Windows 10X – উইন্ডোজ এর একদম নতুন ভার্সনের OS সম্পর্কে A to Z!

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত আজকেও হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আমি একটি রিভিউ টিউন করতে যাচ্ছি। আজকে রিভিউ দিব উইন্ডোজ এর একদম নতুন OS Windows 10X এর। চলুন তাহলে শুরু করি।

Windows 10x হচ্ছে Windows 10 এর একদম নতুন একটি ভার্সন। ব্যবহারকারীদের নতুন এক অভিজ্ঞতা দিতে মাইক্রোসফট এই ভার্সন নিয়ে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছিল। উইন্ডোজ এর নতুন এই ভার্সন মূলত তৈরি করা হয়েছে ফোল্ডেবল স্ক্রিনের জন্য যা সাধারণত সিঙ্গেল এবং ডবল উভয় স্ক্রিনেই চলতে পারবে।

উইন্ডোজ টেন এর এই মডার্ন ভার্সনে লিগ্যাসি এবং ফিচারে পরিবর্তন আনা হয়েছে এবং এর সিকিউরিটি আরও বাড়ানো হয়েছে। উইন্ডোজ এর সেল এবং অপারেটিং সিস্টেমটিই তৈরি করা হয়েছে নতুন সব টেকনোলজি দিয়ে। তবে আগের ভার্সন গুলোর মত এখানে ও লিগ্যসি এপ চালানো যাবে।

উইন্ডোজে নতুন একটি অভিজ্ঞতা

Windows 10X তৈরি করা হয়েছে একদম নতুন সেল এবং ইন্টারফেস দিয়ে। এখানে সব আধুনিক টেকনোলজি ব্যবহার হয়েছে যাতে করে স্ক্রিন যেকোনো ভাবে ঘুরিয়েই কাজ করা যাবে। এর মাধ্যমে মাইক্রোসফট ফোল্ডেবল পিসির সাথে ইউজারদের পরিচয় করিয়ে দিতে চায়। উইন্ডোজ এর এই চমৎকার ভার্সনটির মাধ্যমে একজন ইউজার পিসিকে ব্যবহার করতে পারবে, ল্যাপটপ, ট্যাব, এবং ফোল্ডেবল ডিভাইস হিসাবে। আপনি যেভাবেই আপনার ডিভাইস ব্যবহার করতে চান সেটা তৎক্ষণাৎ সাড়া দেবে।

এই নতুন ভার্সনটিতে লিগ্যাসি সেল ইলিমেন্ট রাখা হবে না যেমন, Control panel, file manager, error dialog। মাইক্রোসফট নতুন করে এই সকল সেল তৈরি করছে ফোল্ডেবল ডিসপ্লের জন্য। নতুন সেল ইউজারে চমৎকার অভিজ্ঞতা দেবে বলে আশা করছে এর ডিজাইনাররা।

Windows 10X কি?

Windows 10X হচ্ছে একটি নতুন প্রজন্মের কম্পিউটার ভার্সন। যেসকল ফোল্ডেবল স্ক্রিনের পিসি আছে সব চলবে এই অপারেটিং সিস্টেমে।

এই অপারেটিং সিস্টেমটির কোড নেম এখন পর্যন্ত দেয়া হয়েছে, Santorini. এখনো রিলিজ করা হয় নি ভার্সনটি।

Windows 10X কি Windows 10 S এর মত হবে?

না, দুইটি ভার্সন এক হবে না। Windows and Education কর্পোরেট এর ভাইস প্রেসিডেন্ট Eran Meggido জানান, Win32 আপ গুলো এখন থেকে চলবে Container এর মাধ্যমে।

এর মাধ্যমে বুঝা যায় নতুন এই উইন্ডোজ ভার্সনে Universal Windows Platforn (UWP) এপ গুলো রান করানোতে কোন রিসট্রিকশন থাকবে না।

কখন আসবে এই Windows 10X?

এখন পর্যন্ত ঠিক করা আছে ২০২০ সালে Fall এ আসবে এই Windows 10X। এটা মাইক্রোসফট  এর Surface Neo তে এবং অন্যান্য কোম্পানি গুলো যেমন, Lenovo, Dell, Asus এবং HP তে আনা হবে।

Lenovo ইতিমধ্যে কনফার্ম করে দিয়েছে তাদের ফোল্ডেবল ThinkPad X1 এ তারা Windows 10X ব্যবহার করবে। Asus তাদের আসছে Precog প্রোজেক্টে এই উইন্ডোজ ভার্সনটি ব্যবহার করবে কিনা তা নিশ্চিত করে নি।

মাইক্রোসফটের এজন্য প্রসিদ্ধ লিকার WalkingCat নতুন এই অপারেটিং সিস্টেম নিয়ে কিছু তথ্য লিক করে দিয়েছে। সব দিক বিবেচনায় এখন পর্যন্ত বলা যায় আসছে এই উইন্ডোজটি হবে ক্লামসেল এবং ফোল্ডেবল।

কি থাকছে নতুন  Windows 10X এ

যেহেতু মাইক্রোসফট এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে তাদের সব কিছু ইউজারদের সামনে উন্মোচিত করে নি তাই সব কিছু পরিষ্কার ভাবে বলা যাচ্ছে না। তবে তাদের অক্টোবরে করে যাওয়া ইভেন্টে এর সম্পর্কে কিছু ধারনা পেতে পারি। যেখানে ডুয়েল ডিসপ্লে দিয়ে পুরো অপারেটিং সিস্টেমটি দেখানো হয়েছিল।

নতুন এই OS সহজেই সার্চ দেয়া যাবে। যেকোনো প্রোগ্রাম ওপেন থাকলে তা সাইডে শো করবে। যদি কেউ একই সাথে দুইটি স্ক্রিন ব্যবহার করতে চায় তাহলে স্ক্রিন মাঝখানে ড্রাগ করলে হবে এবং মাইক্রোসফট এর নাম দিয়েছে, Spaning। ডিভাইসটি ব্লু টুথ কিবোর্ডের মাধ্যমেও ব্যবহার করা যাবে।

স্ক্রিনের বাড়তি জায়গা গুলোতে রেখে দেয়া যাবে Outlook অথবা ক্যালেন্ডারের মত ফিচার।

মাইক্রোসফট দাবী করেছে তাদের নতুন এই উইন্ডোজ আপডেট হতে সময় নেবে মাত্র ৯০ সেকেন্ড যা গতানুগতিক উইন্ডোজ গুলো থেকে অনেক বেশিই দ্রুত।

মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের ভাইস প্রেসিডেন্ট জানায়, তাদের ইচ্ছে আছে এটিকে সর্বাধুনিক উইন্ডোজ ভার্সন বানানোর। যা প্রতিনিয়ত দ্রুত আপডেটের মধ্যমে ইউজারকে দেবে অন্য রকম এক অভিজ্ঞতা। এতে দেয়া হবে 5G/LTE ব্যবহারের সর্বোচ্চ ক্ষমতা এখানে আরও থাকবে ক্লাউড কানেক্টিভিটির ব্যবস্থা। ইনপুট হিসাবে ব্যবহার করা যাবে, Pen, touch, gaze।

লিক হওয়া তথ্য মতে, Start মেনু ব্যবহার হবে Launcher হিসাবে। windows hello তে ব্যবহার হবে ফেসিয়াল রিকুইজিশন যাতে করে দ্রুত ডিভাইস আনলক হয়ে ইউজারকে নিয়ে যাবে ডেক্সটপে।

অন্য আরেকটি লিকে উঠে এসেছে, File explore, Action center, আরও দ্রুত করা হয়েছে এবং Win 32 এবং Progressive Web app (PWA) এ বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

ডেভেলপাররা কখন Windows 10X হাতে পাবে?

Windows 10X এখনো শুধু মাত্র Mircosoft Emulator এ সীমাবদ্ধ আছে। এবং এর জন্য Windows 10 Pro এবং windows insider build এর ল্যাটেস্ট ভার্সন লাগবে।

মাইক্রোসফটের চিফ, Panos Panay জানিয়েছে শুরুতে তাদের Surface Neo তে দুই স্ক্রিনেই এই ভার্সনের পরীক্ষা নিরীক্ষা চলছে এবং ফাইনাল একটি ডিসিশনে আসছে মে মাস লেগে যাবে।

নতুন Start menu

Windows 10X বিরাট পরিবর্তন আনা হয়েছে। এটি একটি সার্চবার এবং ইন্সটল করা এপ সহ নজরে আসবে। এখানে এপ সার্চ করার পাশাপাশি ইন্টারনেট সার্চ একই সাথে হবে এখানে Recommend টাইল গুলোর মাধ্যমে আপডেট এপ গুলো দেখাবে।

এপ গুলো চাইলেই নিজের মত কাস্টমাইজড করে নেয়ার সুযোগ থাকবে এবং দারুণ ফিচার হচ্ছে Start মেনুতে ফোল্ডার করেও এপ গুলো রাখা যাবে।

নতুন  টাস্ক-বার

Windows 10 X এ যে টাস্ক-বারটি আছে সেটি খুব সহজেই যেকোনো স্ক্রিনের সাথে মানিয়ে নেয়া যাবে। রানিং এপ গুলো থাকবে টাস্ক-বারের মাঝখানে। সেখানে অবশ্য ইউজাররা নিজেদের মত করে কাস্টমাইজড ও করে নিতে পারবে এবং এপ পিন করতে পারবে।

এই টাস্কবারটি হলে টাচস্ক্রীন ক্যাপাবল যার মাধ্যমে ইউজার সহজেই যেকোনো এপ মিনি-মাইজ এবং ম্যাক্সি-মাইজ করতে পারবে। ডেফল্টভাবে রানিং এপ গুলো মিনি-মাইজ হয়ে থাকবে। যদি কিবোর্ড অথবা মাউস লাগানো হয় তবে সেটা গতানুগতিক টাস্ক-বারের মতই ব্যবহার করবে।

নতুন  Action center

মাইক্রোসফটের Windows 10X এ টাস্ক-বার, স্টার্টবারের পাশাপাশি Action center আনা হয়েছে দারুণ পরিবর্তন। নতুন এই ফিচারে Action center এর সাথে থাকবে, ভলিউম কন্ট্রোল, পাওয়ার অপশন, এবং ব্যাটারি ইনফো।

New setup অভিজ্ঞতা

সকল পার্টের পরিবর্তনের পাশাপাশি উইন্ডোজ সেট আপেও আনা হয়েছে পরিবর্তন যেমন, ভাষা সিলেক্ট করা, মাইক্রোসফট একাউন্টে সাইন আপ করা, টার্ম এন্ড কন্ডিশন সব পাবেন নতুন ডিজাইনে।

 নতুন Compose mode

Compose mode দেয়া হয়েছে Action center এ। যখন কোন কিছু লেখার দরকার হবে এটি অন হয়ে যাবে। সাথে থাকবে চমৎকার ইমুজি। বাই ডেফল্ট উইন্ডোজ এর এপ গুলো বড় স্ক্রিনে রান হবে।

লিগ্যাসি এপ সাপোর্ট

যেহেতু মাইক্রোসফটের Windows 10X একটি মডার্ন ভার্সন সুতরাং এখনে উইন্ডোজ এর লিগ্যাসি এপ গুলো রান হবে Containerized মুডে। যখন ব্যবহার করা হবে ঠিক তখনই এপ গুলো রান হবে তাই ব্যাটারি লাইফ ভাল থাকবে এবং পারফর্মেন্সেও দেবে।

লিগ্যাসি এপের পাশাপাশি মডার্ন UWP এবং ওয়েব এপও রান হবে নতুন এই Windows 10X ভার্সনে। এই দুই ধরনের এপের মধ্যে যেন পারফরম্যান্স গত জামেলা না হয় এজন্য মাইক্রোসফট কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

উইন্ডোজ আপডেট

মাইক্রোসফট তাদের উইন্ডোজ আপডেটেও এনেছে অমূল পরিবর্তন। Windows 10 X এর আপডেট হবে আগের সকল ভার্সন গুলো থেকে অনেক বেশিই দ্রুত। আগে যেমন উইন্ডোজ সেট আপ দেওয়ার পর কয়েকবার রিবুট নিতে হত এই জামেলা টা থাকবে না বলে দাবী করেছে মাইক্রোসফট।

তারা আরও দাবী করে বড় ধরনের কোন আপডেট থাকলেও এটা ১৫ মিনিট সময় নিবে না। অ্যান্ড্রয়েড এর মত রানিং থাকা অবস্থায় আপডেট ইন্সটল হবে এবং স্বাভাবিক রিবুটে আপডেট হয়ে যাবে। নতুন এই ভার্সন আপডেট হতে সময় নিবে মাত্র ৯০ সেকেন্ড।

