আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজ যে ব্যাপারে লিখছি তা সম্ভবত আপনার কোন কাজেই আসবে না। কিন্তু আমার কাজে আসবে, কারণ এর দ্বারা আমার মনের ক্ষোভ কমে যাবে আর অনেক হালকা বোধ করব। আগ্রহ না থাকলে না পড়ে স্কীপ করতে পারেন । আজকের এই টিউন আমার ব্যক্তিগত অনুভুতির বহিঃপ্রকাশ আর আমার সাইবার জীবনের সবচেয়ে দুঃখজনক একটা ঘটনা।
গত মাসে শুরু হয়েছিল নতুন একটি প্রযুক্তি বিষয়ক সাইট "টিউনারপেজ"। আর তারা ঘোষনা করেছিল ফ্রী টক টাইম অফার। যাই হোক, আমি আমার কয়েকটা টিউন (যেগুলো আমার দৃষ্টিতে ভাল মানের মনে হয়েছে) সেখানেও শেয়ার করে ছিলাম। পরবর্তীতে সেই ক্যাম্পেইন শেষ হওয়ার পর গতকাল সম্ভবত তারা তাদের ঘোষিত ফ্রী টকটাইম দেওয়ার ব্যাপারে আমার সাথে যোগাযোগ করেন। তারা আমাকে জানান আমাকে ৪০/- টাকা টকটাইম দেওয়া হবে(!) । সেটা মুল ব্যাপার নয়। এরপর প্রতিদিনের মত আমি যখন নতুন কিছুর খোজে সেখানে গেলাম একটা নোটিস দেখতে পারলাম। সেখানে কে কত টাকার টক টাইম পাবেন আর কারও টিউন বাতিল হলে কেন হল তার বর্ণনা দেওয়া আছে। আমি নিচের স্ক্রীনসটে তার একটি চিত্র তুলে ধরলাম।
এখানে আমাকে যেভাবে বলা হয়েছে তা থেকে খুব ভাল ভাবেই বোঝা যাচ্ছে ,আমি এমন কোন কাজ করেছি যা জনসম্মুখে বলার অযোগ্য। বাকীটা আশা করি সবাই বুঝতে পারছেন।
এবার আমি তাদের মেইল করি ব্যাপারটা জানার জন্য। মেইলের স্ক্রীনসট নিচে দিলামঃ
তার উত্তরে আমি যা পেলাম এবার তাই দেখুনঃ
{
"""""""""""""""২. http://www.tunerpage.com/archives/5391
এখানে আছে
http://forum.daffodilvarsity.edu.bd/index.php?topic=3669.0
ashiqbest012 এই নামে:
৩. http://www.tunerpage.com/archives/5394
এখানে আছে
http://wwwzahid-zahid.blogspot.com/2011/02/blog-post_4691.html
জাহিদুল হক নাম
৫) http://www.tunerpage.com/archives/5572
এখানে আছে
Kawsar Hossain এই নামে
৬) http://www.tunerpage.com/archives/5575
এখানে আছে
http://infobd-24.blogspot.com/2011/01/blog-post_3108.html
এই নামে বিজয়
http://newstel.wordpress.com/2010/12/26/
এডমিন নিক
৮) http://www.tunerpage.com/archives/5724
এখানে আছে
একলা পথিক নামে = বাট এখানে একলা পথিক রহস্য ময় অভিযাত্রী এক হতে পারে
http://ssmc29.blogspot.com/2010/12/cw-step1-techtunes-techtunes-you-must.html
ওই একই কথা ......... হয় রহস্যময় অভযাত্রী ভিন্ন নামে করেছে অথবা তার পোষ্ট কপি করা হইছে.. তবে পোস্ট টির ওনার রহস্যময় অভিযাত্রী
বলে মনে হচ্ছে
http://ranarblog.blogspot.com/2011/01/blog-post.html
ওই একই কথা ......... হয় রহস্যময় অভযাত্রী ভিন্ন নামে করেছে অথবা তার পোষ্ট কপি করা হইছে.. তবে পোস্ট টির ওনার রহস্যময় অভিযাত্রী
