জনপ্রিয় ওয়েবসাইট [পর্ব-০১] :: পৃথিবীতে জনপ্রিয় প্রথম সারির ৫ টি ওয়েবসাইট

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা সবাই আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা কিন্তু প্রতিদিনই বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে থাকি। তবে আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েবসাইটগুলো কোনটি? না জানলে কোনো সমস্যা নেই। আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি, বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাঁচটি ওয়েবসাইট সম্পর্কে।

বিশ্বের বহুল ব্যবহৃত ওয়েবসাইটগুলোকে আপনারা হয়তো সকলেই চিনে থাকবেন। কেননা এসব ওয়েবসাইটই আপনারা প্রায় প্রতিদিনই ব্যবহার করেন। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এরকম প্রথম সারির পাঁচটি ওয়েবসাইট সম্পর্কে।

1. Google (গুগল)

Google

গুগল ইন্টারনেট ভিত্তিক সেবা ওপর নির্মিত একটি আমেরিকান বহুজাতিক কোম্পানি। ল্যারি পেজ সের্গেই ব্রিন 1998 সালের 4 সেপ্টেম্বর গুগল নির্মাণ করেন। গুগল মূলত একটি ইন্টারনেট পণ্য ও সেবা দানকারী প্রতিষ্ঠান। গুগলের কাজও প্রডাক্টিভিটি সেবা এর মধ্যে রয়েছে গুগল ডক, গুগল শিট ও স্লাইড, ইমেইলের জন্য রয়েছে Gmail সেবা, সময়সূচী এবং সময় ব্যবস্থাপকের জন্য Google calendar, ক্লাউড স্টোরেজের জন্য Google drive, ভাষা অনুবাদের জন্য Google translate, মানচিত্রের জন্য Google maps/earth, ভিডিও শেয়ারিং এর জন্য YouTube উল্লেখযোগ্য। তবে গুগলের আরো কিছু পরিসেবা রয়েছে।

গুগল সারা পৃথিবীতে বিভিন্ন ডেটা সেন্টারে প্রায় এক মিলিয়ন সার্ভার চালায়। গুগল প্রতিদিন প্রায় 500 কোটির ওপরে অনুসন্ধানের অনুরোধের প্রক্রিয়াকরণ করে থাকে। যা গুগলকে সবচাইতে বেশি ব্যবহার করা ওয়েবসাইটের তালিকায় প্রথম স্থান করে দেয়।

2. YouTube (ইউটিউব)

Youtube

এটি মূলত ভিডিও শেয়ারিং একটি ওয়েবসাইট। বিনোদন কিংবা শিক্ষামূলক প্রায় সব বিষয়ের ভিডিও পাওয়া যায় এ প্লাটফর্মে। 1905 সালের ফেব্রুয়ারীতে সর্বপ্রথম ইউটিউব তৈরি করেন চড হারলি, স্টিভ চেন, এবং বাংলাদেশের জাওয়েদ করিম। পরবর্তীতে 2006 সালের নভেম্বরে গুগল এ সাইটটি 1.65 বিলিয়ন ডলারে কিনে নেয়। বর্তমানের ইউটিউব একটি গুগলের অধীনস্থ কোম্পানি বা প্রতিষ্ঠান।

এ প্লাটফর্মে প্রায় সবরকম ভিডিও পাওয়া যায়। শিক্ষামূলক ভিডিও, সংগীত, ভিডিও ক্লিপ, টিভি শো, লাইভ স্ট্রিম থেকে শুরু করে আরো অনেক কিছু। ইউটিউব এর বেশিরভাগ কিছুই ব্যক্তিগতভাবে আপলোড করতে হয়।

ইউটিউব মূলত ভিডিও থেকে আয় করে থাকে গুগল এডসেন্সের মাধ্যমে। গুগল অ্যাডসেন্স গুগলেরই একটি পরিষেবা। ইউটিউব দর্শক অনুযায়ী তাদেরকে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপণ দেখে অর্থ উপার্জন করে। সে অর্থ থেকে গুগল কিছুটা নিজে রেখে দেয় এবং বাকিটা কনটেন্ট ক্রিয়েটরদের দিয়ে থাকে। ইউটিউব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় ওয়েবসাইট‌।

3. Facebook (ফেসবুক)

Facebook

ফেসবুক 2004 সালের 4 ই ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গ প্রতিষ্ঠা করেন। ফেসবুক বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট। ফেসবুকে বিনামূল্যেই সদস্য হওয়া যায়। ফেসবুকে ব্যক্তিগত মুহূর্তের তথ্য শেয়ার থেকে শুরু করে নানা অভিজ্ঞতার তথ্য শেয়ার করে থাকে ব্যবহারকারীরা। এছাড়া যোগাযোগের জন্য চ্যাটিং, কল এবং লাইভ ভিডিও ব্যবহারকারীকে আরো আকৃষ্ট করে এ প্লাটফর্মে।

অন্যান্য সাইটের মত ফেসবুক ও বিজ্ঞাপণ থেকে আয় করে থাকে। তবে ব্যক্তিগত প্রোফাইল থেকে শেয়ার করা ব্যবহারকারীকে ফেসবুক কোন অর্থ দিয়ে থাকে না। শুধুমাত্র ফেসবুক এর মনিটাইজেশন নিয়ম মেনে পেজ থেকে শেয়ার কৃত ভিডিও এবং কনটেন্ট এর মনিটাইজেশন এর মাধ্যমে একজন কনটেন্ট ক্রিয়েটর তার অর্থ পেয়ে থাকে। ফেসবুকে পৃথিবীর জনপ্রিয় তৃতীয় বৃহত্তম ওয়েবসাইট।

4. Baidu (বাইডু)

Baidu

বাইডু চিনা প্রযুক্তিভিত্তিক সার্চ ইঞ্জিন একটি কোম্পানি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, চীনারা সবসময় তাদের নিজের দেশের পণ্য এর বেশি ব্যবহার করে থাকে। সে দিক থেকে বাইডু বেশি ব্যবহার করার ক্ষেত্রে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম ওয়েবসাইট। বাইডু 2000 সালের 18 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। বাইডু প্রধানত ওয়েবসাইট, অডিও ফাইল, চিত্র খোঁজার জন্য ব্যবহৃত হয়।

5. Wikipedia (উইকিপিডিয়া)

Wikipedia

এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। যেকোনো বিষয় সম্পর্কে কোন তথ্য অনুসন্ধান এবং খোঁজার জন্য সবচাইতে বহুল ব্যবহৃত ওয়েবসাইটে এটি। উইকিপিডিয়া একটি সম্মিলিতভাবে সম্পাদিত, বহুভাষিক, মুক্ত কন্টেন্ট, মুক্ত প্রবেশাধিকার যুক্ত একটি ইন্টারনেট বিশ্বকোষ। উইকিপিডিয়ায় যে কেউই নিবন্ধনের মাধ্যমে যে কোনো নিবন্ধের সম্পাদনা করতে পারে শুধুমাত্র কিছু নিবন্ধন ব্যতীত। ফলে উইকিপিডিয়া ইন্টারনেটের সর্ববৃহৎ এবং সর্বাধিক জনপ্রিয় তথ্যসূত্রের ঘাটতি পূরণ করে থাকে। উইকিপিডিয়া বিশ্বের পঞ্চম জনপ্রিয় এবং বৃহত্তম ওয়েবসাইট।

বন্ধুরা এই ছিল বিশ্বের জনপ্রিয় 5 টি ওয়েবসাইট সম্পর্কে প্রথম টিউন। বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট সম্পর্কে দ্বিতীয় পার্ট দেখতে চোখ রাখুন টেকটিউনসে। তবে দেখা হচ্ছে পরবর্তী টিউনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস