আসসালামু আলাইকুম। আমি সাওন। CSE তে পড়ছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি তে। টেকটিউনস পড়ছি অনেকদিন ধরে। কিছু লেখার সাহস পাই না। (আসলে আমি কিছু জানিই না 🙂 )। আজ সাহস করে লিখতে বসলাম। কোথাও ভুল হলে ধরিয়ে দেবেন, আর দোয়া করবেন যেন প্রযুক্তির সাথে থাকতে পারি।তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল বিষয়।
প্রযুক্তির সাথে আছেন , কিন্তু পিসি ওয়াল্ড এর নাম শোনেন নাই, এইরকম লোকের জুড়ি মেলা দায়। এইটা সারা বিশ্বজুড়ে প্রযুক্তি প্রেমীদের প্রিয় ম্যাগাজিন হিসাবে সমাদ্রিত। (বানান ভুল হচ্ছে, আমি লিখতে পারছি না ) নিরভুল বিশ্লেষণ আর সবচেয়ে সেরা টি দিতে আর দ্বিতীয়টি নেই।আমরা আজ পিসি ওয়াল্ড এর অত্যাধুনিক ল্যাব এ পরিখখীত তাদের এন্টিভাইরাস রিভিউ দেখব, আর সাথে আমার ব্যাক্তিগত আভিগ্যতা তো আছেই।
TOP NO 5
G-Data Internet Security 2011
আমাদের কাছে এই এন্টিভাইরাস টি মোটামুটি অপরিচিত। খুব বেশীকিছু মনে হয় আমরা এইটার সম্পরকে জানি না। অথচ এই এন্টিভাইরাসটিই বিশ্বের হাজার এণ্টিভাইরাস এর মধ্যে পাচ নম্বার স্থান দখল করে ফেলেছে (আমি নিজেই দেখি নাই 🙂 )।G-Data ২৫ টি রিয়েল ওয়াল্ড এটাক এর মধ্যে ২১ টি কে পুরাপুরি ব্লক করে দিতে সখ্যম হয়। এই আন্টিভাইরাসটির মেলওয়ার ডিটেকসন স্কোর ছিল অন্যতম সরবোচ্চ ৯৯.৪(সরি ভাই, বানান ভুলের জন্য, অভ্র দিয়ে আমি ভাল লিখতে পারি না)। এক্টিভ ইনফেক্সান ডিজেক্টিভেট করে প্রায় ৮০ ভাগ , যা ছিল টপ লিস্টে।
তাহলে এইবার বলুন যার এত সব ভাল গুন, সে কেন পাচ নাম্বার এ ?!? পিসি ওয়াল্ড এর ভাষায় এর ফিচার গুলা খুবই হিবিজিবি, আপরিকল্পিত। তাই এর পারফরমেন্স mark ৯২ হলেও ফিচার এ পায় মাত্র ৬৯। আর ডিজাইন এও পিছিয়ে পরে। ৭৩। আর একটা কারন হল এইটা কিছু নতুন থ্রেট মিস করে।
TOP NO 4
PC Tools Internet Security 2011
“আপনি যদি জিগ্যাসা করেন, তুমি কি আস্তে যেতে চাও এই মনে করে যে, যারা আস্তে যায় তারা নিয়মিত হলে রেস এ জিতে? তাহলে পিসি টুলস এর উত্তর হবে হ্যা।“ হা হা হা। পিসি ওয়াল্ড এইভাবেই পিসি টুলস এর সাথে মজা করেছে। পিসি টুলস নাকি খুবি স্লো কাজ করে। যাই হোক, এর স্ক্যানিং পারফরমেন্স ভাল। এটি ২৪ টি রিয়েল ওয়াল্ড এটাক কে ব্লক করে দেয় এবং এটি ছিল সরবোচ্চ (মাথা নষ্ট অবস্থা)! এর মেলওয়ার ডিটেকসন স্কোর ৯৭.৭। এক্টিভ ইনফেক্সান ডিজেক্টিভেট করে প্রায় ৭০ ভাগ। সারবিক পারফরমেন্স এ পায় ৯৪ (সরবোচ্য), ফিচার এ ৮৩, আর ডিজাইন এ ৭৯। ( স্ক্যানিং স্পীড এ এই অভাগার সরবনাশ করছে)
TOP NO 3
BitDefender Internet Security 2011
