বিশ্বের সরবাধিক জনপ্রিয় টেক ম্যাগাজিন PC WORLD এর আলোকে পেইড এন্টিভাইরাস রিভিউ , আর একটি ছোট্ট উপহার

আসসালামু আলাইকুম। আমি সাওন। CSE তে পড়ছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি তে। টেকটিউনস পড়ছি অনেকদিন ধরে। কিছু লেখার সাহস পাই না। (আসলে আমি কিছু জানিই না 🙂 )। আজ সাহস করে লিখতে বসলাম। কোথাও ভুল হলে ধরিয়ে দেবেন, আর দোয়া করবেন যেন প্রযুক্তির সাথে থাকতে পারি।তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল বিষয়।

প্রযুক্তির সাথে আছেন , কিন্তু পিসি ওয়াল্ড এর নাম শোনেন নাই, এইরকম লোকের জুড়ি মেলা দায়। এইটা সারা বিশ্বজুড়ে প্রযুক্তি প্রেমীদের প্রিয় ম্যাগাজিন হিসাবে সমাদ্রিত। (বানান ভুল হচ্ছে, আমি লিখতে পারছি না ) নিরভুল বিশ্লেষণ আর সবচেয়ে সেরা টি দিতে আর দ্বিতীয়টি নেই।আমরা আজ পিসি ওয়াল্ড এর অত্যাধুনিক ল্যাব এ পরিখখীত তাদের এন্টিভাইরাস রিভিউ দেখব, আর সাথে আমার ব্যাক্তিগত আভিগ্যতা তো আছেই।

TOP NO 5

G-Data Internet Security 2011


আমাদের কাছে এই এন্টিভাইরাস টি মোটামুটি অপরিচিত। খুব বেশীকিছু মনে হয় আমরা এইটার সম্পরকে জানি না। অথচ এই এন্টিভাইরাসটিই বিশ্বের হাজার এণ্টিভাইরাস এর মধ্যে পাচ নম্বার স্থান দখল করে ফেলেছে (আমি নিজেই দেখি নাই 🙂 )।G-Data ২৫ টি রিয়েল ওয়াল্ড এটাক এর মধ্যে ২১ টি কে পুরাপুরি ব্লক করে দিতে সখ্যম হয়। এই আন্টিভাইরাসটির মেলওয়ার ডিটেকসন স্কোর ছিল অন্যতম সরবোচ্চ ৯৯.৪(সরি ভাই, বানান ভুলের জন্য, অভ্র দিয়ে আমি ভাল লিখতে পারি না)। এক্টিভ ইনফেক্সান ডিজেক্টিভেট করে প্রায় ৮০ ভাগ , যা ছিল টপ লিস্টে।

তাহলে এইবার বলুন যার এত সব ভাল গুন, সে কেন পাচ নাম্বার এ ?!? পিসি ওয়াল্ড এর ভাষায় এর ফিচার গুলা খুবই হিবিজিবি, আপরিকল্পিত। তাই এর পারফরমেন্স mark ৯২ হলেও ফিচার এ পায় মাত্র ৬৯। আর ডিজাইন এও পিছিয়ে পরে। ৭৩। আর একটা কারন হল এইটা কিছু নতুন থ্রেট মিস করে।

TOP NO 4

PC Tools Internet Security 2011

“আপনি যদি জিগ্যাসা করেন, তুমি কি আস্তে যেতে চাও এই মনে করে যে, যারা আস্তে যায় তারা নিয়মিত হলে রেস এ জিতে? তাহলে পিসি টুলস এর উত্তর হবে হ্যা।“ হা হা হা। পিসি ওয়াল্ড এইভাবেই পিসি টুলস এর সাথে মজা করেছে। পিসি টুলস নাকি খুবি স্লো কাজ করে। যাই হোক, এর স্ক্যানিং পারফরমেন্স ভাল। এটি ২৪ টি রিয়েল ওয়াল্ড এটাক কে ব্লক করে দেয় এবং এটি ছিল সরবোচ্চ (মাথা নষ্ট অবস্থা)! এর মেলওয়ার ডিটেকসন স্কোর ৯৭.৭। এক্টিভ ইনফেক্সান ডিজেক্টিভেট করে প্রায় ৭০ ভাগ। সারবিক পারফরমেন্স এ পায় ৯৪ (সরবোচ্য), ফিচার এ ৮৩, আর ডিজাইন এ ৭৯। ( স্ক্যানিং স্পীড এ এই অভাগার সরবনাশ করছে)

TOP NO 3

BitDefender Internet Security 2011


আপনি যদি অনেক ফিচার সম্রিধ্য কোনো এন্টিভাইরাস চান , তাহলে সবার আগে নাম আসবে বিটডিফেন্ডার এর নাম। এর ফিচারগুলা আপনাকে মুগ্ধ করবে। এর ওভারঅল প্রটেকশান ও নিঃশন্দেহে ভাল। এটি ২২ টি রিয়েল ওয়াল্ড আটাক ব্লক করে দেয়, আর মেলওয়ার ডিটেকসন স্কোর ৯৭.৫।এক্টিভ ইনফেক্সান ডিজেক্টিভেট করে ৮০ ভাগ। সারবিক পারফরমেন্স এ পায় ৯১, ফিচার এ ১০০(!!!), আর ডিজাইন এ ৮১। তবে এইটার ও স্ক্যান স্পীড বাজেই বলতে হয়। এইট ফলস পজেটিভ এভোয়েদ করে খুব ভাল ভাবে। তবে সংস্থাটির সারভিস এর মান উন্নত করতে বলা হয়েছে।

TOP NO 2

Kaspersky Internet Security 2011


এইটা সম্পরকে আমি আর কি বলব বলেন , আপনারাই ভাল জানেন এইটা একটা জিনিস। শতকরা ১০০ ভাগ ফিচার পাবেন এইটাতে।  ২৩ টি রিয়েল ওয়াল্ড আটাক ব্লক করে দেয় এটি। সম্প্রতি রিলিজ পাওয়া মেলওয়ার গুলো ৯৫.৫ % ডিটেক্ট করে ( আমরা আর একটু ভাল আশা করেছিলাম)।তবে এইটা ইতিমধ্যে আক্রান্ত মেশিন থেকে মেলওয়ার রিমুভ করতে সখ্খম। এর ডিজাইনটাও অনেক ক্লিন, হাবিজাবি না। এর সিকিউরিটি কে সলিড বলে আখখায়িত করা হয়। পারফরমেন্স স্কোর ৯১। ফিচার ১০০। পিসি ওয়াল্ড রেটিং পাচ এর মধ্যে সারে চার।

TOP NO 1

Symantec Norton Internet Security 2011

ডিজাইন দেখেছেন! বাঘের বাচ্চা!! এক্সিলেন্ট ডিটেকশান আর সেরা ব্লকিং নিয়ে সবার শীরষে। ২৪ টি রিয়েল ওয়াল্ড আটাক ব্লক করে দেয় আর ডিটেক্ট করে ৯৮.৭% মেলওয়ার। তাই সবার সেরা প্যাক এর খ্যাতি পেয়েছে বিশ্বজুরে। এতে আক্টিভিটি ম্যাপ আছে। আপনার যদি মনে হয় স্কানিং আপনার পিসি স্পীড এর উপর কেমন প্রভাব ফেলছে তা দেখবেন, তাও দেখতে পারবেন। এর পারফরমেন্স স্কোর ৯৪। ফিচার ১০০। পিসি ওয়াল্ড রেটিং পাচ এর মধ্যে সারে চার।

তবে আপনাদের অনেকের অভিযোগ এইটা পিসি কে স্লো করে। আমার কাছে সেইরকম কিছু মনে হই নাই। ভুতের ভয় হতে পারে, আবার সত্যিও হতে পারে,যাই হোক এইটা আপনারা টেষ্ট করে জানাবেন। কিন্তু পাইবেন কোথায়? একটু অপেখখা করেন।

আমি চেষ্টা করেছি, খুব সংখিপ্ত ভাবে একটা সুন্দর রিভিউ যেন পান। প্রতিটি এণ্টিভাইরাস এর আর অনেক ফিচার আমি দিতে পারলাম না বলে দুঃখিত।

উপহারঃ

এর আগে একটা টিউন পরেছিলাম, Norton antivirus, Norton 360 এর ৯০ দিন এর লাইসেন্স নিয়ে। আজ আমি আপনাদের দেব Norton Internet Security 2011 এর ৯০ দিন এর অরিজিনাল লাইসেন্স। সরাসরি নরটন থেকে  ডাউনলোড।

http://buy-static.norton.com/prod/html/partner/ING.html

আমার জন্য দোয়া করবেন। আর দোয়া করবেন আমার এই দুখিনী দেশটার জন্য যেন আমরাও পারি একদিন প্রযুক্তির শিখরে উঠতে। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফিয।

Level 0

আমি রো্বটিক সাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামু আলাইকুম।আমি সাওন। daffodil international university তে computer science and engineering এ পড়ছি। ভবিষ্যত পরিকল্পনা teacher হওয়া। দেশের জন্য কিছু করা। দেশ কে ভালবাসি। প্রযুক্তি কে ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই Antivirus দেন। Internet Sequerity চেয়ে Antivirus ব্যবহার করা ভাল। ধন্যবাদ সেয়ার করার জন্য।

প্রথম টিউন হিসেবে অনেক ভাল হয়েছে। 😀
আশা করি হারিয়ে যাবেন না।

    যোবায়ের ভাই, ধন্যবাদ। আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার, তাই সহযোগিতা আশা করছি। 😀

Eto valo je besir vag lok kaspersky r avast cara egulor ektao use korena.softpedia and cnet e weekly top downloads e besir vag somoy AVIRA,AVG ar AVAST er nam dekha jay.sudhu performance bichar korle to hobe na,sathe popularity o bichar korte hobe.erokom post onek agei dekhecilam.

    ভাই, এইগুলা কিন্তু আপনাকে আমি ইউজ করতে বলি নাই, কারন আমি ক্যানভাসার না, আমার এন্টিভিরাস এর দোকান ও নাই। পোস্ট এর টাইটেল দেখেন, এইটা একটা ম্যাগাজিন রিভিউ। আমার নিজের না। আপনার কোন ব্যাক্তিগত গবেষণা থাকলে পিসি ওয়াল্ড এর সাথে যোগাযোগ করেন। 🙂 আপনি সিনেটয়ের যে গুলার নাম বলছেন, সবগুলা ফ্রী, আর রিভিউ হয়েছে পেইড এন্টিভাইরাস এর ওপর। আর প্রথম ও দ্বিতীওটা আমাদের দেশে ভালই ইউজ করা হয়।

    Level 0

    ক্যান রে ভাই? পপুলারিটির বিচার এইখানে মূখ্য না। দৈনিক প্রথম আলোর সাথে যদি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পপুলারিটির তুলনা দেন তাহলে কি হবে? বিক্রীর দিক দিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তো এগিয়েই থাকবে, তাই বলে কি প্রথম আলো কে পিছিয়ে রাখবেন?

    চয়ন ভাই, জব্বর একখান কথা বলছেন।ধন্যবাদ। 😀

    @chayon001:প্রথম আলোর জনপ্রিয়তা দিন দিন কেমন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে ।আর পপুলারিটির বিচার যদি মুখ্য না হয় তাহলে আমরা সবাই windows বাদ দিয়ে লিনাক্স ব্যাবহার করতাম।বাংলাদেশ প্রতিদিন পপুলার না হলে তাদের কোন দরকার ছিল না ১২ পৃষ্ঠা ৩ টাকায় বিক্রি করা।আমি এই টিউনের কোন অ্যান্টিভাইরাস কে পিছিয়ে রাখিনি, শুধু বলতে চেয়েছি শুধু performance ই মুখ্য নয়,সেটা পপুলার ও হতে হবে।Cometbird Firefox এর তুলনায় অনেকাংশে ভাল কিন্তু তবুও Cometbird অনেকেই ব্যাবহার করেনা শুধু Firefox এর popularity র কারণে ।

