সদ্য রিলিস হওয়া URI: The Surgical Strike মুভি ডাউনলোড করেনিন

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত

2019 ‧ Drama/Thriller ‧ 2h 18m
কাস্ট: ভিকি কৌশাল, মোহিত রায়না, ইয়ামি গৌতম, পরেশ রাওয়ালসহ আরো অনেকে।
ডিরেক্টর : আদিত্য ধর (১ম সিনেমা)
বাজেট : ₹৪৫ কোটি
বক্স অফিস :₹৩৫২.৩৩ কোটি
রেটিংঃ
IMDb: 9/10
Rotten Tomatoes: 70%
Personal: 9.5/10 (IMDb)

bakshofilm.com

আমার দেখা এইপর্যন্ত এই বছরে রিলিস হওয়া সকল বলিউড মুভির মধ্যে বেস্ট মুভি বলবো এটিকে❤

মুভিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মুভিটির প্লট মূলত ২০১৬ সালের ১৮ ই অক্টোবর ভারতে হয়ে যাওয়া উরি এটাক, এবং সে এটাকের বিরুদ্ধে ২৯ এ অক্টোবর পাকিস্তানে যে সার্জিকাল স্ট্রাইক হয় তাকে কেন্দ্র করে। মুভিতে ভিকি কৌশল এর অভিনয় দেখেই মুগ্ধ হয়েছি❤ প্রতিবারের মতো এবারেও হতাশ করেননি তিনি। সাঞ্জু দেখেই তার ফ্যান হয়েছিলাম। এটা দেখার পর তা আরো দ্বিগুণ বেড়ে গেলো। তাছাড়া মুভিতে অন্যান্য সবার রোল, এক্টিং পার্ফেক্ট ছিলো।

সার্জিকাল স্ট্রাইক:
২৯ অক্টোবর মধ্যরাতে ভারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তানের ভেতরে তিনটি স্থানে অতর্কিতভাবে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামের একটি অভিযান চালায়। স্থান তিনটি হল কেল, লিপা ও ভিমবার। ভারতের এই অপারেশন চলে রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত। ভারতের দাবি, এ অপারেশনে অন্তত ৩৮ জঙ্গি ও দুজন পাকিস্তানি সেনা নিহত হয়। সাতটি জঙ্গি আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী নিজেদের মুখ বাঁচাতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করছে। তবে হামলা পরিচালনা করার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রশাসনের সাথে সম্ভাব্য হামলার বিষয়ে ভারতের কথা হয়েছে বলেই বিভিন্ন কূটনৈতিক সূত্র নিশ্চিত হয়। জম্মু-কাশ্মীরের পিছনে পাকিস্তানের সুস্পষ্ট হাত থাকা সত্ত্বেও ভারত কোনো শক্ত অবস্থানে যায়নি। সমস্যাটি প্রকট হয় যখনই পাকিস্তান সেনাবাহিনী ভারতে জঙ্গি পাঠিয়ে উরিতে ১৮ জন ভারতীয় সেনাসদস্যকে হত্যা করে। আর তার জন্যই পরিচালিত হয় সার্জিকাল স্ট্রাইক।

ডাউনলোড করতে নিচের লিঙ্ককে ক্লিক করেনঃ

720p

480p

Level 3

আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস