বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভাল আছেন। 'জনপ্রিয় ওয়েবসাইট' এর ধারাবাহিক পর্বের চতুর্থ পর্ব এটি। আজকে আপনারা জানতে চলেছেন বিশ্বের জনপ্রিয় ৫ টি ই-কমার্স ওয়েবসাইট সম্পর্কে। তবে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সেসব ওয়েবসাইট সমূহকে।
১. Amazon (অ্যামাজন)
পৃথিবীর সবচাইতে জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট এটি। অ্যামাজন ১৯৯৪ সালে ৫ ই জুলাই জেফ বেজোস প্রতিষ্ঠা করেন। অ্যামাজন প্রথমে যুক্তরাষ্ট্রের অনলাইন ভিত্তিক বই বিক্রির দোকান হিসেবে কার্যক্রম শুরু করে। তবে খুব শিগগিরই ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় এটি বৈচিত্রপূর্ণ ডিভিডি, ভিএইচএস, সিডি, সফটওয়্যার, ভিডিও গেম, ইলেকট্রনিক্স, পোশাক, আসবাবপত্র, খাবার, খেলনা, এবং গহণা সামগ্রী বিক্রয় করতে থাকে। তবে বর্তমানে আমাজন প্রায় সকল পণ্য বিক্রি করে থাকে।
অ্যামাজন মার্কিন যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, ফ্রান্স, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, জাপান, ভারত ও মেক্সিকোতে অ্যামাজন এর পৃথক খুচরা ওয়েবসাইট রয়েছে। বর্তমানে আমাজন বিশ্বের এক নম্বর ই-কমার্স ওয়েবসাইট এবং এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস বিশ্বের প্রথম ধনী ব্যক্তি।
২. eBay (ইবে)
eBay আমেরিকান একটি ই-কমার্স কোম্পানি। এটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। ইবে এর মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ভোক্তা থেকে ভোক্তা এবং ব্যবসায়ী থেকে ভোক্তাকে বিক্রয় সেবা প্রদান করা হয়ে থাকে। ইবে এর প্রধান সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোসে অবস্থিত এবং এর প্রতিষ্ঠাতা পিয়ের ওমিদিয়ার। ইবে আজ প্রায় 30 টির বেশী দেশে তাদের মাল্টি বিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে আসছে। ইবে পৃথিবীর জনপ্রিয় তৃতীয় বৃহত্তম ই-কমার্স ওয়েবসাইট।
যদিও এর পরে জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট এর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অ্যামাজনের জার্মানভিত্তিক একটি ওয়েবসাইট। অ্যামাজনের ওয়েবসাইটটি ই জার্মানের কান্ট্রি ডোমেইন দ্বারা পরিচালিত হয়। তবে যেহেতু অ্যামাজন সম্পর্কে আগেই আলোচনা করেছি, সেজন্য তৃতীয় স্থানে জার্মানভিত্তিক পরিচালিত অ্যামাজন ওয়েবসাইট কে এ তালিকায় নিচ্ছি না।
৩. Rakuten (রাকুটেন)
রাকুটেন একটি জাপান ভিত্তিক বৈদ্যুতিক বাণিজ্য এবং অনলাইন খুচরা বিক্রয় এর প্রতিষ্ঠান। এছাড়া এ প্রতিষ্ঠানটি অন্যান্য ব্যবসা পরিচালনা করে। এটি ১৯৯৭ সালে 'হিরোশি মিকিতানি' প্রতিষ্ঠা করেন। এটি একটি জাপানের বৃহত্তম ই-কমার্স ওয়েবসাইট এবং বলতে গেলে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম ই-কমার্স ওয়েবসাইট।
'রাকুটেন' ওয়েবসাইটের পরে রয়েছে অ্যামাজন জাপান এবং অ্যামাজনের যুক্তরাজ্য ভিত্তিক ওয়েবসাইট। অ্যামাজনের এই ওয়েবসাইট দুইটি সেদেশের কান্ট্রি ডোমেইন দ্বারা পরিচালিত। যেহেতু, প্রথমেই আমরা ওয়েবসাইটিকে প্রথমে রেখেছি সেজন্য অ্যামাজন ওয়েবসাইটকে চতুর্থ এবং পঞ্চম স্থানে রাখছি না।
৪. Aliexpress (আলীএক্সপ্রেস)
আলীএক্সপ্রেস একটি চায়না ভিত্তিক খুচরা পণ্য বিক্রয়ের ই-কমার্স ওয়েবসাইট। এটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। আলীএক্সপ্রেস 'আলিবাবা' গ্রুপের একটি প্রতিষ্ঠান। আলিবাবা একটি পাইকারি এবং প্রযুক্তি বিক্রয়কারী প্রতিষ্ঠান যেটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। আলিবাবা ব্যবসায়ী-ক্রেতা, ক্রেতা-ক্রেতা, ব্যবসায়ী-ব্যবসায়ী পন্য ক্রয় এবং বিক্রয় এর মাধ্যমে সেবা প্রদান করে। আলিবাবা এখন বিশ্বের ২০০ দেশে সেবা প্রদানকারী বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান।
আলীএক্সপ্রেস চীন এবং সিঙ্গাপুরের ছোট ছোট ব্যবসা নিয়ে গঠিত একটি অনলাইন ব্যবসায়ীক প্রতিষ্ঠান যেটি আন্তর্জাতিকভাবে ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করে। আলীএক্সপ্রেস ব্রাজিলের ১০ম এবং রাশিয়ার সর্বাধিক জনপ্রিয় ওয়েবসাইট। আলীএক্সপ্রেস প্রথমে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী কেনাবেচা হিসাবে তাদের কার্যক্রম শুরু করেছিল। এবং পরবর্তীতে ব্যাবসায়িক থেকে ভোক্তা পর্যায়ে তাদের পরিষেবা প্রসারিত করেছে।
আলীএক্সপ্রেস বর্তমানে ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, পর্তুগিজ, ইতালিয়ান, পোলিশ, জার্মান, ডাচ, ইন্দোনেশীয় এবং রাশিয়ান ভাষায় তাদের ওয়েবসাইটে চালায়। এছাড়া বিশ্বজুড়ে এ ওয়েবসাইটের ইংরেজি সংস্করণের ওয়েবসাইট পরিচালিত হয়। আলীএক্সপ্রেস বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অনলাইন ই-কমার্স ওয়েবসাইট।
৫. Walmart (ওয়ালমার্ট)
ওয়ালমার্ট মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পাবলিক লিমিটেড কোম্পানি। এটি ১৯৬২ সালে 'স্যাম ওয়ালটন' এটি প্রতিষ্ঠা করেন। যা পরবর্তীতে ১৯৭২ সালে নিউ ইয়র্ক এর স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত হয়। এটি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এবং সর্ববৃহৎ কর্মসংস্থান প্রদানকারী একটি পাবলিক কোম্পানি। এছাড়া প্রতিষ্ঠানটি পৃথিবীর বিভিন্ন দেশে তাদের দোকান পরিচালনা করে। আর্জেন্টিনা ব্রাজিল কানাডা এবং পুয়ের্তো রিকোতে ও এদের দোকান আছে।
ওয়ালমার্ট মেক্সিকোতে 'অলমেক্স' নামে পরিচালিত হয়। ভারতে এটি 'বেস্ট প্রাইস' যুক্তরাজ্যে 'অ্যাসডা', জাপানে 'সেইয়ু' হিসেবে পরিচালিত হয়।
বন্ধুরা এই ছিল বিশ্বের জনপ্রিয় পাঁচটি ই-কমার্স ওয়েবসাইট। যদি টিউনটি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে জোসস করবেন। টিউমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউনে আরো নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)