পিশিং : পিশিং এমন একটা মাধ্যম , যার সাহায্যে হ্যাকার ভিকটিমের চোখে ধুলো দিয়ে তার একাউন্টের যাবতীয় তথ্য চুরি করে । এক্ষেত্রে হ্যাকার একটি ভূয়া লগইন পেজ তৈরী করে, যার মাধ্যমে ভিকটিম সহজেই কোন কিছু বুঝতে না পেরে হ্যাকিং এর শিকার হয় । অনেক ক্লোন স্কীপ্টকে হ্যাকাররা পিশিং এর কাজে ব্যবহার করে ।
আপনাকে যা জানতে ও করতে হবে :
আপনার লগইন এর যাবতীয় তথ্য সংরক্ষিত রাখুন । তবে কিছু সাইটে রেজিষ্ট্রশন করতে গেলে লগইন তথ্যাবলীর প্রয়োজন হয় । যেমন: ইউটিউব, ব্লগারে একাউন্ট করতে গেলে গুগলের লগইন তথ্যের প্রয়োজন হয় । এক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে , যেন হ্যাকারের হাতে আপনার তথ্য চলে না যায় ।
আপনার একাউন্টে লগইন করার সময় ভালকরে আপনার লগইন URL যাচাই করে নিন । অত:পর লগইন করুন ।
যখন আপনি কোন লিংকে ক্লিক করার পর লগইন পেজে চলে যাবে , তখন ভালকরে আপনার লগইন URL যাচাই করে নিন । বিশেষ করে ইমেইলে, বিভিন্ন ওয়েব সাইটে এবং সার্চ ইন্জিনের রেজাল্ট থেকে প্রাপ্ত লিংকের ক্ষেত্রে অধিক সতর্ক থাকুন ।
যেমন কোন লিংকে ক্লিক করার পর দেখলেন ফেসবুকের লগইন পেজে নিয়ে গেল তখন কি করবেন ? আইডি , পাসওয়ার্ড বসিয়ে সোজা একাউন্টে ঢুকতে যাবেন ? তাহলে খবর আছে ।
আগে শিউর হয়ে নিন লিংকটি http://www.facebook.com না http://www.facebook.freewebs.com/ না http://www.facebook.spam.com/ না http://www.faceb0ok.com নাকি অন্যকিছু ।
যদি http://www.facebook.com শিউর হতে পারেন তখনই কেবলমাত্র লগইন করতে পারবেন অন্যথায় দিনের বেলাই ধরা খাইবেন । "ধরা" তো বুঝেন , কত মজা , যে খাইছে সেই শুধু এর মজাটা জানে । "ধরা" খাইতে চাইলে ভাই আমি বাধাঁ দিব না ।
কোন লিংকে ক্লিক দেয়ার আগে লিংকের ওপর মাউসটা নিয়ে যান দেখবেন ব্রাউজারের নিচে বাদিকে লিংকটি দেখা যাচ্ছে । পুরোপুরি শিউর হয়ে অতপর ক্লিক করুন । তাহলে ইনশাল্লাহ "ধরা" খাবেন না ।
সাধারনত পিশিং ইমেইলের মাধ্যমে বেশী হয় । আপনার রেজিষ্ট্রশন করা বিভিন্ন সাইটের মাধ্যমে কিংবা আপনার কোন শুভাকাঙ্খী (যে আপনার বারোটা বাজাতে চায়) আপনাকে ইমেইলে করে বিভিন্ন লিংকে ক্লিক করতে বলবে । আপনি সরল মনে ক্লিক কইরা ধরা খাইবেন এই উদ্দেশ্যে । উদ্দেশ্যে পূরন করা বা নাকরা একান্তই আপনার ব্যাপার ।
যদি বুঝতে পারেন কেউ না কেউ আপনাকে "ধরা" খাওয়াতে চায় , তখন কি করবেন ?
ধরা না খেয়ে উল্টো তাকে ধরা খাওয়াতে চান ? তাহলে সর্বপ্রথম এখানে ক্লিক করে একটা রিপোর্ট করুন ।
যদি আপনাকে ইমেইলে ধরা খাওয়াতে চায় তাহলে নিচের যে কোন একটা লিংক ব্যবহার করে তাকে ধরা খাওয়ান ।
যদি কোন ফ্রেন্ডের একাউন্টে এরকম কোন ম্যাসেজ দেখতে পান তাহলে তাকে অবশ্যই জানিয়ে দিন ।
আশাকরি পিশিং আপনাদের মুখস্ত হইছে । যদি না হয় তাহলে ভিডিও দুটি দেখে আরেকটু ঝালাই করে নিন । পরীক্ষায় কিন্তু আসতে পারে । ভেরী ভেরী ইন.
ভিডিও 1:
ভিডিও 2:
আমি Mahfuzar Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 254 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am moving ....
গুচ্ছিত রাখার মত মূল্যবান টিউন। পথিক ভাই ধন্যবাদ নিয়েন!