আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। ছোট একটি বিরতির পর আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি Adobe এর দারুণ একটি অ্যাপ নিয়ে। এই টিউনটি বিশেষ করে তাদের জন্য যারা এনিমেশন নিয়ে কাজ করতে চান বা কাজ করছেন।
Adobe এর সাথে আমরা সবাই পরিচিত, ছবি এডিট করা থেকে শুরু করে ভিডিও, ইলেস্ট্রেশন সহ বিভিন্ন গ্রাফিক্যাল কাজে তাদের বিচরণ রয়েছে। তো এনিমেশন ফিল্ডে তাদের কোন অ্যাপ থাকবে না এমনটি হতে পারে? কখনোই না, এনিমেশন সংক্রান্ত বিষয়ের জন্য Adobe এর রয়েছে Adobe Animate। 2D এনিমেশন নিয়ে কাজ করা Adobe এর দারুণ একটি অ্যাপ হচ্ছে Adobe Animate।
2D এনিমেশন এর এই অ্যাপটির ল্যাটেস্ট নাম হচ্ছে Adobe Animate। বিভিন্ন হাত ঘুরে বিভিন্ন নামে অ্যাপটি মার্কেটে থাকলেও, এনিমেশন তৈরিতে সৃজনশীল অভিজ্ঞতা দিতে এটি সব সময় প্রতিজ্ঞাবদ্ধ। তো আজকের এই টিউনে আমরা দেখব Adobe animate কী এবং এটি দিয়ে কী কী কাজ করা যায়।
2D বা দ্বিমাত্রিক ডিজিটাল এনিমেশনের জন্য Adobe এর একটি ক্রিয়েটিভ অ্যাপ হল Adobe Animate। ইউজাররা অন্য সব অ্যাপ এর মতই এনিমেশন তৈরির জন্য টাইমলাইন, বিভিন্ন ফ্রেম, এবং একটি বিশাল Assets লাইব্রেরি পেয়ে যাবে এতে।
যারা এনিমেশন নিয়ে কাজ করেন নি তাদের কাছে এই অ্যাপটি সম্পূর্ণ নতুন মনে হতে পারে। কিন্তু না, আপনি এর আগেও এটির সাথে পরিচিত ছিলেন, তবে ভিন্ন নামে। এই অ্যাপটিই ২০১৬ সাল পর্যন্ত Flash নামে পরিচিত ছিল। Flash এর সাথে কে না পরিচিত? হ্যাঁ, এই Flash অ্যাপটিই বিভিন্ন পরিবর্তন এর মাধ্যমে আজকের Adobe Animate।
তবে এই Flash এর আসল মালিক কিন্তু Adobe ছিল না। ২০০৫ সালে ৩.৪ বিলিয়ন ডলারের বিনিময়ে Adobe, Flash কে Macromedia নামক একটি কোম্পানির কাছ থেকে কিনে নিয়েছিল।
অফিসিয়াল ওয়েবসাইট @ Adobe Animate
মূলত Adobe Animate হচ্ছে Macromedia কোম্পানির সেই Flash এর নতুন রূপ। তবে এই Flash এর অরিজিন কিন্তু Macromedia ছিল না। ১৯৯৬ সালে FutureSplash Animator নামে একটি প্রোগ্রামের মালিকানা পায় Macromedia। এটি তখন ট্যাবলেট বিভিন্ন ড্রয়িং প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হত। তারপর বিভিন্ন হাত বদল হয়ে, আপডেট হয়ে এটি আজকের Adobe Animate।
বলার অপেক্ষা রাখে না আমরা Shockwave Flash, অথবা Adobe Flash Player, কে সবাই চিনি। এটি প্রকৃতপক্ষে কোন এনিমেশন সফটওয়্যার ছিল না তবে ইন্টারনেট ব্রাউজার গুলোর প্লাগ-ইন হিসেবে এর বহুল ব্যবহার ছিল। মূলত এনিমেশন ডিসপ্লে করতে এটি ব্যবহৃত হতো।
অনেকে বিশ্বাস করে Flash এর বাণিজ্যিক সাফল্যের অন্যতম কারণ এই প্লাগ-ইন ফিচারটি। ইউজাররা খুব সহজে Flash দিয়ে তৈরি করা SWF ফাইল গুলো ওয়েবসাইটে শো করাতে পারতো এমনকি এর মাধ্যমে বিভিন্ন জনপ্রিয় গেম খেলার ব্যবস্থাও ছিল। Newgrounds, Potter Puppet Pals? The Impossible Quiz? Is this thing even on? এর মত টুল গুলো জনপ্রিয়তা পাবার অন্যতম কারণ ছিল এই Flash। ছিল বলছি কারণ এখন Flash আর এভেইলেবল নেই।
দীর্ঘ দিন ইন্টারনেট জগতে জনপ্রিয় থাকার পরেও হটাৎ করে Flash এর ইউজার কমতে থাকে এবং ২০২০ সালের ডিসেম্বরে Adobe এর সাপোর্ট পুরোপুরি অফ করে দেয়। ২০২০ সালে এটি বন্ধ করা হলেও তাদের পরিকল্পনা আগে থেকে ছিল, বন্ধ হবার অন্যতম কারণ হিসেবে তারা HTML5 এ সুইচ করাকেই দেখায়।
দীর্ঘ পাঁচ বছর রি-ব্র্যান্ডিং প্রক্রিয়া চলার পর ২০১৬ সালের ৮ ই ফেব্রুয়ারী এর অফিসিয়াল নাম হয় Adobe Animate।
তবে যাই হোক বর্তমানে Adobe Animate সাধারণ ভাবে এনিমেশন সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হবে এবং Adobe Flash Professional এর মতোই এখনও বহুমুখী এবং শক্তিশালী সফটওয়্যার হিসেবে কাজ করবে।
