বাংলাদেশ থেকে সবচেয়ে বেশী দেখা সেরা ১০০ সাইট

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা অধিকাংশরাই জানিনা যে বাংলাদেশ থেকে কোন কোন সাইট গুলো সবচেয়ে বেশী দেখা হয়।অবশ্যই এই লেথাটি পড়ে আপনাদের জানতে ইচ্ছা করতেছে ।জ্বী ALEXA নামে একটি ওয়েব সাইট এই হিসাব রাখে ।তাহলে চলুন দেখি কোন সাইট গুলো বাংঙালীদের প্রিয়:

  • ১) GOOGLE.com=গুগল বস বাংঙালীদের কাছেও
  • ২) FACEBOOK=সামাজিক যোগাযোগ
  • ৩) YAHOO.com=মেইলে এখনো ইয়াহু
  • ৪) GOOGLE.com.bd=নিজেদেরটা একটু কম ব্যবহার করে ব্যবহার বাড়ানো উচিত
  • ৫) BLOGGER.com=টাকা আর টাকা
  • ৬) WINDOWS LIVE=যাক Microsoft এর জন্য আমরা একটা সান্তনা
  • ৭) YOUTUBE.com=আবারও গুগল সার্ভিস
  • ৮) Wikipedia.org=এই সাইটির আরও উপরে যাওয়া উচিত ছিল
  • ৯) MSN.com=আমার ধারণা ছিল এই মেইল মনে হয় কেউ ব্যবহার করেনা যাক নতুন জানলাম
  • ১০) RAPIDSHARE.com=ডাউনলোড আর শেয়ার তবে এই আইপি একটি ফাইল ডাউনলোড করতেছে এই জ্বালায় মইর্যাা গেলাম
  • ১১) PROTHOM-ALO.COM=আমার প্রিয়
  • ১২) Bdjobs-server.com
  • ১৩) cricinfo.com=ক্রিকেটের নিজস্ব দুনিয়া
  • ১৪) bdnews24.com=আমি নিজেই প্রতিদিন ৩০/৪০ বার ভিজিট করি
  • ১৫) somewhereinblog.net=আহারে সামু ব্লগ বস
  • ১৬) Microsoft Corporation=অকারণে নেট থাকলে এই সাইটে এমনেই চলে যায়
  • ১৭) dsebd.org=শেয়ার বাজারের সব
  • ১৮) bdjobs.com=আহারে সোনার চাকরি
  • ১৯) WordPress.com=ব্লগ আর ব্লগ
  • ২০) travian.com
  • ২১) Eprothomalo.com=সাহসী সিদ্ধান্ত
  • ২২) ittefaq.com=খবর আর খবর
  • ২৩) amaderforum.com=আলোচনার ফোরাম
  • ২৪) mediafire.com=ফাইল শেয়ারিং এর বস
  • ২৫) flickr.com=গুগল থাকতে ইয়াহু কেন
  • ২৬) debonairblog.com=এই জায়গায় সব বদমাশী
  • ২৭) imdb.com=ইন্টারনেটে মুভি ডাটাবেজ
  • ২৮) Bing.com=মাইক্রোসফটের নতুন সার্চ ইন্জিন
  • ২৯) Joubonjatra.com
  • ৩০) grameenphone.com=ব্রাউজিং মিনিট কত আল্লায় জানে
  • ৩১) CNET.com=কাজের জিনিস
  • ৩২) cellbazaar.com=সব বিক্রি কইরা ফালান
  • ৩৩) educationboard.gov.bd=রেজাল্ট
  • ৩৪) twitter.com=বেইল নাই বাঙালী সব ফেইসবুকে
  • ৩৫) bbc.co.uk=নিউজ
  • ৩৬) tagged.com=সোশ্যাল নের্টওয়ার্ক
  • ৩৭) hi5.com=ফেইসবুক সব শেষ কইর্যাল দিছে
  • ৩৮) savitabhabhi.com=নিষিদ্ধ জিনিস
  • ৩৯) BlogSpot=সব এখন এইটার পিছনের
  • ৪০) thedailystar.net=নিউজ
  • ৪১) varsityadmission.com=ভার্সিটির তথ্যের জন্য
  • ৪২) CNET Download.com=ভাল খুবই ভাল টেকিদের জন্য
  • ৪৩) Bdjobs-database.com
  • ৪৪) linkedbd.com=আইটি প্রফেশন্যালদের জন্য ভাল সাইট
  • ৪৫) digitalpoint.com
  • ৪৬) photobucket.com
  • ৪৭) clickbd.com=বিক্রি আর কেনা
  • ৪৮) clicksor.com
  • ৪৯) getafreelancer.com=টাকার পিছনে বাঙালী
  • ৫০) amarnatok.com=নাটক ডাউনলোড
  • ৫১) GSM Arena
  • ৫২) digg.com
  • ৫৩) Rapidlibrary.com
  • ৫৪) adobe.com
  • ৫৫) metacafe.com
  • ৫৬) about.com
  • ৫৭) imageshack.us
  • ৫৮) fsiblog.com
  • ৫৯) vmn.net
  • ৬০) songs.pk
  • ৬১) conduit.com
  • ৬২) Prothom-aloblog.com
  • ৬৩) amardeshbd.com=মাহমুদুর রহমানের কারসাজি
  • ৬৪) 4shared.com=শেয়ার করুন ফাইল
  • ৬৫) Amadershomoy.com
  • ৬৬) Amazon.com=বাঙালী অনলাইনে কেনাকেটা করে নাকি?
  • ৬৭) scribd.com
  • ৬৮) Amaderzone.com
  • ৬৯) warez-bb.org
  • ৭০) doridro.com
  • ৭১) youporn.com
  • ৭২) ask.com
  • ৭৩) adultfriendfinder.com
  • ৭৪) depacco.com
  • ৭৫) paypopup.com
  • ৭৬) megaupload.com
  • ৭৭) google.co.uk
  • ৭৮) doubleclick.com
  • ৭৯) jugantor.com
  • ৮০) myspace.com
  • ৮১) bdpplz.com
  • ৮২) music.com.bd
  • ৮৩) linkedin.com
  • ৮৪) ziddu.com
  • ৮৫) alibaba.com
  • ৮৬) apple.com
  • ৮৭) imagevenue.com
  • ৮৮) sourceforge.net
  • ৮৯) mininova.org
  • ৯০) tinypic.com
  • ৯১) esnips.com
  • ৯২) tube8.com
  • ৯৩) santabanta.com
  • ৯৪) jugantor.info
  • ৯৫) exbii.com
  • ৯৬) 210.1.242.124
  • ৯৭) somewhereinbangladesh.net
  • ৯৮) theplanet.com
  • ৯৯) mig33.com
  • ১০০) thepiratebay.org

বিস্তারিত দেথতে alexa.com এ যান

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দুঃখের বিষয় এই যে, এই ১০০ টি সাইটের মধ্যে আমাদের দেশি সাইটের সংখ্যা খুবই অল্প।

ভাই আমার প্রিয় জিমেইল ও নাই

Level 0

amazon, apple, amader shomy এগুলাতে মানুষ ঢুকে নাকি ?

mig33 ……কি কয় 99 !!!!!!!!!!!!!!

ভাই আমি কি করমু

সব কয়টি সাইটে এক বার কইরা ঢু মারা দরকার। দেশী সাইট নাই বললেই চলে, কারন- ওয়েব সাইটের ব্যবসা বলে কিছু আছে বলিয়া কোন ধনী লোক জানে না। টাকা হইলে শুধু বাড়ী গাড়ী করে….ভাল একটা সারভারভারেরই ব্যবসা নাই…সবই….শেয়ার হোস্টরে…..কয় আমার সারভার….হোস্ট কিনবেন হোস্ট…..যাদের নিজেরই অন্যের সারভারের দৌড় ঝাপ মারতে হয়…তারা আবার হোস্ট সেল করে। আর এক ব্যবসা জমাইয়া লইছে- .com.bd. হায়রে কপাল একটা ডোমেইন (আসলে সাবডোমেইন) কিনতে তিন-চারদিন ধন্যা ধরতে হয় যাদের পিছে… এনালগ ফরম পূরণ করতে হয়…ডিজিটাল সাইটের জন্য। তাদের হোস্ট কিন্না সাইট বানাইয়া ব্যবসা কইরা লাভবান হইব???
আরকি কমু ডিজাটাল পোলাপাইনের এনালগ বাংলাদেশের কথা…..এখনো
(১) দেশী একটা ফ্রি সাবডোমেইন ও ফ্রি হোস্ট দেয়ার মতো সাইট নাই (২) সামাজিক নেটওয়ার্কের ভাল সাইট নাই (৩) ফ্রী ব্লগ সাইট (ব্লগস্পটের মতো) নাই (৪) ছবি হোস্টের ফ্রী কোন গ্যালারী নাই (৫) শিক্ষা মূলক ভাল সাইট নাই (আমার সাইটটা শিক্ষা মূলক হলেও এটাকে ভাল বলবো না) (৬) ভিডিও শেয়ারের সাইটের কথা তো চিন্তা করাই যাবে না —আরো কত কিছু নাই—
আছে… কি তা –লিস্টেই দেখেন। টাকাওয়ালা লোক জন জানে না কেমনে ব্যবসা করা যায়, পোলাপাইনে জানলেও দু-এক বছর টাকা শেষ হইলে সাইটের খবর থাকে না। বেকারদের দেশে জব,পত্রিকা আর ব্লগ ছাড়া কী চলবো………???????

ভাল লাগল ভাইয়া

@ টিউটোভাই এর দোষ কিন্তু আমাদের কারন নিজেদের নিয়েই চিন্তা করি যেসব সাইটের কথা বলছেন তা বানানোর চিন্তা করি না। আর এ ধরনের কাজ সাদারনত একা করা কটিন কিন্তু আমরা সবাই একাই যার যার মত কাজ করি এটা একটা সমস্যা। তবে যাই হো আস্তে আস্তে এখন অনেকেই আগায়া আসতেছে। আমরা খুব শীঘ্রই এই অবস্থা কাটায়া উঠবো।

@ টিউটো: আপনার একটা শর্ত আমি পুরন করতে যাচ্ছি। আগামি 15 দিনের মধ্যে আমি একটি ফ্রী ছবি হোস্টিং এর সাইট প্রকাশ করতে যাচ্চী। এটা হবে বাংলাদেশের প্রথম ফ্রি ছবি হোস্টিং সাইট। সবাই একটু হেল্প করেন ভিজিটর বাড়ানোর ব্আপারে। এখানে ছবি আপলোড কারার পর 4 টি কোড দেওয়া হবে। ব্ল্রগের জন্য, ডাইরেক্ট লিংক, সাইটের জন্য ইত্যাদি। আমার সাইটটা রেডি। শুধু একটা ডেডিকেট সারভার কিনবো। কারন সেয়ার হোস্টিং এটা আ্যলাউড নেই।

@ শাকিল: আসলেই একার পক্ষে কঠিন কিন্তু ভাল একটা ইনভেস্টমেন্ট থাকলে কঠিন না। আমি পাঁচ বছরে একটা ইনভেস্ট নিয়ে নেমেছি দেখি কত দূর যেতে পারি। আমি অনেককে নিয়ে কাজ করতে চাইছিলাম বেশ কয়েক জন সারা দিয়েছে। আসলে সবাইকে নিয়ে কাজ করতে সমস্যাও আছে–বুদ্ধি দেয়ার লোকের অভাব হয় না কাজের লোক কম।

Level 0

দেখি কি করা যায়।

ধন্যবাদ হাবিব ভাই, আপনার উদ্যোগ সফল হোক। যে কোন সহযোগিতার জন্য রেডী আছি। কেউ যদি বাংলা সাইট বানাতে চায় তার জন্যও স্বেচ্ছাসেবা দেয়ার মতো মনোভাব আছে। আমি একটা সামাজিক নেটওয়ার্কের বাড্ডি প্রেসের মতো ( http://buddypress.org/demo/ ) কেউ আগ্রহি হলে একসাথে কাজ করতে প্রস্তুত আছি। প্রগ্রামিং এর কাজটা আমিই করতে পারবো।

মন্তব্যটি যদিও একটু নেতীবাচক হয় তারপরও বলি হুবুহু একটি লেখা সামহোয়ারে নাফিস ইফতেখার লিখেছিলেন কিছুদিন আগে।

শাকিল ভাই আমি নাফিস ভাইয়ের লেখাটা দেখিছি কিন্তু ওনার লিস্ট আর আমার লিস্ট প্রাথর্ক্য আছে এজন্য লিখছি আর এই পোস্টটা টেকি তে দরকার ছিল এজন্য লিখছি আশা করি ভুজবেন

টিউনটা ভাল লাগল। তবে বাংলাদেশী সাইটের সংখ্যা কম বলে খারাপ লাগল। মান সম্পন্ন বাংলা সাইট তৈরী করা ও তার প্রচার-প্রসার জরুরি।

এই টিউন অন্য একজন করেছে তো কি হইসে????? শাকিল ভাই একটু বেশিই বুঝে থাকেন।আশাকরি বুঝতে পেরেছেন শাকিল ভাই।আপনার মন্তব্যটি যদিও একটু নেতীবাচক হবে এটা জেনেও ঐ রকম মন্তব্য করলেন?
ধন্যবাদ সবাকে।

১১) PROTHOM-ALO.COM=আমার প্রিয়
৬৩) amardeshbd.com=মাহমুদুর রহমানের কারসাজি
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
?????????????????????????????????

ভাল লাগল।

তবে উল্লেখ করা উচিত ছিল। http://www.techtunes.io = আমাদের সাইডতো আছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

স্বাধীন ইউ. এ. ই থেকে।

এর মধ্যে অনেকগুলো সাইটে আমি নিজেও যাই কিন্তু জিমেইলে যে বাঙালিরা যায় না অথচ এমএসএন যায় এইটা বুঝলাম না।

এখানে টেকটিউন কে এখানে দেখতে চাই

হুম…ভাল লাগল….

ভাই ভুল ইনফরমেশন দিয়েন না । এখানে techtunes.io এর নাম উল্লেখ করেন নি । কিন্তু alexa.com এ টেকটিউন ২০ নাম্বার এ আছে । এছাড়াও অনেক সাইটের তথ্য ভুল দেওয়া আছে এখানে 🙁 ।