সবাইকে শুভেচ্ছা।
আমার নিজের তৈরী ছোট্ট একটি সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করতে চাই। 8 জুলাই মিথুন ভাই একটি টিউন লিখেছিলেন কীভাবে CD ROM এর কনটেক্স মেনুতে Insert আইটেম যুক্ত করা যায়। টিউনটি আমার খুব ভাল লেগেছিল। কিন্তু কনটেক্স মেনু ব্যবহার করতে হলে, My Computer ওপেন করে CD ROM এ মাউস পয়েন্টার রেখে রাইট মেনুতে ক্লিক করতে হয়। কোন প্রোগ্রামে বা ফোল্ডারে কাজ করার সময় এভাবে CD ROM খোলা বা বন্ধ করা কিছুটা বিরক্তিকর ও সময় সাপেক্ষ। তাই আমি ভাবলাম এমন একটি প্রোগ্রাম তৈরী করলে কেমন হয়, যা দ্বারা যখন তখন যে কোন অবস্থায় CD ROM খোলা বা বন্ধ করা যায়?
ভাবনা মত একটি প্রোগ্রাম তৈরী করলাম। যা আপনারা নিচের Address থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
http://www.mediafire.com/download.php?moi2mmmntiz
ডাউনলোড করার পর সফটওয়্যারটি ইনস্টল করে নিন।
ইনস্টলেশান শেষ হলে আপনার ডেস্কটপের একদম উপরে মাঝামাঝি পর্যায়ে Isert ও Eject বাটন দেখতে পাবেন।
আপনি যখন যে প্রোগ্রাম/ফোল্ডারেই থাকুন, উক্ত বাটন দুটো সব সময় এখানে দেখতে পাবেন এবং ব্যবহার করতে পারবেন।
প্রোগ্রামটি আপনাদের সামান্য উপকারে লাগলেও আমার শ্রম স্বার্থক হবে।
ভাল থাকুন সবাই।
আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...
ভাই ইউজ করে দেখলাম……।ভালো লাগলো।খুলতে একটু সময় নিচ্ছে।ধন্যবাদ আপনাকে।