আস-সালামু-আলাইকুম।
আজ আপনাদের মজার এবং কাজের একটি ব্যাপার শেয়ার করবো।
আপনি কেমন শুনতে পান?আপনার শ্রবন শক্তি এখন কোন পর্যায়ে আছে?তা পরিক্ষা করতে চান?
সাধারণত মানুষ 8kHz থেকে 22kHz ফ্রিকোয়েন্সির এর মধ্যে যেকোনো শব্দ শুনতে পায়। তবে যাদের বয়স ২৫ এর উর্ধে তারা সাধারনত 15kHz ফ্রিকোয়েন্সির এর উপরের কোনো শব্দ শুনতে পায়না, এটা সাধারন ব্যপার…
এখানে 8kHz থেকে 22kHz এর কিছু শব্দের লিস্ট দেওয়া আছে।টেস্ট করে দেখুন বর্তমানে আপনার কানের অবস্থা কি….
আপনি কতটুক KHz পর্যন্ত শুনতে পেলেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন।
আপনি এখানের লিস্ট অনুযাইয়ি যত বেশি kHz এ শুনতে পারবেন তত আপনার জন্য ভালো।
আর যদি সবগুলো শব্দ ঠিকভাবে শুনতে পান তাহলে বুঝতে হবে আপনার কানের অবস্থা এখনো বেশ ভাল।
যারা হেডফোন বা আইপড ব্যবহার করে গান শুনেন কিংবা দীর্ঘক্ষন মোবাইল কানে লাগিয়ে কথা বলেন তাদের শ্রবনশক্তি কমে যাওয়ার আশংকা বেশি। সবচেয়ে বেশি ঝুকিতে থাকে শিল্পীরা।
তাই এখুনি চেক করুন আর জানান।চেক করতে এই লিঙ্ক এ ক্লিক করুন।
বিঃদ্রঃ এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক ভাবে প্রমানিত নয়।এটা শুধুমাত্র একটা পরিক্ষা।তাই এটা কে সিরিয়াসলি নিবেন না।
ধন্যবাদ।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
আমি তো জানি মানুষের শ্রবন ক্ষমতা 20Hz থেকে 20000 Hz. তথ্য text book ৯ম ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান। আপনার তথ্য সূত্রটি দিলে ভাল হত। ধন্যবাদ।