বলে মনে হচ্ছে
১০) http://www.tunerpage.com/archives/5827
এখানে আছে
http://www.computertips.tk/2011/01/blog-post_6253.html
দিন মোহাম্মাদ দিনু নামে
11) http://www.tunerpage.com/archives/6504
এখানে আছে
http://js-it.blogspot.com/2011/04/blog-post_3089.html
এই নামে
JEWEL Parsonal
১২) http://www.tunerpage.com/archives/6507
এখানে আছে
http://www.mdabusufian.co.cc/2011/02/blog-post_11.html
আবু সুফিয়ান নামে
http://sl-harun.blogspot.com/2011/03/blog-post_5960.html
হারুন নামে
১৩) http://www.tunerpage.com/archives/6510
এইখানে আছে
http://js-it.blogspot.com/2011/04/blog-post_331.html
JEWEL Parsonal
http://tanvirahmedtuhin.blogspot.com/2011/04/computer-market-update-25042011.html
Tanvir Ahmed Tuhin (26.04.11) 2.37pm
ছবি ছাড়া এখানে এছে ২৫-৪-১১ তারিখে আর অন্যগুলা ২৬-৪-১১"""""""
}
এবার আমি দেখাচ্ছি আমি কবে কোন টিউনটি পোষ্ট করেছি
২ নং এর প্রকাশ কালের স্ক্রীনসট
৩ নং এর প্রকাশ কাল এবং আমার সংক্ষেপ বক্তব্যঃ
৫ নং এর প্রকাশ কাল এবং আমার সংক্ষেপ বক্তব্যঃ
6 নং এর প্রকাশ কাল এবং আমার সংক্ষেপ বক্তব্যঃ
8 নং এর প্রকাশ কাল এবং আমার সংক্ষেপ বক্তব্যঃ
10 নং এর প্রকাশ কাল এবং আমার সংক্ষেপ বক্তব্যঃ
11 নং এর প্রকাশ কাল এবং আমার সংক্ষেপ বক্তব্যঃ
12 নং এর প্রকাশ কাল এবং আমার সংক্ষেপ বক্তব্যঃ
13 নং এর প্রকাশ কাল এবং আমার সংক্ষেপ বক্তব্যঃ
আমি সারাদিন অনেক সময় ব্যয় করে প্রুফ রেডি করলাম ও তাদের দেওয়া লিঙ্ক গুলো ভিজিট করে প্রকাশের সময় বের করলাম। যেহেতু আমি টেকটিউন্স ছাড়া আর কোথাও ব্লগিং করি না তাই এটাই প্রমানিত হয় যে সকল লেখাই সর্বপ্রথম টেকটিউন্সে প্রকাশিত এবং পরের ব্লগগুলি সেই লেখাই কপি পেষ্ট করে নিজেদের ব্লগে/নামে চালিয়ে দিয়েছে।
টিউনার পেজে যারা টিউনের অনন্যতা যাচাইয়ের দায়িত্বে ছিলেন, তারা কেবল একজাতীয় টিউন খুজেছেন একটি বারের জন্যও হয়ত কোনটি কবে প্রকাশিত হল সেটি দেখার প্রয়োজন মনে করেননি। এ থেকেই সংশ্লিষ্টদের দায়িত্বের পরিচয় পাওয়া যায়। টাকা কোন ব্যাপারই নয়। কিন্তু আমাকে যেভাবে বলা হয়েছে, তাতে একবারের জন্য হলেও মনে হয়েছে যে আমি একজন চোর (!) তাই সরাসরি নয় গোপনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। আমি কারও বিরুদ্ধে কিছু বলতে চাই না , শুধু এটুকুই বলব আজকের ঘটনায় আমি মনে যতটুকু কষ্ট পেয়েছি তা বোঝাতে পারব না। কোন কিছুর আশায় আমি কখোনই কোন টিউন করি নাই। আমি এমনিতেও খুবই কম জানি। তবে যতটুকু জানি তা সত্য জেনেই অন্যদের জানানোর চেষ্টা করি যাতে যারা জানেন না তাদের কোন উপকারে আসে। কিন্তু এমন হবে ভাবিনি। একবার মনে করেছিলাম মেইলটা চেক করার পর যে জীবনে আর টিউন করব না। কিন্তু পরে দেখলাম টিউন না করলেও টেকটিউন্সের জন্য মনের ভেতরে যে ভিত গড়া হয়ে গেছে তা উপড়ে ফেলা আমার পক্ষে সম্ভব নয়। তাই এই টিউনটি করলাম। জানি আপনাদের কারই কাজে লাগবে না, তারপরেও মনের কষ্টটা একটু হলেও কমবে বলেই এটি করা।
