গুগল হোম হাব : রিভিউ

সত্যিই খুব দারুণ একটা যন্ত্র। একটা চারকোনা যন্ত্র যা বাড়ির সবকিছুর তদারকি করবে। এই যন্ত্রকে বললেই সে বাড়ির লাইটগুলো বন্ধ করে দেবে। নতুন কোনো রান্নার রেসিপি চাইলে সেটাও দেবে। বাচ্চাদের ফটোগুলো ফ্রেম আকারে সারাদিন দেখাবে। তবে লোকজনের দৃষ্টিতে যন্ত্রটি বেশ ছোট করে তৈরি করা হয়েছে। স্পিকারের মানও ভাল করা হয়নি বলে অনেকেই অভিযোগ করেছেন। এছাড়াও রেজ্যুলেশনও বেশি ভাল করতে পারে নি। তবে আবহাওয়া জানার জন্য যন্ত্রটি অনেক ভাল কাজের। এছাড়াও গানও শুনতে পারবেন। আর ৫০ ভাগ ভলিউম বাড়ালেই শব্দটি শোনার অনুপযোগী হয়ে ওঠে। তবে আপনি অন্য কোনো ব্লুটুথ ডিভাইসে এটি কানেক্ট করতে পারবেন। এটাই সবচেয়ে সুখের কথা।

তবে অনেক বিষয়েই সাহায্য করেবে এটি। যেমন:

আবহাওয়ার অবস্থা, ক্যালেন্ডারের আসন্ন ইভেন্টগুলো দেখতে পারবেন। সহজে মনে রাখতে পারবেন।

 

 

অ্যালার্ম দিতে পারবেন।

খেলার খবর নিতে পারবেন।

ডিজিটাল রেসিপি বুক হিসেবে ব্যবহার করতে পারবেন।

ডিজিটাল ফটো অ্যালবাম হিসেবে ব্যবহার করতে পারবেন।

তবে একটা বড় অসুবিধা হলো এটাকে নির্দেশ দিতে বারবার 'গুগল' শব্দটি বলতে হয়। এজন্য অনেকে বিরক্ত বোধ করেন। এছাড়াও লাইট বন্ধ/চালু ব্যবস্থার জন্য বাড়ির বিভিন্ন যন্ত্রপাতিতে বেশ ভাল ধরনের পরিবর্তন আনতে হয়।

পোস্টটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস