হ্যালো টিউডার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সবাই ভালোই আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি বাজেট মোবাইল ফোনের রিভিউ নিয়ে টিউন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রিভিউ টিউন। এখানে আমি নিজের মতো করে রিভিউ দিচ্ছি। আপনার পছন্দ অপছন্দ আপনার কাছে। আমি আশা করবো যে আপনার সবসময় নিজের পছন্দকে গুরুত্ব দিবেন। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক।
আমি প্রথমে Infinix SMART 5 এর ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই।
Display | |
---|---|
Size | 6.6 inches |
Resolution | HD+Waterdrop Sunlight 720 x 1600 pixels (~266ppi) |
Technology | IPS LCD Touchscreen |
তো বন্ধুরা যাই হোক দাম হিসেবে ডিসপ্লে অনেকটাই ভালো। ৬.৬ ইঞ্চি মাপের, বেশ বড় একটা ডিসপ্লে দিয়েছে। সেই সাথে থাকছে হাই কোয়ালিটি ৭২০*১৬০০ পিক্সেল যুক্ত ডিসপ্লে আরো থাকছে ২৬৬ পিপিআই।
এইবার ক্যামেরা নিয়ে কিছু কথা বলাই যায় কি বলেন আপনারা?
Infinix এর এই ফোনে ক্যামেরা নিয়ে ত্রুটি আছে বলে আমার মনে হয় না। চলুন নিচে গিয়ে দেখে নেওয়া যাক।
Back Camera | |
---|---|
Resolution | 13 MP TRIPLE REAR CAMERAS |
Features | Triple-LED flash |
Video Recording | 1080p@30fps |
Front Camera | |
Resolution | 8 Megapixel |
Features | Dual-LED flash |
Video Recording | 1080p@30fps |
পিছনে থাকছে ১৩ মেগাপিক্সেল এর ট্রিপল রেয়ার ক্যামেরা। ফুল এইচডি ১০৮০ ভিডিও রেকর্ডিং তো থাকবেই।
সামনের ক্যামেরায় ৮ মেগাপিক্সেল ব্যবহার করেছে এবং সেই সাথে থাকছে ১০৮০ ভিডিও রেকর্ডিং এবং সাথে আরো থাকছে সামনে দুই পাশে সুন্দর ভাবে বসানো দুইটি ফ্লাস লাইট। দামের কথা ভাবলে ভালো একটা ক্যামেরাই বটে।
Launch Date | 20 August 2020 |
Price | BDT. 9, 490 (Official |
Connectivity | |
---|---|
Network | 2G, 3G, 4G LTE |
Sim Slot | Duel Nano Sim Supported |
Wlan | Wi-Fi Direct, hotspot |
Blutooth | 4.2 A2DP |
GPS | ✅ with a-GPS |
Radio | Supported |
USB | microUSB 2.0 |
OTG | ❌ Not supported |
USB Type-C | ❌ Not Supported |
Body | |
Style | Minimal Notch |
Material | Glass front, plastic frame, plastic back |
Water Resistance | ✖ |
Dimensions | 165.4 x 76.4 x 8.8 mm (6.51 x 3.01 x 0.35 in) |
Weight | 183 g (6.46 oz) |
Battery | |
---|---|
Type and Capacity | Li-Po 5000 mAh, non-removable |
Charging | Charging 10W |
Performance | |
Operating System | Android 10 (Go edition) |
Chipset | Mediatek MT6761D Helio A20 (12 nm) |
RAM | 3 GB |
Processor | Quad-core 1.8 GHz Cortex-A53 |
GPU | PowerVR GE8320 |
Storage | |
ROM | 64 GB |
MicroSD Slot | ✅ Dedicated slot |
Sound | |
3.5mm Jack | ✅ |
Features | Loudspeaker |
Security | |
Fingerprint | ✅ |
Face Unlock | ✅ |
Others | |
Sensors | Fingerprint (rear-mounted), accelerometer, gyro, proximity |
Browser | HTML5 |
Colore | Ocean Wave, Quetzal Cyan, Midnight Black |
এই ফোনটির ভালো লাগা বিষয়ের মধ্যে রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। বুঝতে পারছেন আপনি এইটা কতখানি? এই বাজেটের ফোন Samsung a01 দিচ্ছে মাত্র ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এছাড়াও Infinix Smart 5 দিচ্ছে jyro and E-Compass sensore যা এই বাজেটের কোনও ফোনই দেয়নি।
খারাপ লাগা বিষয়ের মধ্যে রয়েছে ওটিজি দেয়নি। প্রযুক্তির এই যুগে ওটিজি ছাড়া কি চলে। এইটা হয়তো ভুল করে দেয়নি।
এই ফোনটি আমি ব্যবহার করে বুঝতে পেরেছি এইটা যথেষ্ঠ ভালো একটা ফোন। ব্যাটারি পারফরম্যান্স অনেক ভালো। ডিসপ্লে সাইজ অনেক বড় হওয়ায় মুভি দেখেও অনেক মজা। এছাড়াও স্টোরেজ অনেক বেশি হওয়ার বারতি SD Card এর প্রয়োজন অনেক দেরিতেই হবে মনে করি। চার্জও মোটামুটি ফাস্ট কোয়ালিটির বলা যায়। ক্যামেরাও অনেক ভালো। ভালো মানের ছবি পাওয়া যায়।
আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।
প্রিয় ট্রাসটেড টিউনার,
আপনার টিউনটি ‘ট্রাসটেড টিউন’ হিসেবে বিবেচিত হলো না এবং ‘টেকটিউনস ক্যাশ’ প্রসেস হলো না।
কারণ:
টেকটিউনস ‘ট্রাসটেড টিউন’ হিসেবে শুধুমাত্র স্পেসিফিকেশন ভিত্তিক ফোন রিভিউ ও গ্যাজেট রিভিউ টেকটিউনস ‘ট্রাসটেড টিউন’ হিসেবে বিবেচিত হয় না। টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনার ফোন রিভিউ ও গ্যাজেট রিভিউ ফরমেট অবশ্যই এই টিউনের মত হতে হয়।
করনীয়:
টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনার ফোন রিভিউ ও গ্যাজেট রিভিউ করতে রিভিউ ফরমেট অবশ্যই এই টিউনের মত করুন।
আপনার পরবর্তী টিউনে নির্দেশিত এই গাইডলাইন মেনে টিউন করুন।