দেশীয় সফ্ট (CDROM_Cntrol) ডাউনলোড করুন এবং ব্যবহার করুনঃ

সবাইকে শুভেচ্ছা।
আমার নিজের তৈরী ছোট্ট একটি সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করতে চাই। 8 জুলাই মিথুন ভাই একটি টিউন লিখেছিলেন কীভাবে CD ROM এর কনটেক্স মেনুতে Insert আইটেম যুক্ত করা যায়। টিউনটি আমার খুব ভাল লেগেছিল। কিন্তু কনটেক্স মেনু ব্যবহার করতে হলে, My Computer ওপেন করে CD ROM এ মাউস পয়েন্টার রেখে রাইট মেনুতে ক্লিক করতে হয়। কোন প্রোগ্রামে বা ফোল্ডারে কাজ করার সময় এভাবে CD ROM খোলা বা বন্ধ করা কিছুটা বিরক্তিকর ও সময় সাপেক্ষ। তাই আমি ভাবলাম এমন একটি প্রোগ্রাম তৈরী করলে কেমন হয়, যা দ্বারা যখন তখন যে কোন অবস্থায় CD ROM খোলা বা বন্ধ করা যায়?

ভাবনা মত একটি প্রোগ্রাম তৈরী করলাম। যা আপনারা নিচের Address থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

http://www.mediafire.com/download.php?moi2mmmntiz

ডাউনলোড করার পর সফটওয়্যারটি ইনস্টল করে নিন।
ইনস্টলেশান শেষ হলে আপনার ডেস্কটপের একদম উপরে মাঝামাঝি পর্যায়ে Isert ও Eject বাটন দেখতে পাবেন।
আপনি যখন যে প্রোগ্রাম/ফোল্ডারেই থাকুন, উক্ত বাটন দুটো সব সময় এখানে দেখতে পাবেন এবং ব্যবহার করতে পারবেন।

প্রোগ্রামটি আপনাদের সামান্য উপকারে লাগলেও আমার শ্রম স্বার্থক হবে।

ভাল থাকুন সবাই।

Level 2

আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ইউজ করে দেখলাম……।ভালো লাগলো।খুলতে একটু সময় নিচ্ছে।ধন্যবাদ আপনাকে।

Level 2

মর্মর, আপনাকেও ধন্যবাদ।

ডাউনলোড বা ব্যবহার করতে কারো সমস্যা হলে, অনুগ্রহ পূর্বক আমাকে জানাবেন (01721 32 33 34)।
ব্যবহার করে আপনাদের মন্তব্য দিবেন!

ইসমাইল ভাই আপনার সফটওয়্যারটি ভাল লেগেছে। তবে ছোট্ট একটি বাগ এতে। আনইনস্টল করার পরেও থেকে যাচ্ছে। সম্ভবত ইনস্টলার তৈরির সময় ভুলটা হয়েছে।

Level 0

ধন্যবাদ আপনােক।

Level 2

@ মিথুন, মন্তব্যের জন্য ধন্যবাদ।

Uninstall করার পর সফটওয়্যারটি রানিং অবস্থায় থেকে যাচ্ছে,
কিন্তু উইন্ডোজ রিস্টার্ট করার পর এটি আর থাকবে না।

Level 0

Ismail ভাই ধন্যবাদ। উপকারে আসছে।

দারুন। এরকম টিউনারই তো দরকার।

কিন্তু এটাতো দেখাচ্ছে কানাডার indigorose Software Company এর তৈরী তাও আবার রিসেন্টলি নয় এটা 6.0.0.1 ভার্সন। শুধু তাই নয় এর কোডটিও ওপেন সোর্স যে কেউ ইচ্ছে করলেই বানাতে পারে এই লিংক থেকে নিয়ে http://cdw.sourcearchive.com/documentation/0.3.3-2/cdrom__ctrl_8c-source.html । ভাই একটু ক্লিয়ার করেন।

Level 0

জটিল জিনিস ইসমাইল ভাই। ধন্যবাদ

Level 2

@ শাকিল
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমি সফটওয়্যারটি (CDROM Cntrl) Visual Basic এ তৈরী করেছি। তবে Setup ফাইলটি তৈরী করেছি Setup Factory নামক indigorose Software Company এর তৈরী একটি সফটওয়্যার দিয়ে। সেজন্যেই Setup ফাইলটিতে ঐ রকম দেখাচ্ছে। যদি আপনি প্রোগ্রামটি Uninstall না করে থাকেন তাহলে C:\Program Files\CtrlCDROM ফোল্ডারে গিয়ে CD_Cntrl.exe ফাইলটির প্রোপারটিজ দেখতে পারেন আর প্রকৃতপক্ষে সেটিই আমার তৈরী প্রোগ্রাম। ইচ্ছে করলে Setup ফাইলটিও নিজে তৈরী করা যেতো এবং সেটা অবশ্যই অনেক ভাল হতো। কিন্তু সময় বাঁচানোর জন্য ঐ সফটওয়্যারটির সাহায্য নিয়েছি। আশা করি ক্লিয়ার হয়েছেন।

