Raspberry Pi এর দুর্দান্ত ভার্সন Raspberry Pi 400! কিবোর্ডের মধ্যেই পুরো কম্পিউটার!

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকের এই টিউনটি  আলোচনা করব নতুন এবং ভিন্ন এক Raspberry Pi নিয়ে।

শুরুর কথাঃ

বিগেইনার প্রোগ্রামারদের প্রথম পছন্দ Raspberry Pi মিনি পোর্টেবল কম্পিউটারের চলে এসেছে দুর্দান্ত ভার্সন। নতুন Raspberry Pi 400 ভার্সনে Compact keyboard এ আপনি পেয়ে যাচ্ছেন আপনার ফুল প্রোগ্রামিং কম্পিউটার। থাকছে Quad-core 64-bit Processor, 4GB RAM, Wireless Networking, Dual-Display Output, 4K Video Playback, এবং একটি 40-pin GPIO Header।

Raspberry Pi কি

Raspberry Pi কি একটি মিনি সিঙ্গেল বোর্ড কম্পিউটার যাকে একত্রিত করে পোর্টেবল কম্পিউটার বানিয়ে ফেলা যায়। এই Raspberry Pi পিসি গুলো সাধারণত যারা প্রোগ্রামিং করতে ভালবাসে তারা ব্যবহার করে। আকারে খুব ছোট হওয়াতে যেখানে সেখানে বহন করা যায় একই সাথে এই পিসি গুলো ক্ষেত্র বিশেষে বেশ পাওয়ারফুলও হয়। প্রথমদিকে স্কুল প্রজেক্টের জন্য ২০১২ সালে তৈরি করা হলেও পরবর্তীতে বেশ জনপ্রিয়তা পেয়ে যায় এই পোর্টেবল ডিভাইসটি। নির্দিষ্ট মার্কেট ছাড়িয়ে এর রোবটিক্সও এর ব্যবহার লক্ষ্য করা যায়।
শুরু থেকে সকল Raspberry Pi এর অপারেটিং সিস্টেম গুলো ছিল,

  • FreeBSD
  • Linux
  • NetBSD
  • OpenBSD
  • Plan 9
  • RISC OS
  • Windows 10 ARM64
  • Windows 10 IoT Core

Raspberry Pi 400

Raspberry Pi এর সর্বশেষ ভার্সন Raspberry Pi 400। নতুন এই ডিভাইসটি একদম নতুন আইডিয়ায় তৈরি করা হয়েছে। ARM ভিত্তিক পুরো Raspberry Pi 400 এর বোর্ডটি ডিজাইন করা হয়েছে একটি কিবোর্ডে। কিবোর্ডেই দেয়া হয়েছে এই পোর্টেবল কম্পিউটারের সকল পোর্ট। Raspberry Pi 4 এর উপর ভিত্তি করে ডিজাইন করা হলেও অতিরিক্ত থার্মাল পারফরম্যান্স দারুণ উন্নত করা হয়েছে Raspberry Pi 400 ডিভাইসটি। GPIO এর মাধ্যমে ডিভাইসটি কানেক্ট করতে পারবেন মনিটর বা টিভির সাথে।

Raspberry Pi 400 ফিচার

আপনার দারুণ এই পারসোনাল কম্পিউটার কিটের সাথে পেয়ে যাবেন, মাউস, পাওয়ার সাপ্লাই, Micro HDMI To HDMI ক্যাবল, সাথে আরও থাকবে Raspberry Pi OS প্রি-লোড করা একটি SD card। মাত্র কয়েকটা ক্যাবল এবং একটি মনিটর দিয়ে আপনি রেডি হয়ে ফেলতে পারবেন আপনার প্রোগ্রামিং কম্পিউটার, 4K ভিডিও অভিজ্ঞতার সাথে পাবেন দারুণ ওয়েব ব্রাউজিং এক্সপেরিয়েন্স।

যেহেতু, Raspberry Pi 400 আগের Raspberry Pi 4, এর উপর ভিত্তি করে বানানো সুতরাং আপনি পাচ্ছেন, Broadcom BCM2711 quad-core Cortex-A72 (Arm v8) 64-bit SoC যা 1.8GHz এ চালিত হয়। তবে দুটি ডিভাইসের পার্থক্য হচ্ছে Raspberry Pi 400 এ অডিওর জন্য HDMI সাপোর্ট দেয়া হয়েছে, আছে কিছু USB 2.0 পোর্ট, 40-pin GPIO Header এবং আরও দেয়া হয়েছে বিল্ড ইন Heatsink।

 

 

 

 

 

 

 

 

Raspberry Pi 400 মিনি কম্পিউটারে, UK এবং US English কিবোর্ড লেআউটের সাথে পাবেন, Spanish, French, German, এবং Italian লেআউট।

Raspberry Pi 400 ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ ডলার তবে যদি আপনি বাকি কিট গুলোও চান যেমন মাউস, পাওয়ার সাপ্লাই ইত্যাদি তাহলে সব মিলিয়ে খরচ পড়বে ১০০ ডলার।

আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, এই ডিভাইস দিয়ে হার্ডওয়্যার হ্যাক করা যাবে না, ইউজার ম্যানুয়াল অনুযায়ী আপনি ডিভাইসটির ইউনিট একবার খুলে ফেললে আর ওয়ারেন্টি সার্ভিস পাবেন না।

Raspberry Pi 400 ফুল স্পেসিফিকেশন

চলুন  Raspberry Pi 400 এর ফুল স্পেসিফিকেশন জেনে নেয়া যাক,

  • Broadcom BCM2711 quad-core Cortex-A72 – Arm v8 – 64-bit SoC at 1.8GHz
  • 4GB LPDDR4-3200
  • Dual-band – 2.4GHz and 5.0GHz – IEEE 802.11b/g/n/ac wireless LAN
  • Bluetooth 5.0, BLE
  • Gigabit Ethernet
  • Two × USB 3.0 and 1 × USB 2.0 ports
  • Horizontal 40-pin GPIO header
  • Two × micro HDMI ports – supporting up to 4Kp60
  • H.265 – 4Kp60 decode; H.264 – 1, 080p60 decode, 1, 080p30 encode; OpenGL ES 3.0 graphics
  • MicroSD card slot for operating system and data storage
  • 78- or 79-key compact keyboard, depending on regional variant
  • 5V DC via USB connector
  • Operating temperature: 0°C to +50°C ambient
  • Maximum dimensions 286mm × 122mm × 23mm

কাদের জন্য উপযুক্ত এই Raspberry Pi 400

সকল বয়সী শিক্ষার্থীদের জন্য Raspberry Pi 400 উপযুক্ত একটি এডুকেশনাল টুল। দামে কম এবং পোর্টেবল হওয়াতে হোম ইউজের জন্যও এটি উপযুক্ত। তাছাড়া যারা প্রোগ্রামিং, কম্পিউটিং, এবং কম্পিউটার নেটওয়ার্ক শেখাতে চায় তাদের জন্যও এটি বেশ কাজের একটি ডিভাইস হতে পারে।

শুধু শিক্ষার জন্যই নয় এই ডিভাইসটি ব্যবহার করা যাবে বিজনেস ইউজেও। বিভিন্ন বিজনেসের কল সার্ভিস বা কাস্টমার সার্ভিসেও এটি ব্যবহার করা যাবে। Raspberry Pi 400 ডিভাইসটিতে দুটি HDMI পোর্ট দেয়ার কারণে দুটি মনিটর দিয়ে বিভিন্ন বিজনেস রিলেটেড কাজও করা যাবে।

শেষ কথাঃ

যারা প্রোগ্রামিং শিখছেন বা শেখাতে চাচ্ছেন তাদের জন্য দারুণ উপযুক্ত হতে পারে এই Raspberry Pi 400 ডিভাইসটি। সব কিছু পছন্দ হলে আজকেই নিয়ে নিতে পারেন দারুণ এই ডিভাইসটি।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ জিনিস।