Revouninstaller দিয়ে সফটওয়ার uninstall করা যায় সম্পূর্নভাবে।

হয়তোবা অনেকেই Revouninstaller ব্যবহার করছেন।

এই লেখাটা অনেকদিন আগে লিখে রেখেছিলাম। কিন্তু অনেকের পোস্টের মন্তব্য দেখে পোস্ট করতে সাহস হচ্ছিল না। পরে ভাবলাম অনেকের কাজে আসতে পারে।

revo_box.jpgComputer jagat ম্যাগাজিনে আমি Revouninstallerসম্পর্কে জানতে পারি,

খুব সুন্দরভাবে বিস্তারিত লেখাছিল। আমার কাছে এটা খুবই ভাল লাগে।অনেকদিন হলো ব্যবহার করছি। এরকম, এর থেকে ভাল সফটওয়্যার হয়তোবা অনেক আছে। আমি আমার সামান্য অভিজ্ঞতা শেয়ার করছি।

Revouninstaller দিয়ে যে শুধু software uninstall করা যায় তা নয় এর আরো অনেক ফিচার আছে। যেমনঃ-

Junk file cleaner

Autorun manager

Evidence Remover

ইত্যাদি।

sshot-1.png

Uninatall:-আমরা যারা Computer ব্যবহার করি তারা সবাই নিশ্চয়ই চাই যে Computer টা যেন Slow না হয়, অপ্রয়োজনিয় Folder, File এ ভরে না যায়। আমরা যখন কোন Software windows এর add and remove দ্বারা uninstall করি তখন uninstall হ্য় ঠিকই কিন্তু সম্পূর্নভাবে নয়। থেকে যায় তার রেজিস্ট্রি ফাইল এবং Program file এ Folder. Add and remove দ্বারা কিছু antivirus uninstall করে অন্য antivirus install করতে সমস্যা হয়। কিন্তু Revouninstall software টি ব্যবহার করে আমরা সহজেই software uninstall করতে পারি সম্পুর্নভাবে।

Revouninstaller open করলে সকল ইনস্টলকৃত Program গুলো দেখাবে। এখান থেকে select করে uninstall করতে হবে। পর্যয়ক্রমিক কিছু ধাপে কাজ শেষ হবে। তবে অবশ্যই খুজে পাওয়া রেজিস্ট্রি ও লেফটওভার ফাইল select করে delete করতে হবে।

sshot-11.png

Junk file cleaner :- Junk file clean করার জন্য Tools এ ক্লিক করতে হবে। Tools থেকে Junk file cleaner এ ক্লিক করে উপর থেকে scan বাটন ক্লিক করে file ডিলেট করতে হবে।

sshot-2.png

Evidence remover :- Hard disk থেকে মুছে ফেলা ডকুমেন্টকে একেবারে ডিলেট করতে সক্ষম এই tool টি। এতে করে ডকুমেন্ট রিকোভারি করে ফিরিয়ে আনা সম্ভব হবে না।

এর জন্য  নিচে Tracks Cleaner এ ক্লিক করতে হবে। এখান থেকে Evidence remover select করে  Driver select করতে হবে এবং ক্লিক Exicute.

Download Link:

http://www.revouninstaller.com/revo_uninstaller_free_download.html

Level New

আমি চেস্টায় সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 866 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ্যাঁ Revouninstaller আমিও ইউজ্‌ করি বেশ ভালো কাজ করে… ধন্যবাদ আপনার টিউন এর জন্য।

Level New

ধন্যবাদ

সাঈদ ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন। আমার 01717565568

ধন্যবাদ সাইদ ভাই। অনেক কাজের টিউনস।

Level 0

I have downloaded it. Now I want to see its work. Thanks for your Tips.
([email protected])

Level New

আরে ভাই! এত সুন্দার একটি পোস্ট করতে সাহস হচ্ছিল না? আরো এমন কিছু সুন্দর পোস্ট আপনার কাছ থেকে আমি আশা করছি।

সাইদ ভাই, ভালো দিছেন তবে আমার পছন্দ yoursoft কম্পানীর “your uninstaller 2008” এটা আনইনস্টল করার পরে নিজেই সেই প্রোগ্রামের অপ্রয়োজনীয় ফাইল ও রেজিস্ট্রী মুছে ফলে, আর Junk remover ত আছেই। আমি 2006 হতে ব্যবহার করি।

ধন্যবাদ এই পোষ্টের জন্য। কারন আমি অনেক ইউজার দেখেছি যারা কো প্রোগ্রাম ফেলতে হলে জাস্ট সি থেকে মুছে দেয়।

Level 0

REVO কাজের জিনিশ।ধন্যবাদ।
http://shahadat-help-world.blogspot.com/

সাঈদ ভাই আপনার টিউনটি বেশ ভাল হয়েছে কিন্তু আমিনুলের টিউনটিও দেখুন বেশ দারুন।

শফিউল ভাই আসলেই আমিনুল ভাইয়ের টিউনসটা অনেক ভাল এবং বিস্তারিত লিখেছেন।
আমি মনে করেছিলাম এটা নিয়ে টিউনস হয় নি এবং টেকটিউনসে Revouninstaller লিখে সার্চ করে নিশ্চিত হয়ে নিয়েছিলাম। এখন বুঝেছি —আমিনুল ভাই তার লেখার কোথায়ও Revouninstaller শব্দটা ব্যবহার না করায় সার্চ লেখাটি পায়নি।

গত সাত মাস আগ থেকে আমি রিভোআনইন্সটল ব্যবহার করে আসছি। আমি সব চেয়ে সুবিধা পাই যখন আমার পিসি স্লো হয়ে যায় তখন আমি Exicute করে নি এর পর পিসি খুব দ্রুত কাজ করে। প্রথম প্রথম Exicute করতে আমি ভয় পাইতাম। মনে হয় নাকি আমার পিসির সব ফাইল হয়ে যাচেছ। কিন্তু তা না। আমি মনে করি পিসিকে ফাস্ট করার জন্য সবাই ড্রাইভকে Exicute করে নিন।

সাঈদ ভাই রিপ্লাই দিলেন না যে? আপনার মোবাইল নম্বর মেইল করতে পারেন। [email protected]

রিপ্লাই সকালেই দিয়েছি মেইলে। yahooমেইলটা দেখেছেন কি?