। ব্যস তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও। আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায়। কিন্তু তোমার স্ত্রী নিশ্চয় তার উপরও তা আপতিত হবে, যা ওদের উপর আপতিত হবে। ভোর বেলাই তাদের প্রতিশ্রুতির সময়, ভোর কি খুব নিকটে নয়? (Hud: 81)
(4) আর তাঁর কওমের লোকেরা স্বতঃস্ফুর্তভাবে তার (গৃহ) পানে ছুটে আসতে লাগল। পূর্ব থেকেই তারা কু-কর্মে তৎপর ছিল। লূত (আঃ) বললেন-হে আমার কওম, এ আমার কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্য অধিক পবিত্রতমা। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না, তোমাদের মধ্যে কি কোন ভাল মানুষ নেই। (Hud: 78)
(5) যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের কাছে আগমন করল, তখন তাদের কারণে সে বিষন্ন হয়ে পড়ল এবং তার মন সংকীর্ণ হয়ে গেল। তারা বলল, ভয় করবেন না এবং দুঃখ করবেন না। আমরা আপনাকে ও আপনার পরিবারবর্গকে রক্ষা করবই আপনার স্ত্রী ব্যতীত, সে ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভূক্ত থাকবে। (Al-Ankaboot: 33)
(7) কিন্তু যখন দেখলেন যে, আহার্য্যের দিকে তাদের হস্ত প্রসারিত হচ্ছে না, তখন তিনি সন্ধিগ্ধ হলেন এবং মনে মনে তাঁদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলেন। তারা বলল-ভয় পাবেন না। আমরা লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। (Hud: 70)
(9) সে বলল, এই জনপদে তো লূতও রয়েছে। তারা বলল, সেখানে কে আছে, তা আমরা ভাল জানি। আমরা অবশ্যই তাকে ও তাঁর পরিবারবর্গকে রক্ষা করব তাঁর স্ত্রী ব্যতীত; সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভূক্ত থাকবে। (Al-Ankaboot: 32)
(10) আর হে আমার জাতি! আমার সাথে জিদ করে তোমরা নূহ বা হুদ অথবা সালেহ (আঃ) এর কওমের মত নিজেদের উপর আযাব ডেকে আনবে না। আর লূতের জাতি তো তোমাদের থেকে খুব দূরে নয়। (Hud: 89)
(12) আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূত (আঃ) এর নিকট উপস্থিত হল। তখন তাঁদের আগমনে তিনি দুচিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন, আজ অত্যন্ত কঠিন দিন। (Hud: 77)
(13) আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণিবায়ু; কিন্তু লূত পরিবারের উপর নয়। আমি তাদেরকে রাতের শেষপ্রহরে উদ্ধার করেছিলাম। (Al-Qamar: 34)
(14) এবং আমি লূতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাঁকে ঐ জনপদ থেকে উদ্ধার করেছিলাম, যারা নোংরা কাজে লিপ্ত ছিল। তারা মন্দ ও নাফরমান সম্প্রদায় ছিল। (Al-Anbiyaa: 74)
(16) এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ? (Al-A'raaf: 80)
(17) উত্তরে তাঁর কওম শুধু এ কথাটিই বললো, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাকপবিত্র সাজতে চায়। (An-Naml: 56)
(18) তারা লূতের (আঃ) কাছে তার মেহমানদেরকে দাবী করেছিল। তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম। অতএব, আস্বাদন কর আমার শাস্তি ও সতর্কবাণী। (Al-Qamar: 37)
(19) অতঃপর যখন ইব্রাহীম (আঃ) এর আতঙ্ক দূর হল এবং তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন, তখন তিনি আমার সাথে তর্ক শুরু করলেন কওমে লূত সম্পর্কে। (Hud: 74)
(20) আল্লাহ তা’আলা কাফেরদের জন্যে নূহ-পত্নী ও লূত-পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তারা ছিল আমার দুই ধর্মপরায়ণ বান্দার গৃহে। অতঃপর তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল। ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহ তা’আলার কবল থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলঃ জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। (At-Tahrim: 10)
(21) আর প্রেরণ করেছি লূতকে। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ করেনি। (Al-Ankaboot: 28)
(22) লূত (আঃ) তাদেরকে আমার প্রচন্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল। অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে বাকবিতন্ডা করেছিল। (Al-Qamar: 36)
(23) স্মরণ কর লূতের কথা, তিনি তাঁর কওমকে বলেছিলেন, তোমরা কেন অশ্লীল কাজ করছ? অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছ! (An-Naml: 54)
(24) লূত (আঃ) বললেন-হায়, তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত অথবা আমি কোন সূদৃঢ় আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম। (Hud: 80)
(25) আমি তাঁকে ও লূতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছিয়ে দিলাম, যেখানে আমি বিশ্বের জন্যে কল্যাণ রেখেছি। (Al-Anbiyaa: 71)
(27) আমি লূতকে এ বিষয় পরিজ্ঞাত করে দেই যে, সকাল হলেই তাদেরকে সমুলে বিনাশ করে দেয়া হবে। (Al-Hijr: 66)
(28) কিন্তু লূতের পরিবার-পরিজন। আমরা অবশ্যই তাদের সবাইকে বাঁচিয়ে নেব। (Al-Hijr: 59)
ধন্যবাদ।

    ধন্যবাদ……………………………….

Level 0

All of ur tunes are funtasssssssstic….. & informatic