EBL Aqua MasterCard পেতে হলে কী কী করতে হবে? পড়ুন বিস্তারিত

হ্যালো, টেক লাভারস! আশা করি সবাই ভালো আছেন  এবং আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তা’য়ালার অশেষ মেহেরবানীতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনই অনেক বকবক করি, কিন্তু আজকে যেহেতু একটি সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো সো, কথা না বাড়িয়ে চলুন শুরু করি।

EBL Aqua MasterCard:

এই কার্ডটি সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটি বলতে হবে বাংলাদেশে এই কার্ড সার্ভিসটি অনেক মানুষের জন্যই আশির্বাদ সরুপ। কেননা একটা সময় Payoneer MasterCard আমাদের দেশে Available থাকলেও বর্তমানে এই কার্ডটি আর আমাদের দেশে ফ্রিতে দিচ্ছে না। প্রথমে 100$যেকোন মার্কেটপ্রেস থেকে ইনকাম করে লোড দিয়ে তারপরেই এই Payoneer MasterCard টি অর্ডার করা যাচ্ছে। বুঝতেই পারছেন এই কাজটি অনেকের জন্যই কষ্টসাধ্য বা আমি বলতে পারি অসম্ভব। তাই Payoneer MasterCard টির বিকল্প হিসেবেই আমরা EBL Aqua MasterCard ব্যবহার করতে পারি। আমি আজকের এই আর্টিক্যালটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য।

  •  EBL Aqua MasterCard টি দিয়ে আমরা কি কি করতে পারবো?
  •  EBL Aqua MasterCard পেতে হলে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে?
  •  EBL Aqua MasterCard টি কারা সংগ্রহ করতে পারবে না? 
  •  এই কার্ডটি ব্যবহার করলে বাৎসরিক কি পরিমান চার্জ দিতে হবে? 

তাহলে চলুন এক এক করে এই প্রতিটি অংশকে Break Down করি 🙂 এবং আর্টিক্যালটির শেষে আপনাদের একটি বোনাস বা গিফট দিবো ইনশাহ্ আল্লাহ।

Level 0

আমি মেহেদী হাসন তীব্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

টিউন করুন টেকটিউনস টিউন গাইউলাইন মেনে। জেনে নিন কিভাবে টিউন করলে আপনার টিউন Rank করবে এবং জানুন কোন কোন বিষয় আপনার টিউনে থাকলে আপনার টিউন Rank করবে না।