    @রো্বটিক সাওনঃআমি তো আপনাকে কথাগুলো বলিনি। আমি PC world কে উদ্দেশ্য করে বলেছি যে, শুধু performance বিচারের সাথে সাথে popularity ও বিচার করা উচিত।আর আমরা বেশির ভাগ মানুষ free পছন্দ করি।আজ যদি টেকটিউনস এ প্রকাশিত টিউনগুলোতে যদি বলা হত এই সফটওয়্যার গুলো ডাউনলোড করতে গেলে আপনার pay করা লাগবে তাহলে কেউ টেকটিউনসে visit ও করতো না।আর সেই জন্যই open source software নিয়ে এত মাতামাতি।

আপনার লেখাটা অনেক ভালো লাগলো………
আমি নিজে NOD32 ইউজ করি ২০০৮ সাল থেকে……..এতেই অনেক ভালো আছি…..ডেইলি আপডেট মাত্র ২০-৩০ কেবি…..পিসিকে একদমই স্লো করেনা…….প্রটেকশন লেভেল একেবারে হাই না হলেও আমার ভালোভাবেই কাজ চলে যায়……

NOD32 Bossssssss

techtunes এর সাথেই থাকুন। ধন্যবাদ ।

Via lakha ta sundor hoiase……..

অনেক ভাল হয়েছে ভাই চালিয়ে যান ।

বানানে দারুন সমস্যা। তবে টিউন সাজনো এবং কথা দারুন হয়েছে।
চালিয়ে যান। ধন্যবাদ।

    হুম , বানানে আসলেই অনেক সমস্যা, আমি এর আগে কখনো বাংলা লিখি নাই, এই জন্য অনেক কিছু (যেমন রেফ) লিখতে পারি না, তবে চেষ্টা করব শিখে নেওয়ার। মন্তব্যের জন্য আনেক ধন্যবাদ।

খুব ভালো হয়েছে।এরকম আর সুন্দর সুন্দর টিউন করবেন আশা করি। 🙂

আপনার প্রথম টিউন, তবুও বেশ ভালো করেছেন, পরবর্তী টিউনগুলোর জন্য শুভকামনা রইলো। আশা করি নিয়মিত থাকবেন টেকটিউনস এ।

    আমি তো চেষ্টা করবই নিয়মিত হবার জন্য, আপনাদের শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ।

Level 2

Bhai, onek sundor akti post thanks. apnar kase Kaspersky er user guide niye akta tune koren, mane ki vabe sob gulo fiture jothajotho vabe use korte pari.

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি সময় পেলে চেষ্টা করব আপনার কথা রাখার। 🙂

Level 0

ভাইয়া, দারু হয়েছে।
আরও একটি বিষয় জানতে চাই ডেফোডিল ইন্সটিটিউট অব আইটিতে Diploma in web and E-commerce / Multimedia and Visual Fx Coures করতে ফি কত লাগে। জানালে কৃতজ্ঞ থাকব।
e-mail: [email protected]

    ধন্যবাদ আপনাকে। বিশ্ববিদ্যালয় খুললে আমি আপনেকে মেইল করব।

valo laglo apnar lekha.

Level 0

amar kase "F-secure Internet Security" r "BitDefender Internet Security 2011" ei 2ta shob cheye valo mone hoi r "Kaspersky" ekhon faltu hoyegese. Onek Trojan program dhorte pare na.

    মন্তব্যের জন্য ধন্যবাদ। F-secure ও একটা কাজের জিনিস। TOP ১০ এ আছে। ৬ অথবা ৭ সম্ভবত।

ভাল লিখছেন
আমি ইসেট করি

    ধন্যবাদ মন্তব্যের জন্য। আমি অবশ্য কখনো ইসেট ইউস করে দেখি নাই, তাই এইটার সম্প্রকে বলতে পারছি না।