রহস্যময় কি, কেন, কিভাবে? উত্তর এখন বাংলায়

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত

আপনার আমার মনে কতগুলো কি, কেন, কিভাবে এজাতীয় প্রশ্ন রয়েছে বলতে পারেন? প্রকৃতি রহস্যময়ী, আর মানুষ সৃষ্টির শুরু থেকে রহস্যের পিছনে ছুটছে। বের করে আনছে প্রত্যেকটি কি, কেন, কিভাবে প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর। কিন্তু প্রকৃতির রহস্য কি শেষ হয়! কিন্তু বাংলায় আপনার কি কেন কিভাবে এজাতীয় প্র্রশ্নগুলোর উত্তর খুব একটা পাওয়া যায় না। ইংরেজিতে পড়েও স্বাদটা পাওয়া যায় না। কিন্তু এখন আপনি এসকল মজাদার কাহিনী বাংলায় জেনে নিতে পারেন। সম্পূর্ণ বাংলা ভাষার সাইট হোয়াই অর হোয়েন। সাইটটির স্লোগান - আপনি জানেন কি?

(Why or When) হোয়াই অর হোয়েন নিয়ে লেখার কারণ, বাংলা তো বটেই, ইংরেজিতেও শুধু কি, কেন, কিভাবে, রহস্য নিয়ে সেরকম কোন ওয়েবসাইট চোখে পড়েনি। বাংলায় এধরণের একটি সাইট সম্পর্কে অবশ্যই আমাদের জানা উচিৎ।

ওয়েবসাইটটি ঘুরতে গেলে আপনি বাংলা কোন উপন্যাস পড়ার মতো হারিয়ে যাবেন, বের হওয়া বেশ কষ্টকর। মানুষ মাত্রই রহস্যপ্রেমী, আমার-আপনার মন যে প্রশ্নগুলো সারাদিনই জানতে চায়, সেগুলোর উত্তর যদি কেউ দিতে থাকে, তাহলে কিভাবে আপনি না শুনে উঠে যাবেন বলুন। হোয়াই অর হোয়েন এর মূলত ৪ টি মেন্যু। কি, কেন, কিভাবে, এবং রহস্যময় ইতিহাস।

রহস্য নিয়ে আপনার মনের প্রশ্ন এখানে সাবমিট করার সুযোগও পাবেন, পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার দায়িত্ব নিবে সাইটটি। এছাড়া সবার জন্য উম্মুক্ত হোয়াই অর হোয়েন। আপনি জানেন, এমন যেকোন প্রশ্নের উত্তর লিখতে পারেন সাইটটিতে। আপনার নিজের নামে আর্টিকেলটি প্রকাশ করা হবে।

এখনো প্রথিবীজুরে অসংখ্য রহস্য ছড়িয়ে রয়েছে, যেগুলো আমরা জানি না। আবার এমন অনেক বিষয় রয়েছে যা আমরা প্রতিনিয়ত জানতে চাই। কিন্তু ইংরেজি আর্টিকেলে তো আর মাতৃভাষার স্বাদ পাওয়া যায় না। রহস্য প্রিয় মনের খোরাক বাংলায় জোগান দিতেই (Why or When) হোয়াই অর হোয়েন এর জন্ম।
গুটি কয়েক মানুষের মনের প্রশ্ন দিয়ে বাংলার ১৭ কোটি মানুষের মনের রহস্যের উত্তর দেওয়া কখনোেই সম্ভব না। কিন্তু আমরা যদি সবাই নিজেদের জানা বিষয়গুলো সবার মাঝে শেয়ার করি, তাহলে অবশ্যই একদিন বাংরার মানুষ তার সকল রহস্যের সমাধান বাংলায় পাবে ইনশা-আল্লাহ। আপনার জ্ঞান কে কখনোই নিজের মধ্যে রাখা উচিৎ নয়। Why or When বাংলার রহস্যপ্রিয়, এবং নিজের জ্ঞান কে সবার মাঝে ছড়িয়ে দিতে চায় এমন সকল মানুষের এক-একটি আর্টিকেলে একদিন পরিপূর্ণ হয়ে উঠবে।
সাইটটি ভিজিট করতে এখানে ক্লিক করুন।

Level 2

আমি মোঃ আব্দুল্লাহ আল আসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনিয়মিত ব্লগার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস