আস-সালামু-আলাইকুম।
সবাই সালামের উত্তর নিলে খুশি হব।কেউ সালাম দিলে আল্লাহ তাকে ১০ টি নেকী দেয় এবং যে উত্তর নেয় তাকে ১টি নেকী দেয়।
এবার আসি আসল কথায়।বেশ কয়েকদিন ধরে একটি বেপার কি কেউ লক্ষ করেছেন? ইদানিং টেক্টিউন্স এ অনেক বেকার আর বেহুদা টিউন হয়।এর কারনে ভালো টিউন গুলো পিছনে পরে যায়।যার ফলে ওই টিউন গুলো সবাই পড়তে পারেনা।এসব থেকে প্রতিকার পেতে টেক্টিউন্স কতৃপক্ষ কে কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিৎ।
১=Riport button যোগ করা।যার মাধ্যমে নির্দিষ্ট যায়গায় নির্দিষ্ট বিষয়ে রিপোর্ট করলে টিউন টি বন্ধ হয়ে যাবে।যেমন টি ফেসবুক এ আছে।
২=Thumbs up and Thumbs Down button যোগ করা।Thumbs Down বেশি পরিমানে হলে Automatically টিউন বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা করা।ইদানিং দেখা যাচ্ছে যে Thumbs Down কাজ করছেনা।
৩=যারা একেবারেই নতুন টিউনার অথবা মেম্বার,তারা যেনো এক সপ্তাহ টিউন না করতে পারে সেই ব্যবস্থা করা।যেমন টি Somewhereinblog এ আছে।somewhereblog না দিলেও টিটি ওই ব্যবস্থা রাখবে যে নতুন টিউনার রা ১সপ্তাহ পর্যন্ত কোনো পোস্ট করতে পারবেনা।এর পর ১ সপ্তাহ হলে তা সয়ংক্রিও ভাবে পোস্ট করতে পারবে।
৪=ডলার কেনা বেচার জন্য কেউ সাহায্য চাইলে অথবা কেনা কাটা করতে চাইলে তা অন্য জায়গায় করতে।কারন সাইফুল ভাইয়ের মত বলতে হলো টেঁকটিউনস জ্ঞানের কারখানা,ডলারের নয়।
৫=ভালো টিউন করুন যাতে সবাই উপকৃত হয়।
৬=টেকটিউনস মডারেটর কে বলছি,এমন ব্যবস্থা করুন যাতে কেউ ৩০০ শব্দ এর কমে কেউ টিউন করতে না পারে।
৭=এখন অনেক পোস্ট এ দেখছি যে টিউন করে কমেন্টস বন্ধ করে রাখে ইচ্ছা করে।যাতে কেউ খারাপ অথবা ভালো কমেন্টস করতে পারে।এই ব্যবস্থা বাতিল করা হোক।কমেন্টস BOX বাধ্যতামূলক করা হোক।
৮=টিউনার কমেন্টস(মন্তব্য) যাতে Delete করতে না পারে তার সে ব্যবস্থা নেয়া হোক।
এসব বেপারে সবাই সোচ্চার হলে টেঁকটিউনস আবার আগের মত টেঁক তথ্যবহুল হয়ে যাবে।
আমি টেঁকটিউনস এ নতুন।তাই এর সেরা লেখক দের খুব একটা দেখিনি।আমার কাছে সেরা লেখক হলো ছাত্র ও শিক্ষক,সাইফুল ইস্লাম,আকাশ,ঘুম চোর,ডিজে আরিফ,মিঠু,জাকির হোসেন,রকিবুল হায়দার সহ আরো অনেকে।
আশা করব আপনারা নিয়মত লিখুন এবং টেঁকটিউন্স কে আরো সমৃধ্য করুন।
আশা করি আমার কথা টি টেঁকটিউনস কতৃপক্ষ ভালো নজর এ দেখবে এবং যথাযথ ব্যবস্থা নিবে।
সবাই কে ধন্যবাদ।
টিউন শেষে একটি ফ্রি উপদেশ /বাণী দিচ্ছি।সেটা হলো......
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
ভালো বলেছেন