কেমন আছেন সবাই?আশা করছি ভালোই আছেন সবাই।আজ আমি আপনাদেরকে একটি নতুন ফেসবুকের গ্রুপের সাথে পরিচিত করিয়ে দিব।এটা মূলত সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) নিয়ে ।গ্রুপটির নাম দেয়া হয়েছে Search Engine Optimization BD।
আমাদের জানার আগ্রহের শেষ নেই।এমন অনেক ছোট ছোট বিষয় আছে যা টেকটিউন্সের মত বড় প্লার্টফর্মে বা ব্যাক্তিগত ভাবে জানতে চাওয়াটা অনেক সময় হয়ে উঠে না।তাছাড়া অনেকে ছোট ছোট সমস্যয় পড়েন যার সমাধান তারা স হজেই পেয়ে উঠে না।তাই গ্রুপটি খোলা হলো।আমি মনে করি এই গ্রুপের মাধ্যমে আপনি আপনার ছোটখাটো সমস্যার সমাধান খুজে পাবেন।তাছাড়া আপনি হয়তো অনেক সময় বেশ দরকারি কোন তথ্য বা জিনিসের সন্ধান পেলেন যা আপনি এই গ্রুপে শেয়ার করতে পারবেন।ফলে আপনার মাধ্যমে অন্য সব নবীণ ওয়েবমাষ্টারগণ অনেক উপকারীতা লাভ করবে।যেহেতু ফেসবুক সবাই মোটামুটি ভাবে ব্যব হার করে তাই আমাদের সকলের যোগাযোগ ও অনেক ভালো হবে আশা করছি।
যেহেতু এটি সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) নিয়ে তাই এখানে কেবল এসইও এর বিষয় গুলো নিয়ে আলোচনা করা হবে।তাছাড়া আয় বিষয়ক কেবল মাত্র গুগল এডসেন্স নিয়ে আলোচনা করা যাবে।তবে কোনমতেই অন্য সব যেমন পিটিসি বা এফিলিয়েট সাইট নিয়ে আলোচনা করা যাবে না।
এই গ্রুপের মাধ্যে জানানোর চেষ্টা করা হবে সর্বশেষ সার্চ ইন্জিন অপটিমাইজেশন সম্পর্কিত তথ্য,শেয়ার করা হবে বিভিন্ন সফটওয়্যার বা এসইও টুলস ।যা আপনাদের অনেক কাজে লাগবে।তাছাড়া যারা এ বিষয়ে পারদর্শি তারাও জানাবেন তাদের কথা ও জটিল জটিল কিছু টিপস
চেষ্টা করা হবে সদস্যদের সমস্যর সমাধান দ্রুত প্রদানের জন্য।এবং তাকে সর্বাত্মক সাহায্য করা।তাছাড়া বিভিন্ন সাইট বা ফোরামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হবে।
আমি বিশেষ ভাবে অনুরোধ জানাবো তাদেরকে যারা সার্চ ইন্জিন অপটিমাইজেশন জানেন তাদেরকে যোগদানের জন্য।কেননা কাউকে যদি আপনার নিজের জানা অজানা বিষয় গুলো শেয়ার না করেন তাহলে সেটার কোন মূল নেই।শিক্ষা গ্রহণ করা যেমন জরুরী তার চেয়ে জরুরী ও মহৎ কাজ হলো শিক্ষা দান করা।তাই আমি আSearch Engine Optimization BD নামে চালু হলো SEO নিয়ে ফেসবুক গ্রুপ ।শা করছি আপনি ও আমাদের সাথে যোগ দিয়ে গ্রুপটিকে আরো সুন্দর করে গড়ে তুলবেন
তো আমি মনে করি গ্রুপটি আপনাদের জন্য বেশ ভালোই কাজ দিবে।আপনাদের সরব উপস্থিতি আমাদেরকে ও নবীনদেরকে অনেক উৎসাহ দিবে সার্চ ইন্জিন অপটিমাইজেশন শেখার ও জানানোর জন্য।গ্রুপে যোগদান করার ঠিকানা নিচে দেয়া হলো
আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল