123Movies App: লাইভ স্পোর্টস, টিভি, মুভি এবং টিভি সিরিজ দেখুন একটি মোবাইল অ্যাপে

হ্যালো টেকটিউনস বাসি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে।

আজকে আমি একটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ রিভিও করতে যাচ্ছি যদিও আমি ভালো রিভিও করতে পারনিনা, যাইহোক কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে চলে আসি।

আইসিসি ওয়ার্ল্ড কাপের হাই এখন তুঙ্গে তার উপরে আজকে আবার বাংলাদেশের ম্যাচ খেলা না দেখলে কি চলে? তাও অনলাইনে লাইভ স্পোর্টস ম্যাচ দেখার জন্য একটি মোবাইল অ্যাপ নিয়ে আসলাম যার নাম 123Movies App. যদিও আমি অনলাইনে দেখাধুলা দেখার জন্য কিছু ওয়েবসাইটের রিভিও করে আরো একটি টিউন করেছিলাম, অনেকে ওয়েবসাইটে প্রবেশ করতে বিরক্ত বোধ করেন কারন ম্যাক্সিমাম ওয়েবসাইটেই বিরক্তিকর পপ এড থাকে। আর ওই সাইট গুলা থেকে মোবাইলে খেলা দেখা খুব একটা সহজও না, তাই এবার লাইভ স্পোর্টস দেখার জন্য থাকছে চমৎকার একটি মোবাইল অ্যাপ।

123Movies App: Live Sports, TV, Movies & TV-series

এই অ্যাপে যে যে ফিচার থাকছে তা আমি নিচে তুলে ধরছি, তার আগে বলে রাখি এটি আমার অনেক পছন্দের একটি মোবাইল এপ মোবাইলে লাইভ ম্যাচ এবং মুভি-টিভিসিরিজ ফ্রিতে দেখার জন্য এই অ্যাপের কোন তুলনা হয়না।

123Movies App Features

  • লাইভ স্পোর্টস
  • লাইভ টিভি (১০০+ টিভি চ্যানেল পাওয়া যায়)
  • ল্যাটেস্ট মুভি (নতুন নতুন সব মুভি ফ্রিতেই দেখতে পারবেন)
  • ল্যাটেস্ট তিভি-সিরিজ (রিলিজ পাওয়ার কিছু সময় পরেই সব টিভি এপিসোড পাওয়া যায়)
  • ইনবিল্ড ভিডিও প্লেয়ার
  • মাল্টিফাংশনাল ভিডিও প্লেয়ার

এছাড়াও অনেক অনেক চমৎকার ফিচার আছে যা আপনি অ্যাপটি ইন্সটল করার পর নিজে থেকেই দেখতে পারবেন।

123Movies App এ কিভাবে আইসিসি ওয়ার্ল্ড কাপ দেখবেন?

এই অ্যাপে আইসিসি লাইভ স্পোর্টস ম্যাচ দেখার জন্য অ্যাপটি ইন্সটল করে অ্যাপটিতে প্রবেশ করুন, তারপরে Live TV থেকে View All এ ক্লিক করুন অথবা মেনু ড্রয়ার থেকে Live TV তে ক্লিক করে সকল টিভি চ্যানেল এ চলে আসুন। সেখান থেকে ICC CWC 19 চ্যানেলটিতে প্রবেশ করুন এবং স্মুথলি লাইভ ম্যাচ দেখতে থাকুন। টিভি চ্যানেলে প্রবেশ করার সময় মাঝে মাঝে গুগলের এড আসতে পারে তখন ব্যক বাটনে ক্লিক করলেই হবে। (বিরক্তিকর কোন এড নেই)

123Movies App এ কিভাবে মুভি টিভি-সিরিজ দেখবেন?

এদের ডাটাবেজে অনেক অনেক মুভি টিভি সিরিজ থাকার কারনে আপনার কাঙ্খিত কনটেন্টটি খুঁজে পেতে সার্চ বাটনের সাহায্য নিতে হবে, এখানে সার্চ করে সহজেই দেখতে পারবেন আপনার কাংখিত কনটেন্ট টি তাদের ডাটাবেজে আছে কিনা।

123Movies App এ কিভাবে ডাউনলোড করবেন?

প্রচুর পরিমানে কপিরাইট কনটেন্ট থাকার কারনে চমৎকার এই অ্যাপটি গুগল প্লে পলিসি অনুযায়ী প্লে স্টোরে জায়গা পায়নি, তাই আপনাকে এই অ্যাপটি তাদের অফিশিয়াল সাইট বা থার্ড পার্টি স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি নিচে ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি।

-123Movies App ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

-123Movies App অফসিয়াল ওয়েবসাইট

আজকের মত এ পর্যন্তই, অ্যাপটি কেমন লেগেছে আমার টিউমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কোন প্রশ্ন থাকলে টিউমেন্টে জানাবেন আমি উত্তর দেবো। এই অ্যাপ থেকে আপনারা আজকের বাংলাদেশের ম্যাচ দেখতে পারলে সেটাই আমার সার্থকতা।
শুভ কামনা রইলো বাংলাদেশ টিমের জন্য। হ্যাপি ওয়াচিং 🙂

Level 1

আমি ইশতিয়াক ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্বন্ধে লিখব এমন কিছু এখনও হতে পারিনি :(


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস