আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
বর্তমানে বাজারে প্রিমিয়াম ফোনের অভাব নেই। ফোন গুলোতে আছে বিশাল ডিসপ্লে তারপরেও একটা ট্যাবলেটে আপনি যেসকল সুবিধা পাবেন সেটা স্মার্টফোনে পাবেন না। আর আজকে আপনাদের সামনে হাজির হলাম বাজারের সেরা কিছু ট্যাবলেট পিসি নিয়ে।
আপনি লিস্ট থেকে স্পেসিফিকেশন বিবেচনা করে সেরাটি বাছাই করুন এবং দ্রুত কিনে ফেলুন। আমরা এই টিউনে Samsung, Amazon, এবং Lenovo এর সেরা কিছু ট্যাব নিয়ে কথা বলব।
এটা ঠিক যে আপনি চাইলেই হুট করে আপনার জন্য সেরা ট্যাবলেট বাছাই করতে পারবেন না। তবে কিছু ক্রাইটেরিয়া ফলো করলে আশা করছি দ্রুত ভাল একটা সিদ্ধান্তে আসতে পারবেন। আর এই টিউনটিকে আমি কিছু ক্রাইটেরিয়ার অধীনেই সাজিয়েছি। ট্যাবলেট কেনার জন্য প্রথম ক্র্যাইটেরিয়া হতে পারে অপারেটিং সিস্টেম। আপনি কোন অপারেটিং সিস্টেম এর ট্যাবলেট কিনবেন এটা আগে সিদ্ধান্ত নিন। যদি অ্যান্ড্রয়েড কেনার সিদ্ধান্ত থাকে তাহলে প্রথম ক্রাইটেরিয়া ফিল-আপ।
অপারেটিং সিস্টেম যদি অ্যান্ড্রয়েড হয়ে তাহলে আপনার জন্য রয়েছে Amazon Fire HD 8 যার আছে ৮ ইঞ্চি স্ক্রিন অন্য দিকে Galaxy Tab S7 Plus এর রয়েছে ১২.৪ ইঞ্চি ডিসপ্লে।
আবার আপনার স্টোরেজ পছন্দের উপরও সেরা টেবলেট নির্ভর করতে পারে। যেমন আপনি যদি অনলাইন স্ট্রিমিং সার্ভিস দেখতে পছন্দ করেন তাহলে আপনার জন্য অতিরিক্ত স্টোরেজ এর ট্যাবলেট প্রয়োজন নেই তবে যদি মুভি বা গেম ডাউনলোড দেয়া ইচ্ছে থাকে তাহলে এমন একটি ট্যাবলেট পছন্দ করতে হবে যেখানে এক্সটারনাল SD কার্ড স্লট থাকবে। এবং আপনি প্রচুর পরিমাণে মিডিয়া ফাইল ডাউনলোড করবেন।
ফাইনালি আপনি যে বিষয়টি দেখবেন সেটা হল বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটি কেমন হবে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। কিছু কিছু Galaxy Tab রয়েছে যেগুলো এলুমিনিয়াম বডির তৈরি। অনেকে এগুলোকে প্রথম পছন্দ হিসেবে রাখে আবার অনেকে এড়িয়ে চলে, এড়িয়ে যাবার দুইটা কারণ হতে পারে, সেগুলো একই সাথে আপনার বাজেট যেমন বাড়াবে অন্যদিকে বহনেও অসুবিধা তৈরি করতে পারে। অন্য দিকে যাদের প্লাস্টিক বডি যাদের পছন্দ তারা ভাবে, প্লাস্টিক বডি হওয়াতে দামেও সাশ্রয়ী আবার বহন করাও সহজ।
এবার আমরা ক্রমান্বয়ে সেরা ট্যাবলেট পিসি গুলো দেখব,
আমাদের এই লিস্টের সেরা জায়গাটি দখল করে আছে Samsung এর প্রিমিয়াম ট্যাবলেট। Galaxy Tab S8 Plus ট্যাবলেটিতে রাখা হয়েছে সব প্রিমিয়াম হার্ডওয়্যার। থাকছে ১২.৪ ইঞ্চি ডিসপ্লে। প্রসেসর, র্যাম এবং স্টোরেজে থাকছে, Qualcomm এর Snapdragon 8 Gen 1 SoC, 8GB RAM, এবং 256GB স্টোরেজ। এটাও আপনার জন্য যথেষ্ট না হলে রয়েছে MicroSD স্লট। ব্যাটারি হিসেবে দেয়া হয়েছে 10, 090mAh ব্যাটারি।
যদি ব্লিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ট্যাবটি তৈরি করা হয়েছে এলুমিনিয়াম বডি দিয়ে, থাকছে Super AMOLED ডিসপ্লে এবং, S Pen। সব মিলিয়ে উচ্চ মূল্যের হলেও ট্যাবলেটটি এই মুহূর্তে বাজারের সেরা।
মূল্য: ৮২৯.৯৯ ডলার
এরপরেও আপনার যদি Galaxy Tab S8 Plus এর ব্যাটারি পাওয়ারকে কম মনে হয় তাহলে Galaxy Tab S8 Ultra দেখতে পারেন সেখানে আপনি পাবেন 11, 200mAh ব্যাটারি সাথে থাকবে 512GB স্টোরেজ। ডিসপ্লেতে থাকবে 14.6 ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লেটির রিফ্রেশ রেট 120Hz। এবং অবশ্যই এটি Galaxy Tab S8 Plus এর চেয়েও অনেক দামী।
সুবিধা
অসুবিধা
Samsung মোটামুটি দামের মধ্যেও প্রিমিয়াম ট্যাবলেট অফার করে এটার প্রমাণ Galaxy Tab A8। দাম হাতের নাগালের মধ্যে হলেও ভয়ের কিছু নাই, যথেষ্ট প্রিমিয়াম কনফিগারেশন দিয়ে ডিভাইসটিকে প্যাক করা হয়েছে। রয়েছে যথেষ্ট পাওয়ার এবং স্ট্রিমিং ফ্রেন্ডলি ডিজাইন।
Galaxy Tab A8 ট্যাবটিতে রাখা হয়েছে UniSoc Tiger T618 চিপ-সেট সাথে থাকবে ৩/৪ জিবি র্যাম। দাম না বাড়িয়েই এখানে পাওয়া যাবে ১২৮ জিবি স্টোরেজ। ট্যাবটির দাম কম হলেও Samsung এখানে দিচ্ছে 7, 040mAh ব্যাটারি। চার্জের জন্য পাচ্ছেন 15W এর ওয়ারড চার্জিং।
চমৎকার ডিসপ্লে এবং কালারফুল ইমেজ দেয়ার আরেকটি ট্যাবলেট এটি। দাম বিবেচনায় এটিকে আপনি গেমিং ট্যাব ভাবতে পারবেন না তবে এখানে আপনি পাবেন চারটি Dolby Atmos স্পিকার যা আমার ব্যক্তিগত ভাবে বেশ ভাল লেগেছে।
মূল্য: ২২৯.৯৯ ডলার
সুবিধা
অসুবিধা
আপনি যদি স্মার্ট এসিস্ট্যান্ট হিসেবে Amazon এর Alexa কে পছন্দ করেন তাহলে পরবর্তী দুটি ট্যাবলেট আপনার চাহিদা দারুণ ভাবে পূরণ করতে পারে। এবার আমরা কথা বলব Fire HD 10 Plus নিয়ে। প্রথমেই বলে রাখা ভাল আপনি এই ট্যাবলেটে গুগলের কোন অ্যাপ রান করতে পারবেন না, তবে Amazon এর সকল সার্ভিস এখানে পেয়ে যাবেন। একই সাথে ট্যাবলেট বাজারের সবচেয়ে সাশ্রয়ী ট্যাবলেট।
Amazon Fire HD 10 Plus ২০২১ সালের একটি ডিভাইস যা খুবই কম দামে বাজারে এসেছে। ট্যাবলেটটিতে পাবেন ১০.১ ইঞ্চি ডিসপ্লে, রয়েছে ওয়ারলেস চার্জিং এবং আগের ভার্সন থেকে বেশি র্যাম। ডিভাইসটির দাম কম হওয়াতে আপনাকে এড দেখতে হবে চাইলে ১৫ ডলার পে করে এড থেকে মুক্তিও পেতে পারেন।
সবচেয়ে বড় কথা Alexa ইন্টিগ্রেশন থাকায় এই ট্যাবলেটটি কেনা আপনার জন্য বেস্ট হতে পারে। আপনার যদি Eco Speaker এবং Smart Display থেকে তাহলে খুব সহজেই এটার সাথে কানেক্ট করে ফেলতে পারবেন।
মূল্য: ১৭৯.৯৯ ডলার
সুবিধা
অসুবিধা
মাত্র ১০০ ডলার দিয়ে আপনি Fire OS ব্যবহারের সুযোগ পাচ্ছেন Fire HD 8 এর মাধ্যমে। ডিসপ্লে ৮ ইঞ্চি এবং রয়েছে ২ জিবি র্যাম।
এখানেও আপনি এড ফ্রি এবং এড সহ ভার্সন পাবেন। অ্যান্ড্রয়েড এই ট্যাবলেটটির দাম মাত্র ৮৯.৯৯ ডলার। রয়েছে ৩২ জিবি স্টোরেজ তবে এটাকে আপনি ৬৪ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। এই ট্যাবলেটটিও আপনি গুগল অ্যাপ এর সাপোর্ট পাবেন না।
Amazon Fire HD 8 প্রিমিয়াম কোন ট্যাবলেট না, তবে যেহেতু এখানে Alexa সাপোর্ট রয়েছে কম দামে আপনার জন্য সেরা হতে পারে এটি।
সুবিধা
অসুবিধা
আমাদের আজকের রিভিউ এর শেষ ট্যাবলেট Lenovo Tab P12 Pro। রয়েছে কিবোর্ড এর ব্যবস্থা। Lenovo আবার প্রিমিয়াম ট্যাবলেট মার্কেটে প্রবেশ করেছে এটা বুঝাই যাচ্ছে সম্প্রতি রিলিজ পাওয়া ট্যাবলেট গুলো দেখে।
Lenovo Tab P12 Pro ট্যাবলেটটিতে আপনি পাবেন প্রিমিয়াম হার্ডওয়্যার, চমৎকার ডিসপ্লে। ১২.৬ ইঞ্চি ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 120Hz রিফ্রেশ রেট। রয়েছে Dolby Vision সাপোর্ট। প্রসেসর হিসেবে ডিভাইসটিতে দেয়া হয়েছে Qualcomm এর Snapdragon 870 রয়েছে 8GB LPDDR5 র্যাম। ব্যাটারি হিসেবে থাকছে 10, 200mAh ব্যাটারি। চার্জিং এর জন্য রাখা হয়েছে 45W ওয়ারড চার্জার। কানেক্টিভিটিতে থাকছে Wi-Fi 6 এবং Bluetooth 5.2।
মুল্য: ৬৯৯.৯৯ ডলার
সুবিধা
অসুবিধা
Android vs. iOS বেশ পুরনো এবং জটিল একটা বিতর্ক। সব কিছু বাদ দিয়ে স্পেসিফিক ভাবে বলতে গেলে স্বীকার করতেই হবে অ্যান্ড্রয়েড, ট্যাবলেটের জন্য নিজেদের এখনো ভাল করে অপটিমাইজ করতে পারে নি। বড় স্ক্রিনে অনেক অ্যাপই স্মুথ ভাবে চলতে পারে না। সাধারণ ইউজারদের চোখে না পড়লেও পার্থক্য গুলো এক্সপার্টদের নজর এড়িয়ে যেতে পারে না। অধিকাংশ ইউজারদের দাবী অ্যান্ড্রয়েড এর তুলনায় ট্যাবলেটে অ্যাপল বেশি এগিয়ে।
তবে অবশ্যই আপনি যদি অ্যান্ড্রয়েড ইকো-সিস্টেমে থাকেন তাহলে এটা যেমন কেয়ার করবেন না তেমনি যারা iOS এ আছে তারা অ্যান্ড্রয়েড ট্যাবলেট পছন্দ করবে না।
আপনি ট্যাবলেট কেনার আগে অবশ্যই নির্দিষ্ট বাজেট মাথায় রাখবেন এবং পছন্দের অপারেটিং সিস্টেম পছন্দে রাখবেন। তারপর দাম বা কনফিগারেশন অনুযায়ী যেটা ভাল মনে হয় সেটা কিনবেন।
এই টিউনে আমরা কার্যকারিতা বেধে সেরা ট্যাবলেট গুলো নিয়ে আলোচনা করলাম, আশা করছি এই মুহূর্তে বাজারের সেরা ট্যাবলেট গুলো নিয়ে ভাল একটা ধারনা দিতে পেরেছি। তো পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।