আপনাদের সবার সামনে আজ একটি সু-খবর নিয়ে হাজির হলাম।কিছুক্ষণ আগে দেখলাম আমাদের প্রিয় টেকটিউন্স এখন Alexa রেংকিং এ ১৬ তে।যা গত ২ দিন আগেও ছিল wordpress.com এর দখলে আর টেকটিউন্স ছিল ১৭ নম্বরে।
আর এই সাফল্যের জন্য আমি সব ভিজিটর টিউনার ও টেকটিউন্সের সকলকে জানাই আন্তরিক ধ্যনবাদ ও শুভেচ্ছা।আজ আমাদের এত দুরে এত রকেট গতিতে আসার পিছনে মূল অবদান আমাদের ভিজিটর টিউনার ও ভিজিটরগনের এবং পর্দার আড়ালের সকল এডমিন ও সাইট সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রম।যাদের আপ্রাণ চেষ্টায় আজ আমরা এতদূর এগিয়ে গেছি।
আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী আজও টেকটিউন্সের Alexa রেংকিং চেক করতে গিয়ে দেখি টেকটিউন্স এখন বাংলাদেশের ১৬ তম ওয়েব সাইট ।দেখুন এই লিংকে।
যা গত ২২ এপ্রিল তারিখেও ছিল ১৭ তম
টেকটিউন্স আজ পিছনে ফেলেছে জনপ্রিয় ও বহূল ব্যবহারিত সাইট wordpress.com কে। লিংক
এখন টেকটিউন্সের সামনে রয়েছে যথাক্রমে Windows Live (১৫), bdnews24.com (১৪) somewhere in... blog (১৩) Dhaka Stock Exchange (১২) oDesk (১১) Twitter (১০)।
তো আমরা আশা করছি অতি দ্রুতই আমরা ১০ নম্বরে চলে আসছি সেটা কেবল কিছু সময়ের অপেক্ষা।
কেবল বাংলাদেশেরই নয় বিদেশের অনেক দেশেই আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের কল্যানে টেকটিউন্সও সেখানে এগিয়ে যাচ্ছে,
Sweden (1,434)
India (24,682)
United Kingdom (36,374)
পাশা পাশি টেকটিউন্স Global Alexa Traffic Rank ( সারা বিশ্বের ওয়েবসাইটের মধ্যে রেংক)
এও এগিয়ে যাচ্ছে তুমুল গতিতে।বর্তমানে আজকের দিন পর্যন্ত Global Alexa Traffic Rank এ টেকটিউন্স ৭,১০৪ নম্বরে।যা ৪ দিন আগেও ছিল ৭,২৯৪ নম্বরে।
তো ভালোবাসুন টেকটিউন্সে আর টেকটিউন্সকে ভালোবাসলে দয়া করে রিভিউ দিন।আর কিভাবে রিভিউ দিবেন তা জানতে হলে দয়া করে ভিজিট করুন হাসান যোবায়ের ভাইয়ের এই টিউনটিতে।আপনাদের একটি একটি রিভিউতেই টেকটিউন্স হবে বাংলাদেশের ১ নম্বর সাইট।সবাইকে ধন্যবাদ।
আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গ্রেট নিজউ 😀 come on Techtunes come on 😀