আপনারা অনেকে হয়তো কিছু জনপ্রিয় শো যেমন, My Little Pony, Metalocalypse, BoJack Horseman, of course, Coconut Fred's Fruit Salad Island, এর সাথে পরিচিত যেগুলো Adobe Animate অথবা Adobe Flash দ্বারা তৈরি করা হয়েছে।
Adobe Animate দিয়ে বিভিন্ন টুইন এনিমেশন, 2D পেপার-লেস এনিমেশন, সহ ওয়েবসাইটে ইন্টারেকশন সক্ষম এনিমেশন বা গেম তৈরি করা সম্ভব।
হ্যাঁ আপনি চাইলে Adobe Animate দিয়ে 2D এনিমেশন তৈরি করতে পারবেন। কাগজে এঁকে যেভাবে এনিমেশন তৈরি করা যায় তেমনি Adobe Animate এর মাধ্যমেও হাতে এঁকে এনিমেশন তৈরি করতে পারবেন। আপনি চাইলে অ্যাপটির bitmap layers, এর মাধ্যমে আপনার হাত দিয়ে বিভিন্ন ফ্রেম আঁকতে পারেন যা পরবর্তীতে এনিমেশনে পরিণত হবে।
যারা ভেক্টরের মধ্যমে এনিমেশন তৈরি করতে ভালবাসেন তাদের জন্যও দারুণ হতে পারে Adobe Animate। Adobe Animate এ ভেক্টরের জন্যও আলাদা ফিচার রয়েছে যেখান থেকে এনিমেটররা, এনিমেটেড ইনফো-গ্রাফিক নিয়ে কাজ করতে পারবে।
তবে এসব কাজের জন্য After Effects চমৎকার হলেও আপনার প্রজেক্ট বিবেচনায় Adobe Animate আরও দক্ষ ভাবে কাজ করতে পারে।
Animate অ্যাপটিতেও After Effects এর মত একটি ভার্চুয়াল ক্যামেরা ফিচার আছে যার মাধ্যমে আপনি লেয়ার ব্যাকগ্রাউন্ড এর মাধ্যমে শট গুলো সহজে এবং দ্রুত স্ক্যাল করতে পারবেন।
Adobe Animate দিয়ে দারুণভাবে পেপার-লেস এনিমেশন তৈরি করা গেলেও আপনার যদি লিমিটেড এনিমেশন এর প্রতি ঝোঁক থাকে, তাহলেও দারুণ কাজ করতে পারে এই অ্যাপটি। লিমিটেড এনিমেশন এমন একটি ব্যবস্থা যেখানে বার বার পুরো অবজেক্ট ড্র না করে একই এলিমেন্ট বার বার ব্যবহার করা যায়।
আপনি ক্যারেক্টার কাট-আউট ব্যবহার করেও নোড এবং লেয়ার এর মাধ্যমে নিজের পছন্দ মত এনিমেশন তৈরি করে ফেলতে পারেন। এটিতে একই সাথে পাওয়ার ফুল এনিমেশন সফটওয়্যার এর মত ভয়েস ডাবিং বা Lip Sync এর অপশনও রয়েছে।
Flash সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল তার এনিমেটেড গেমিং এর জন্য। দারুণ ব্যাপার হচ্ছে Adobe Animate ও এনিমেশন গেমিং এর জন্য দারুণ উপযুক্ত। যারা গেম ডেভেলপমেন্ট এর কথা ভাবছে তাদের ব্যাপক ভাবে উদ্বুদ্ধ করতে পারে এই অ্যাপটি।
বলতে গেলে Adobe Animate দিয়ে সকল প্রকারের গেম ডেভেলপ করা সম্ভব। সিম্পল পয়েন্ট এন্ড ক্লিক গেম থেকে শুরু করে জটিল Puzzle গেম তৈরি করা যাবে এটি দিয়ে।
সকল সুবিধা দেয়ার পরেও Animate আপনাকে দেবে প্রজেক্ট পাবলিশ করার অনেক অপশন। আপনি বিভিন্ন ফরমেটে আপনার প্রজেক্ট এক্সপোর্ট করতে পারবেন যা ওয়েবসাইট তথা অন্য প্লাটফর্মেও ব্যবহার করা যাবে।
সব মিলিয়ে বলা যায় পূর্বসূরিরা, ইউজারদের কাছে ব্যাপকভাবে সহজলভ্য হবার যে চেতনা নিয়ে কাজ করতো সেটাই Adobe ধরে রেখেছে Adobe Animate এ চমৎকার সব ফিচার দিয়ে। বলা যায় এনিমেটররা এটি ব্যবহার করে সহজেই কম সময়ে নিজেদের পছন্দ মত এনিমেশন তৈরি করে ফেলতে পারবে।
আপনি চাইলে মাসিক সাবস্ক্রিপশন দিয়ে Adobe Animate ব্যবহার করতে পারবেন। Adobe Animate এর মাসিক চার্জ ২০.৯৯ ডলার। চাইলে Adobe এর বিভিন্ন বান্ডেল প্যাকেজ কিনেও এটি ব্যবহার করতে পারেন।
বর্তমান সময়ে 2D এনিমেশনের জন্য আপনি অনেক সফটওয়্যার ব্যবহার করতে পারেন তবে Adobe suite কেন ব্যবহার করবেন সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। এর অন্যতম কারণ Adobe দীর্ঘদিন দিচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ও বিশ্বস্ত সেবা।
তো আজকে এতটুকুই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।