অবশ্যই পূণঃরায় মন্তব্য দিবেন। ভাল থাকুন।

ভাল টিউন, ধন্যবাদ। HP DV6000 (vista) laptop এ DVD (read/write) Drive open হয়, কিন্ত close হয় না। ধন্যবাদ।

Level 0

Nice. To be continue

Level 0

nice and excelent

কিন্তু Indigo Rose এর সফট দিয়ে যে ফাইলটি তৈরী করেছেন সেটিতেতো ইচ্ছে করলই নিজের নাম দেয়া যায় আর না দিলেও তো এটা ভার্সন 6.0.0.1 হওয়ার কথা না। বা সফট এর নাম দিলেন কিন্তু কোম্পানীর নাম পরিবর্তন কেন করলেন না? আর আমি কিন্তু একটা লিংকে দিয়েছি যেখানে এর কোডটি পাওয়া যাবে তার মানে এটি ওপেন সোর্স। আসলে ধরুন আমি মেনেই নিলাম আপনার কথা কিন্তু আপনার কিছু মিসটেক হয়েছে তৈরীর সময়। ধন্যবাদ।

Level 2

অসংখ্য ধন্যবাদ আপনাকে, এরকম আরো অনেক কিছুর অপেক্ষায় থাকলাম

Level 2

@ শাকিল,
পূণঃরায় মন্তব্যের জন্যে ধন্যবাদ।
আসলে আমার কিছু মিসটেক হয়নি। আপনি আমার মূল ফাইলটির (C:\Program Files\CtrlCDROM\Ctrl_CD.exe) প্রোপারটিজ দেখুন। সেখানে সবকিছুই ঠিক আছে। আপনি Indigo Rose কোম্পানীর সফটওয়্যারটি ব্যবহার করেছেন কিনা জানি না। এর কিছু লিমিটেশান আছে। আমি যে ভার্সনটি ব্যবহার করেছি তা ছিল 6.0.0.1. তাই Setup ফাইলটিতে ঐ রকম দেখাচ্ছে। আমার মূল ফাইলটির ভার্সন কিন্তু 1.00. আর আমার প্রোগ্রামটি ওপেন সোর্স নয়। এটি ভিজুয়্যাল বেসিকে করা। আর আপনি যে সোর্স কোডটির লিংক দিলেন, সেটি মূলতঃ এই প্রোগ্রামের কোড নয়। আপনি কোডটি লক্ষ্য করলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আপনি যে লিংকটি দিয়েছেন, সেখান থেকে সমজাতীয় অনেক প্রোগ্রামের সোর্স কোড ডাউনলোড করা যায়। কিন্তু সেগুলো সি ল্যাংগুয়েজে করা। আর আমি ব্যবহার করেছি বেসিক ল্যাংগুয়েজ।
ধন্যবাদ।

Level 0

windows restart হওয়ার পরও softwareটি unstall হচ্ছে না

@ ইসমাইল ভাই কাল থেকে আপনার সফটটি নিয়ে বেশ দেখলাম এবং রিসার্চ করলাম হ্যাঁ এটি আপনার তৈরী এবং সুন্দর একটি সফট। আপনার প্রতিটি কথাই ঠিক। Indigo Rose এর যে ভার্সনটি আপনি ব্যাবহার করেছেন তার কিছু সীমাবদ্ধতা আছে। কিছু মনে করবেন না আমি কোন জিনিস যাচাই না করে স্বস্তা মন্তব্য দেই না তাই এটি যাচাই করে নিলাম এবং এরকম একটি সফট উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

Level 2

@ শাকিল – অনেক অনেক ধন্যবাদ পজেটিভ মন্তব্যের জন্য।

@ রুহুল আমিন – সফটওয়্যারটি ইনস্টল করার পর এটি প্রতিবার উইন্ডোজ চালু হওয়ার সাথে সাথে চালু হবে। আপনি যদি এটি ব্যবহার করতে না চান, তাহলে C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\CtrlCDROM ফোল্ডারে গিয়ে Uninstall CtrlCDROM ফাইলটিতে ডাবল ক্লিক করে প্রোগ্রামটি Uninstall করুন এবং পিসি রিস্টার্ট করুন। তাহলে দেখবেন এটি আর চালু হচ্ছে না।

যারা মন্তব্য করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

আপনার software টি ভাল।
তবে দাদা auto hide option থাকলে ভাল হতো।
এই software টিতে একসাথে DVD ROM এর জন্য করা যায় না?

Level 2

@ aaasim – ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি যতটুকু জানি এটি DVD ROM এও কাজ করবে।
আর আপনার পরামর্শ আমার মনে থাকবে। আমি চেষ্টা করবো পরবর্তী ভার্সনে auto hide অপশনটি যোগ করতে।
ভাল থাকুন।

Level 0

windows restart হওয়ার পরও softwareটি unstall হচ্ছে না,আপনার trick টাও কোন কাজে আসেনি।আইকনটা যাচ্ছেনা।

Level 2

@ sagarv360 & রুহুল আমিন – ধন্যবাদ সমস্যাটি চিহ্নিত করার জন্য।
আপনারা ভাববেন না আমি আপনাদেরকে প্রোগ্রামটি ব্যবহারে বাধ্য করছি।
আমি চেষ্টা করবো এ সমস্যাটির সমাধান করে সফটওয়্যারটি আবার আপলোড করতে।
যেহেতু Uninstall করার সময় প্রোগ্রামটি চালু থাকছে, সেহেতু Uninstall প্রোগ্রামটির মূল ফাইলটি মুছতে পারছে না।
আপাততঃ একটি সমাধান হলো, নিচের পদ্ধতিগুলোর যে কোন একটি অনুসরণ করে আপনি এটি Uninstall করতে পারেন।

1) Run এ গিয়ে msconfig লিখে Startup ট্যাব থেকে Ctrl_CD এর টিক মার্কটি তুলে দিয়ে Ok করুন এবং কম্পিউটার রিস্টার্ট করুন।

2) যদি আপনি ইতিমধ্যে প্রোগ্রামটি Uninstall করে থাকেন তাহলে পূণঃরায় install করুন। তারপর, Ctrl Alt & Delete একত্রে চেপে টাস্ক ম্যানেজার ওপেন করুন এবং Ctrl_CD নির্বাচন করে End Task নির্বাচন করুন। এবার আবার Uninstall করে Restart করুন।

3) অথবা, C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\CtrlCDROM ফোল্ডারে গিয়ে Ctrl_CD.exe ফাইলটি মুছে ফেলুন।

আশা করি সমাধান হবে। ভাল থাকুন।

ব্যবহার করলাম। ভালোই। আশা করি ভবিষ্যৎতে আরো ভালো ভালো জিনিস পাবো। ধন্যবাদ।

আমি indigo rose এর setup factory অনেকদিন ব্যবহার করেছি। ইসমাইল ভাইকে বলছি আপনার সব সীমাবদ্ধতা দুর করবে Wise Installation for Windows 3.5 এর এডভান্স ফিচারগুলো। আমি এটি ব্যবহার করছি। তবে এটি এখন আর নেটে পাওয়া যায় না।

শাকিল ভাইয়ের প্রথমদিকের দুটো কমেন্টসগুলো পড়তে গিয়ে আমার খুব হাসি পাচ্ছিল। প্লিজ কমেন্টস এর ব্যাপারে একটু সতর্ক হোন।

Gr8 i waiting for update one
Thanks

আপনার সফটটি আমার ও ভাল লাগল। ধন্যবাদ

আস্সালামু আলাইকুম ইসলামইল ভাই। কেমন আছেন?
আপনার সফ্টওয়ার টির সন্ধাণ পেলাম। ভালই লাগল। এই জাতীয় আরো কোন সফ্টওয়ার তৈরী করছেন কিনা যানালে শেয়ার করতে পারব। ধন্যবাদ আপনাকে।

আস্সালামু আলাইকুম ইসমাইল ভাই।
কেমন আছেন?
আপনার সফ্টওয়ার টির সন্ধাণ পেলাম। ভালই লাগল। এই জাতীয় আরো কোন সফ্টওয়ার তৈরী করছেন কিনা যানালে শেয়ার করতে পারব। ধন্যবাদ আপনাকে।

Level 2

সাবধান ইসমইল ভাই এই সফটওয়্যারটা তৈরি করতে গিয়ে কিছু ভূল করেছেন । তাই এইটা একটা মারাত্নক শক্তিশালি ভইরাসে পরিনত হয়েছে, যা কোন এন্টিভাইরাস সনাক্ত করতে পারেনা। আমি সম্যসায় পড়েছি আপনারা সাবধান হন।