আপনি যদি অনেক ফিচার সম্রিধ্য কোনো এন্টিভাইরাস চান , তাহলে সবার আগে নাম আসবে বিটডিফেন্ডার এর নাম। এর ফিচারগুলা আপনাকে মুগ্ধ করবে। এর ওভারঅল প্রটেকশান ও নিঃশন্দেহে ভাল। এটি ২২ টি রিয়েল ওয়াল্ড আটাক ব্লক করে দেয়, আর মেলওয়ার ডিটেকসন স্কোর ৯৭.৫।এক্টিভ ইনফেক্সান ডিজেক্টিভেট করে ৮০ ভাগ। সারবিক পারফরমেন্স এ পায় ৯১, ফিচার এ ১০০(!!!), আর ডিজাইন এ ৮১। তবে এইটার ও স্ক্যান স্পীড বাজেই বলতে হয়। এইট ফলস পজেটিভ এভোয়েদ করে খুব ভাল ভাবে। তবে সংস্থাটির সারভিস এর মান উন্নত করতে বলা হয়েছে।
TOP NO 2
Kaspersky Internet Security 2011
এইটা সম্পরকে আমি আর কি বলব বলেন , আপনারাই ভাল জানেন এইটা একটা জিনিস। শতকরা ১০০ ভাগ ফিচার পাবেন এইটাতে। ২৩ টি রিয়েল ওয়াল্ড আটাক ব্লক করে দেয় এটি। সম্প্রতি রিলিজ পাওয়া মেলওয়ার গুলো ৯৫.৫ % ডিটেক্ট করে ( আমরা আর একটু ভাল আশা করেছিলাম)।তবে এইটা ইতিমধ্যে আক্রান্ত মেশিন থেকে মেলওয়ার রিমুভ করতে সখ্খম। এর ডিজাইনটাও অনেক ক্লিন, হাবিজাবি না। এর সিকিউরিটি কে সলিড বলে আখখায়িত করা হয়। পারফরমেন্স স্কোর ৯১। ফিচার ১০০। পিসি ওয়াল্ড রেটিং পাচ এর মধ্যে সারে চার।
TOP NO 1
Symantec Norton Internet Security 2011
ডিজাইন দেখেছেন! বাঘের বাচ্চা!! এক্সিলেন্ট ডিটেকশান আর সেরা ব্লকিং নিয়ে সবার শীরষে। ২৪ টি রিয়েল ওয়াল্ড আটাক ব্লক করে দেয় আর ডিটেক্ট করে ৯৮.৭% মেলওয়ার। তাই সবার সেরা প্যাক এর খ্যাতি পেয়েছে বিশ্বজুরে। এতে আক্টিভিটি ম্যাপ আছে। আপনার যদি মনে হয় স্কানিং আপনার পিসি স্পীড এর উপর কেমন প্রভাব ফেলছে তা দেখবেন, তাও দেখতে পারবেন। এর পারফরমেন্স স্কোর ৯৪। ফিচার ১০০। পিসি ওয়াল্ড রেটিং পাচ এর মধ্যে সারে চার।
তবে আপনাদের অনেকের অভিযোগ এইটা পিসি কে স্লো করে। আমার কাছে সেইরকম কিছু মনে হই নাই। ভুতের ভয় হতে পারে, আবার সত্যিও হতে পারে,যাই হোক এইটা আপনারা টেষ্ট করে জানাবেন। কিন্তু পাইবেন কোথায়? একটু অপেখখা করেন।
আমি চেষ্টা করেছি, খুব সংখিপ্ত ভাবে একটা সুন্দর রিভিউ যেন পান। প্রতিটি এণ্টিভাইরাস এর আর অনেক ফিচার আমি দিতে পারলাম না বলে দুঃখিত।
উপহারঃ
এর আগে একটা টিউন পরেছিলাম, Norton antivirus, Norton 360 এর ৯০ দিন এর লাইসেন্স নিয়ে। আজ আমি আপনাদের দেব Norton Internet Security 2011 এর ৯০ দিন এর অরিজিনাল লাইসেন্স। সরাসরি নরটন থেকে ডাউনলোড।
http://buy-static.norton.com/prod/html/partner/ING.html
আমার জন্য দোয়া করবেন। আর দোয়া করবেন আমার এই দুখিনী দেশটার জন্য যেন আমরাও পারি একদিন প্রযুক্তির শিখরে উঠতে। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফিয।
আমি রো্বটিক সাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু আলাইকুম।আমি সাওন। daffodil international university তে computer science and engineering এ পড়ছি। ভবিষ্যত পরিকল্পনা teacher হওয়া। দেশের জন্য কিছু করা। দেশ কে ভালবাসি। প্রযুক্তি কে ভালবাসি।
ভাই Antivirus দেন। Internet Sequerity চেয়ে Antivirus ব্যবহার করা ভাল। ধন্যবাদ সেয়ার করার জন্য।