বন্ধুরা সবাই আশা করি ভাল আছেন। ঘরে বসে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য আমরা সকলেই ঝুঁকে পড়ি কোন অনলাইন ই-কমার্স ওয়েবসাইটে।
তবে আপনি কি জানেন বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট কোনগুলো? না জানলে সমস্যা নেই। তাই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো এরকমই কয়েকটি বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট সম্পর্কে।
বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট এর নাম বলতে গেলে সবার প্রথমে যেটি চলে আসে সেটি হলো "দারাজ"। দারাজ বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং প্রথম সারির ই-কমার্স ওয়েবসাইট। দারাজ ২০১২ সালে জার্মান কোম্পানি রকেট ইন্টারনেটের মালিকানায় প্রতিষ্ঠিত হয়। যেটি বর্তমানে চীনা মালিকানাধীন কোম্পানির কার্যক্রমে দক্ষিণ এশিয়ায় পরিচালিত হচ্ছে। চীনা কোম্পানি "আলিবাবা গ্রুপ" ২০১৮ সালে দারাজ কে কিনে নেয়।
দারাজ ২০১৫ সালে পাকিস্তানে তাদের কার্যক্রম শুরু করে। এরপর বাংলাদেশ এবং মিয়ানমারের ২০১৫ সালে দারাজ তাদের কার্যক্রম শুরু করে। এরপরে ২০১৮ সালের ৯ মে চীনা প্রতিষ্ঠান "আলিবাবা গ্রুপ" দারাজ কে কিনে নেয়। দারাজকে কিনে নেওয়ার পর "আলিবাবা গ্রুপ" দারাজ বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, ফিলিপাইনসহ এশিয়ার বিভিন্ন দেশে তাদের ই-বাণিজ্য সেবা দিয়ে আসছে।
ইভ্যালি বাংলাদেশের আরো একটি জনপ্রিয় এবং আলোচিত একটি ই-কমার্স ওয়েবসাইট। এই প্রতিষ্ঠানটি আলোচনায় আসার কারণ হলো গ্রাহককে আকর্ষণীয় সব অফার দেওয়ার কারনে। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল পণ্যের টাকা নিয়ে সময়মত ডেলিভারি না দেওয়া। এছাড়া ছিল নানা লোভনীয় সব অফার। যেমনঃ ১০০ টাকার কোন পণ্য কিনলে ১৫০ টাকা ক্যাশব্যাক অর্থাৎ ১৫০% ক্যাশব্যাক। এসব ক্যাশব্যাক এর কথা বলে গ্রাহকের থেকে টাকা নিয়ে কিছু গ্রাহককে অফার এর সম্পূর্ণ টুকু দিয়ে বাকিদের না দেওয়া ইত্যাদি। যদিও তারা বর্তমানে সেসব সমস্যার সমাধান করছে।
এটি একটি বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান। চালডাল.কম একটি অনলাইন মোদি এবং খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। এটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। এ ওয়েবসাইট থেকে ব্যবহারকারীগণ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফল সবজি, মাংস, দুধ মুদি পূর্ণ এবং ব্যক্তিগত যত্ন ও গৃহস্থালি সামগ্রী ক্রয় করতে পারেন। বর্তমানে এটি ঢাকাসহ কিছু এলাকায় তাদের ডোর টু ডোর হোম ডেলিভারি সেবা দিয়ে আসছে। তবে বাংলাদেশের সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকে।
বিক্রয়.কম বাংলাদেশের একে জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট। তবে এটি অন্যান্য এ কমার্স ওয়েবসাইট থেকে সম্পূর্ণ আলাদা। বিক্রয়.কম ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। এ ওয়েবসাইটে পুরাতন এবং ব্যবহার্য জিনিসপত্র যে কেউ বিক্রি করতে পারে কোন প্রকার বিজ্ঞাপণের টাকা ছাড়াই। এ সাইটে বিজ্ঞাপণ দিতে হলে বিজ্ঞাপনদাতার যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিতে হয়। এতে করে কারো কাছে কোন পণ্য ভালো লাগলে সরাসরি বিক্রেতার সাথে যোগাযোগ করে ওই পণ্যটি কিনতে পারে।
বিক্রয়.কম ওয়েবসাইটে গাড়ি এবং যানবাহন, সম্পত্তি, গৃহ সরঞ্জাম, ইলেকট্রনিক্স, খেলাধুলা এবং শখের আইটেম এবং ব্যবসায়িক বিজ্ঞাপণ গুলোর জন্য আলাদা আলাদা বিভাগ রয়েছে। ওয়েবসাইটে আপলোড করা বিজ্ঞাপনগুলো ৬০ দিনের জন্য এ সাইটে থাকে। বিক্রয়.কম বাংলা এবং ইংরেজি দুই ভাষায় উপলব্ধ।
রকমারি ডট কম হচ্ছে বাংলাদেশের একটি অনলাইনভিত্তিক বই কেনার ওয়েবসাইট। রকমারি ২০১২ সালের ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তবে শুরুতে ওয়েবসাইটে বই পাওয়া গেলেও বর্তমানে এই সাইটে ভিডিও টিউটোরিয়াল, ক্রীড়াসামগ্রী, ক্যালকুলেটর, ঘড়ি, কম্পিউটারের নানাবিধ যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য কিনতে পাওয়া যায়। রকমারি ডটকম ওয়েবসাইট থেকে পণ্য কেনার পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও সাইট থেকে যেকোনো পণ্য অর্ডার করা যায়। রকমারি ডট কম বাংলাদেশের একটি জনপ্রিয় অনলাইন ই কমার্স ওয়েবসাইট।
বন্ধুরা এই ছিল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় কয়েকটি ই-কমার্স ওয়েবসাইট সম্পর্কে টিউন। আশা করছি টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী টিউনে আরো নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)