শেষকথাঃ এরপর আমি টিউনার পেজ বরাবর একটি মেইল করলাম (প্রুফ সহ) তা নিচে দিলাম
"
আমি অত্যন্ত মর্মাহত হয়েছি "কপি পেষ্ট" জাতীয় অভিযোগের কারণে। সরাসরি টিউনার পেজে না লিখে আমাকে সম্মান দেখানোর জন্য আমি আনন্দিত কিন্তু আপনাদের রিভিউ ভাল হলেও আপনারা যে ছাড়া ছাড়া ভাবে শুধু এক জাতীয় টিউন খুজে গেছেন তা আমি বুঝতে পেরেছি। টক টাইম মুল বিষয় ছিল না। আমি আমার করা ভাল টিউন গুলোই কেবল টিউনার পেজে পোষ্ট করেছি। আরও করতাম হয়ত। এখানে টকটাইম মুল বিষয় নয় এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। তাই অনেক ব্যাস্ততা সত্তেও আমি অনেক সময় ব্যয় করে এই প্রুফগুলো রেডি করেছি। আপনারা একটু চোখ খুলে দেখলেই বুঝতে পারবেন সব গুলোই কপি করা টেকটিউন্স থেকে। আর আমি কয়েকটি পোষ্টে উল্লেখ করেছি ঐসব আগেই টেকটিউন্সে প্রকাশিত এবং লেখক আমি নিজেই। আমার নিজের কোন ব্লগ নেই এবং আমি অন্য কোন নামেও টিউন করি না। আমি খুবই ব্যাথিত হয়েছি আপনাদের "আনপ্রফেশনাল" ইনভেস্টিগেশনের জন্য। আপনারা শুধু একই টিউন খুজেছেন আর লিঙ্ক গুলো জমা করেছেন। যাই হোক আমি এটাচমেন্টে সব দিয়ে দিলাম দেখে নিবেন আশা করছি। আমি টিউনার পেজের মঙ্গল কামনা করছি, আমার প্রাপ্য টকটাইমের টাকা নিতে অস্বীকৃতি জানাচ্ছি, আমার সকল টিউন রিমুভ করার জন্য মডারেটরের দৃষ্টি আকর্ষন করছি, আমার সকল মন্তব্য এবং আমার আইডি রিমুভ করার জন্য অনুরোধ করছি, আমি এই ব্যাপারে আমার শেষ টিউনটি করব। যা টেকটিউন্সে থাকবে এবং আপনাদের সাইটেও করব দ্বিতীয় পেজে গেলে ডিলিট করে দিবেন। ধন্যবাদ।"
এখন কষ্টটা একটু কম লাগছে। এটি পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্য করবেন আশা করছি। [অনেকেই কপি পেষ্ট করবে এটাই স্বাভাবিক, কিন্তু একটা প্রফেশনাল টিমের ইনভেস্টিগেশনের যদি এই হাল হয় তবে তা আমাদের সবার জন্যই খুব খারাপ] আমি কাউকে আক্রমনের উদ্দেশ্যে কিছু লিখিনি। কেউ মনে কষ্ট পেলে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা একান্তই আমার নিজের অনুভুতি। আজ এ পর্যন্তই, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। এই কামনায়.....
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যপার টি সত্যি ই দুঃখজনক, এ কারণে অনেক সময় ই ব্লগ লিখে ও প্রকাশ করি না বা করার সাহস হয় না.