আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকের এই টিউনটি আলোচনা করব সেরা ট্যাবলেট গুলো নিয়ে।
বাজারে প্রথম যখন ট্যাবলেট আসে তখন এটি নিয়ে মানুষ যেমন আগ্রহ প্রকাশ করেছিল এখন আর তেমন দেখা যায় না। ট্যাবলেট নিয়ে আগ্রহ কমে যাবার অনেক কারণ রয়েছে। যা বর্ণনা করতে গেলে আলাদা একটা টিউন লেখতে হবে, যাই হোক ওইদিকে না যাই।
জনপ্রিয়তার শীর্ষে না থাকলে বিভিন্ন কাজে এখনো মানুষ ট্যাবলেট ব্যবহার করতে চায়, তাছাড়া বিভিন্ন ট্যাবলেট কোম্পানি গুলোও বাজারে নিয়ে আশার চেষ্টা করছে সাশ্রয়ী মূল্যে সেরা ডিভাইস।
তাছাড়া এই বিশ্ব পরিস্থিতিতে ট্যাবলেটের চাহিদাও কিছু অনলাইন এডুকেশনের জন্য বেড়েছে, ল্যাপটপ না কিনে ট্যাবলেট দিয়েই পড়াশুনা সম্ভব হচ্ছে।
প্রতি বছর Apple, Microsoft, এবং Samsung এর মত কোম্পানিরা মিলিয়ন ট্যাবলেট শিপ করে বাজারে। আজকের এই টিউনে ২০২০ সালের সেরা ট্যাবলেট গুলোই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবার চেষ্টা করব।
জেনে নিন: 'এই মুহূর্তে বাজারের' সেরা চেইন টিউনের লিস্টের প্রতিটি প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল মার্কেটের উপর বেসিস করে করা। যেহেতু টেকটিউনস একটি গ্লোবাল Tech Social Network. বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ২৩০টি দেশে ও টেরেটরিতে টেকটিউনস কমিউনিটি বিদ্যমান। তাই আপনার পছন্দের প্রোডাক্টির Availability চেক করতে আপনার নিজ দেশের লোকাল কম্পিউটার শপ ও লোকাল কম্পিউটার শপের ওয়েবসাইট চেক করুন।
Apple iPad 10.2"- Late 2019 ট্যাবলেটতে আছে সেরা পারফরমেন্স এবং ভ্যালুর অনুপাত। রেটিনা ডিসপ্লে দেখতে চমৎকার। একই সাথে Apple Keyboard এবং Apple Pencil সাপোর্ট করবে। A10 Fusion প্রসেসর এখনো সেরা পারফরমেন্স দিতে পারে। ডিভাইসটির ব্যাজেল চিকন তবে প্রিমিয়াম ফিচারের ঘাটতি রয়েছে।
২০১৮ সালে ৩২৯ ডলারে (প্রায় ২৮০০২ টাকা) দারুণ একটি iPad বাজারে নিয়ে আসে Apple, কিন্তু পরবর্তীতে এটি বন্ধ করে ২০১৯ সালে একই দামে নতুন এন্ট্রি লেভেল এক ভার্সন (10.2-inch, ) লঞ্চ করে।
পরিবর্তন হিসেবে Apple iPad 10.2" এর রেটিনা ডিসপ্লেটি কিছুটা বড় হয় তবে স্থূলতা আগের মতই ছিল ৷ তাছাড়া এর রেজুলেশন বাড়িয়ে 264 ppi করা হয়। যদিও স্ক্রিনটি স্তরিত নয় এবং এন্টি-রিফ্লেকটিভ ফিচারের অভাব রয়েছে।
অভ্যন্তরীণ বিষয় গুলো দেখলে, Apple iPad 10.2" ট্যাবলেটটিতে দেয়া হয়েছে A10 Fusion SoC প্রসেসর। ব্যাটারি আর ক্যামেরায় কোন পরিবর্তন করা হয় নি। এতে আছে, 1.2MP Front, 8MP Rear, ক্যামেরা এবং Full HD 30fps ভিডিও। ট্যাবলেটিতে আপনি পাবেন Touch ID একই সাথে Apple Keyboard এবং Apple Pencil ব্যবহার করতে পারবেন।
আপনি যদি সাশ্রয়ী মূল্যে বাচ্চাদের উপযোগী ভাল কোন ডিভাইস চান তাহলে এই Apple iPad 10.2" ট্যাবলেটটি উপযোগী হতে পারে।
120Hz Refresh Rate ডিসপ্লে, Face ID, Solid ক্যামেরা এবং LiDAR Scanner এর সাথে দারুণ একটি ট্যাবলেট হচ্ছে Apple iPad Pro 11"। এর ব্যাটারি লাইফ দুর্দান্ত। ল্যাপটপের সরাসরি রিপ্লেসমেন্ট হবে না। অ্যাপলের Pencil এবং Magic Magnetic Keyboard আলদা ভাবে কিনতে হবে।
একটা বিষয় হয়তো আমাদের সবারই জানা যে ট্যাবলেট ওয়ার্ল্ডে iPad কে বিট করা কারো পক্ষেই সম্ভব না। তাছাড়া Apple iPad Pro 11" ট্যাবলেটে এসেছে দারুণ আপডেট এবং অভ্যন্তরীণ বিষয় গুলোতেও করা হয়েছে পরিবর্তন। এই ক্যাটাগরিতে আপনার জন্য সেরা ট্যাবলেট এটিই। যদিও Apple iPad Pro 11" এর দাম যেকোনো বাজেট ল্যাপটপকে ছাড়িয়ে যেতে পারে।
Apple iPad Pro 11" ট্যাবলেটটিতে দেয়া হয়েছে 8-core, A12Z Bionic চিপ। যাতে কোন ধরনের ল্যাগ ছাড়াই প্রসেসর ইন্টেন্সিভ গেম এবং অ্যাপ ইউজ করতে পারবেন। Apple এর দাবী এই ট্যাবলেটর পারফরম্যান্স অধিকাংশ উইন্ডোজ অপারেটিং ল্যাপটপ গুলো থেকে ভাল হবে। তাদের ব্যাটারি ব্যাকআপের বিষয় বলতে গেকে এটি সবার থেকে এগিয়ে থাকবে।
নতুন আপডেটের উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে আছে Apple iPad Pro 11" তে সাপোর্ট করবে Magnetic Magic Keyboard যার ফোল্ডেবল ডিজাইন দেবে ১৩০ ডিগ্রি ভিউ এঙ্গেল। তাছাড়া এর নতুন আপডেট ল্যাপটপের রিপ্লেসমেন্ট হবার কাছাকাছি চলে যাওয়ার মত।
Apple iPad Pro 11" তে মেমোরি হিসেবে আছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৬ জিবি র্যাম একই সাথে থাকছে Wifi 6 সাপোর্ট। এতে দেয়া হয়েছে Square ক্যামেরা সেটআপ থাকছে, 12MP wide lens, 10MP ultrawide এবং সেরা AR অভিজ্ঞতার জন্য LiDAR সেন্সর।
Apple iPad Pro এর 12.9-inch ভার্সনটির দাম ২০০ ডলার (প্রায় ১৭০২৩ টাকা) বেশি, তবে অধিকাংশ মানুষ 11" ভার্সনটিই বেশি পছন্দ করে।
এতে দেয়া হয়েছে ProMotion ডিসপ্লে যাতে থাকবে 120Hz Refresh Rate। যাতে পেজ স্ক্রুলে দারুণ এক অভিজ্ঞতা পাবেন। বাড়তি ফিচার হিসেবে পাবেন, Face ID এবং USB-C কানেক্টর। চাইলে থেকে আপনার আই-ফোনকেও চার্জ দিতে পারবেন। এই ট্যাবলেটের জন্য আলাদা ভাবে কিনতে হবে অ্যাপলের Pencil এবং Magic Magnetic Keyboard। আগের জেনারেশন থেকে এর দাম কিছুটা কমেছে এবং Apple iPad Pro 11" এর বর্তমান বাজার মূল্য ৭৯৯ ডলার (প্রায় ৬৮০০৬ টাকা)।
একটি কথা না বললেই নয়, আপনি একটি অতিরিক্ত কিবোর্ড এর সাথে ব্যবহার করলেও এটি ল্যাপটপের বিকল্প হয়ে যাবে না, কারণ এতে উইন্ডোজের সফটওয়্যার গুলো সাপোর্ট করবে না।
সেরা প্রোডাক্টিভিটি ট্যাবলেট হিসেবে সেরা ট্যাবলেট Microsoft Surface Pro 7। এতে আছে 10th-gen Intel Ice Lake CPU। দারুণ ডিসপ্লে এবং ব্যাটারি লাইফ। তবে কাভার এবং কিবোর্ডের জন্য অতিরিক্ত ব্যয় করতে হবে।
Microsoft Surface Pro 7 ট্যাবলেটটিতে আছে ল্যাটেস্ট Microsoft 2-in-1 আপডেট। কানেক্টিভিটি হিসেবে দেয়া হয়েছে USB Type-C কিন্তু এতে Thunderbolt 3 সাপোর্ট নেই, আছে। আগের Kaby Lake-R প্রসেসর আপডেট করে এখন দেয়া হয়েছে 10nm Ice Lake-U সিরিজ প্রসেসর। ইন্টারনাল স্টোরেজ আগের থেকে কিছুটার ফাস্ট হয়েছে ব্যাটারি লাইফও ইম্প্রুভ করা হয়েছে। সবচেয়ে চমক হচ্ছে এতে আছে ইন্টিগ্রেটেড Iris Plus Graphics।
Microsoft Surface Pro 7 এর শেষ ভার্সনে এর অধিকাংশ বিষয় গুলো অপরিবর্তিত রয়েছে। আগের মতই এর কেস এবং Kickstand এর সাথে ট্যাবলেটটি বিভিন্ন এঙ্গেলে সেট করতে পারবেন।
ট্যাবলেটটির অভিজাত 12.3-inch IPS ডিসপ্লে আপনাকে দেবে 3:2 Aspect Ratio (2736 x 1824) অভিজ্ঞতা। যা দিয়ে করতে পারবেন দারুণ প্রোডাক্টিভিটি কাজ। আপনি ডিভাইসটিতে Windows Hello এবং অন্য ক্যামেরা সুবিধার জন্য পাবেন 5MP ফ্রন্ট ক্যামেরা এবং 8MP প্রাইমারি ক্যামেরা। যদিও সর্বোচ্চ কনফিগারেশনের ডিভাইসটির দাম পড়বে ২০০০ ডলার (প্রায় ১৭০২৩০ টাকা) তবে এর Core-i5 ট্যাবলেটটি আপনি কিনে নিতে পারবেন ৮০০ ডলারে (প্রায় ৬৮০৯২ টাকা)।
এই ট্যাবলেটটির একটি নেগেটিভ দিক বলে আমি মনে করি, আলাদা ডলার খরচ করে এর কিবোর্ড কেনা। কারণ ৮০০ ডলারের (প্রায় ৬৮০৯২ টাকা) একটি ট্যাবলেটে এই বিষয়টি ভাল দেখায় না। এই অসুবিধাটি দূরে রাখলে, প্রোডাক্টিভ কাজের জন্য এক কথায় অসাধারণ হবে এই ট্যাবলেটটি।
Samsung Galaxy Tab S6 10.5" ট্যাবলেটে দুর্দান্ত পারফরম্যান্স এবং অভিজাত ডিসপ্লের সাথে পাবেন S-Pen। ডিভাইসটির ব্যাটারি, ক্যামেরা, স্পিকার এক কথায় অসাধারণ। তবে দামের দিক বিবেচনায় অ্যান্ড্রয়েড ট্যাবলেট হিসেবে এর দাম বেশি ধরা হয়েছে।
বাজারে হাজার হাজার অ্যান্ড্রয়েড ট্যাবলেট রয়েছে, সব গুলো আপনার জন্য উপযুক্ত হবে না, যদি অনেক দাম দিয়েও কিনেন তারপরেও বলতে পারবেন না এটা আপনার জন্য সেরা। তবে এই মুহূর্তে, পারফরম্যান্স ও দামের দিক বিবেচনা করে অ্যান্ড্রয়েড ট্যাবলেট হিসেবে এগিয়ে থাকবে Samsung এর Samsung Galaxy Tab S6 10.5"। এটা তাদের জন্য উপযুক্ত যারা গুগল বা অ্যান্ড্রয়েড ইকো-সিস্টেমই থাকতে চান। এই ট্যাবলেটটিতেও পাবনে এর অভিজাত ডিসপ্লে। ডিভাইসটিতে আপনি পাবেন 10.5-inch super-AMOLED ডিসপ্লে যা 2560 x 1600 (288 ppi)রেজুলেশনের, সুতরাং বুঝতেই পারছেন এটি আউটডোর ইউজেও আপনাকে সন্তুষ্ট রাখতে পারবে।
Samsung Galaxy Tab S6 10.5" ট্যাবলেটে দেয়া হয়েছে Snapdragon 855 SoC প্রসেসর, থাকবে, 6GBRAM/128GB এবং 8GB/256GB দুটি স্টোরেজ ভার্সন, অথবা তাছাড়া microSD ব্যবহার করে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানোরও সুযোগ রয়েছে। গেমিং এর জন্য ও এটি দারুণ উপযুক্ত এতে দেয়া হয়েছে Adreno 640 Graphics এবং চারটি Dolby-Atmos Speakers।
Samsung Galaxy Tab S6 10.5"এর সাথে পাবেন S-Pen। এর রয়েছে 13MP, এবং 5MP Rear ক্যামেরা সাথে একটি 8MP Front Facing ক্যামেরা। ব্যাটারি হিসেবে দেয়া হয়েছে 7, 040mAh ব্যাটারি। Samsung এর দাবী এই ডিভাইস একবার চার্জে ভিডিও দেখার ক্ষেত্রে ১৫ ঘণ্টা ব্যাকআপ দেবে।
ট্যাবলেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫০ ডলার (প্রায় ৪৬৮১৩ টাকা) কাছাকাছি।
Samsung Galaxy Tab S6 10.5" এর দাম আপনার কাছে খুব বেশি মনে হলে, কিছুটা কম পারফরম্যান্স এর সাথে আরও কয়েকশো ডলার কম দিয়ে Samsung Galaxy Tab S5e ট্যাবলেটটিও নিতে পারেন।
তাছাড়া সম্প্রতি Samsung, Tab S6 Lite নামে আরেকটি ডিভাইসের ঘোষণা দিয়েছে। যাতে পাবেন পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ এর দারুণ কম্বিনেশন।
Samsung Galaxy Tab S6 10.5" থেকে সস্তা কিন্তু একই কনফিগারেশনের একটি ট্যাবলেট হচ্ছে Huawei MediaPad M5 10.8 Pro। যার বর্তমান বাজার মূল্য ৪৫০ ডলার (প্রায় ৩৮৩০১ টাকা)। Samsung Galaxy Tab S6 10.5" এর মত এখানে পাবেন 2560 x 1600 (280 ppi) রেজুলেশনের কিছুটা বড় ডিসপ্লে। এতে প্রসেসর হিসাবে দেয়া হয়েছে Huawei এর Kirin 960 SoC যদিও এটি Samsung এর সাথে মিলে না।
এই ট্যাবলেটে আপনি পাবেন চারটি Harman Kardon স্পীকার, 13MP এবং 8MP ক্যামেরা, দারুণ ব্যাটারি লাইফ এবং ফাস্ট চার্জিং। এতে আরও আছে LTE cat 6 সাপোর্ট। Samsung এর সাথে এর প্রসেসর না মিললেও প্রায় ১০০ ডলার (প্রায় ৮৫১১ টাকা) বেঁচে যাবে এই ডিভাইসে যা আপনার জন্য সুবিধাজনক হতেই পারে।
iPad এর অর্ধেক দামের মধ্যে ভাল কোন ট্যাবলেট নিতে চাইলে আপনার জন্য সেরা হতে পারে Amazon Fire HD 10 ট্যাবলেটটি। যার অ্যান্ড্রয়েড ভিত্তিক Fire OS এ চলবে। Fire HD ট্যাবলেট গুলো আগের জেনারেশন থেকে খুব বেশি পরিবর্তন করা হয় নি।
Amazon Fire HD 10 ডিভাইসটিতে পাবেন ব্রাইট ডিসপ্লে এবং লাউড স্পিকার। আপনার বাচ্চাদের জন্য যদি সাশ্রয়ী মূল্যে সাধারণ ব্যবহারের জন্য কোন ট্যাবলেট খুঁজে থাকেন তাহলে দারুণ হতে পারে।
আপনি ডিভাইসটিতে পাবেন Hands-Free Alexa সাপোর্ট। তবে এটি Amazon এর App Store পর্যন্ত কাজ করবে এতে গুগলের কোন সার্ভিস পাবেন না।
অভ্যন্তরীণ বিষয় গুলোতে পাবেন একটি USB-C পোর্ট, একটি 2GHz Quad-core CPU, এবং 2GB RAM। এর ডিসপ্লের কথা বলতে গেলে পাচ্ছেন, 10.1-inch (1920 x 1200, 224 ppi) ডিসপ্লে। এতে আরও থাকবে 32GB অথবা 64GB অনবোর্ড স্টোরেজ তাছাড়া microSD দিয়ে এটি আপনি বাড়িয়ে নিতে পারবেন 256GB পর্যন্ত।
আলোচনা করে ফেললাম এই মুহূর্তে বাজারের সেরা ট্যাবলেট গুলো নিয়ে এবার সিদ্ধান্ত নেয়ার পালা আপনার
তো কেমন হল আজকের টিউন তা অবশ্যই জানান, টিউমেন্ট করুন আপনি এখান থেকে কোন ট্যাবলেট বাছাই করলেন।
আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউনে সে পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হাফেজ!
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।