আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা অধিকাংশরাই জানিনা যে বাংলাদেশ থেকে কোন কোন সাইট গুলো সবচেয়ে বেশী দেখা হয়।অবশ্যই এই লেথাটি পড়ে আপনাদের জানতে ইচ্ছা করতেছে ।জ্বী ALEXA নামে একটি ওয়েব সাইট এই হিসাব রাখে ।তাহলে চলুন দেখি কোন সাইট গুলো বাংঙালীদের প্রিয়:
বিস্তারিত দেথতে alexa.com এ যান
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
@ টিউটোভাই এর দোষ কিন্তু আমাদের কারন নিজেদের নিয়েই চিন্তা করি যেসব সাইটের কথা বলছেন তা বানানোর চিন্তা করি না। আর এ ধরনের কাজ সাদারনত একা করা কটিন কিন্তু আমরা সবাই একাই যার যার মত কাজ করি এটা একটা সমস্যা। তবে যাই হো আস্তে আস্তে এখন অনেকেই আগায়া আসতেছে। আমরা খুব শীঘ্রই এই অবস্থা কাটায়া উঠবো।
মন্তব্যটি যদিও একটু নেতীবাচক হয় তারপরও বলি হুবুহু একটি লেখা সামহোয়ারে নাফিস ইফতেখার লিখেছিলেন কিছুদিন আগে।
টিউনটা ভাল লাগল। তবে বাংলাদেশী সাইটের সংখ্যা কম বলে খারাপ লাগল। মান সম্পন্ন বাংলা সাইট তৈরী করা ও তার প্রচার-প্রসার জরুরি।
এই টিউন অন্য একজন করেছে তো কি হইসে????? শাকিল ভাই একটু বেশিই বুঝে থাকেন।আশাকরি বুঝতে পেরেছেন শাকিল ভাই।আপনার মন্তব্যটি যদিও একটু নেতীবাচক হবে এটা জেনেও ঐ রকম মন্তব্য করলেন?
ধন্যবাদ সবাকে।
১১) PROTHOM-ALO.COM=আমার প্রিয়
৬৩) amardeshbd.com=মাহমুদুর রহমানের কারসাজি
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
?????????????????????????????????
তবে উল্লেখ করা উচিত ছিল। http://www.techtunes.io = আমাদের সাইডতো আছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
স্বাধীন ইউ. এ. ই থেকে।
দুঃখের বিষয় এই যে, এই ১০০ টি সাইটের মধ্যে আমাদের দেশি সাইটের সংখ্যা খুবই অল্প।