ডাইনামিক ওয়ালপেপার

উইন্ডোজ এর নতুন এই ভার্সন I Windows 10 X এ থাকবে ডাইনামিক ওয়ালপেপার ফিচার যার মাধ্যমে দিনের বিভিন্ন সময় ইমেজেরও পরিবর্তন হবে যেমন, সকাল, দুপুর, সন্ধ্যা, রাতে ওয়ালপেপারের লাইট পরিবর্তন হবে যেমনটি প্রথম নিয়ে এসেছে ছিল Mac এর Majave ভার্সন।

এখন পর্যন্ত এটা নিশ্চিত নয় যে কতটি ডাইনামিক ওয়ালপেপার থাকবে তাদের এই ভার্সনে।

ফোল্ডেবল পিসি কখন আসবে বাজারে?

ধারনা করা হচ্ছে সকল কোম্পানি গুলো ২০২০ এর মাঝামাঝিতে ফোল্ডেবল পিসি বাজারে নিয়ে আসবে যাতে Windows 10 X রান হবে। সুতরাং আপনি যদি এই ভার্সন ব্যবহার করতে চান তাহলে আপনাকে নতুন ফোল্ডেবল পিসি কিনতে হবে যা তে এটি প্রি ইন্সটল দেওয়া থাকবে। এই ভার্সনটি সাধারণ হার্ডওয়্যারে ব্যবহারের জন্য ক্রয় বা ডাউনলোড করা যাবে না। এবং Windows 10 অপারেটিং সিস্টেমেও আপডেট হবে না।

Windows 10X এর কিছু সুবিধাঃ

এই রিভিউ তৈরি করার পর সব মিলিয়ে মাইক্রোসফট  এর নতুন এই Windows 10 X এর দারুণ কিছু সুবিধা খুঁজে পেয়েছি, চলুন জেনে নেয়া যাক।

  • কম্পিউটার হতে চলেছে আরও সহজ এবং বহনযোগ্য
    নতুন টেকনোলজি ইউজারদের দেবে নতুন সব অভিজ্ঞতা
  • লিগ্যসি ইলেমেন্ট হয়ে উঠবে ব্যবহারযোগ্য
  • ফোল্ডেবল প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারের আকার হয়ে যাবে আরও ছোট
  • মাল্টিটাস্কিং হবে আরও চমৎকার
  • লিগ্যাসি এপ এবং UWP এপ চলবে একই সাথে
  • কম্পিউটার আপডেট হবে আগের চেয়ে আরও দ্রুত গতিতে
  • 5G সহ সকল ইন্টারনেট সংযোগ দেবে, নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের দারুণ এক অভিজ্ঞতা
  • ডাইনামিক ওয়ালপেপার ডেক্সটপের সৌন্দর্য বাড়িয়ে দেবে কয়েক গুন

শেষ কথাঃ

আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, ২০১৮ সালের শেষ থেকে ২০১৯ এর শুরু থেকে বেশ কিছু ফোন কোম্পানি ফোল্ডেবল ফোনের ধারনা দিয়ে যাচ্ছে। এবং বাজারে এই ফোল্ডেবল টেকনোলজির ব্যাপক সাড়াও কিছু রয়েছে। হয়তো আসছে দিন গুলোতে মার্কেটের নতুন ট্রেন্ড হবে এই ফোল্ডেবল প্রযুক্তি আর এজন্যই মাইক্রোসফটও সিদ্ধান্ত নিয়েছে তাদের পিসিতে এই প্রযুক্তির ছোঁয়া লাগাবে।

প্রাথমিক ভাবে মাইক্রোসফট তাদের নির্ধারিত ফোল্ডেবল পিসি গুলোতে এই নতুন ভার্সন প্রি-ইন্সটল করে দেবে। আগের হার্ডওয়্যার গুলোতে ইন্সটল দেওয়া যাবে না বা এই ভার্সনটি ডাউনলোডও করা যাবে না। তবে আমরা ভবিষ্যতে আশা করতে পারি এই Windows 10X ভার্সনটি আমাদের সবার জন্যই উন্মুক্ত করে দেয়া হবে।

কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন এবং জানান আপনার কাছে কেমন লেগেছে নতুন এর Windows 10X এর ধারণা।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস