আসসালামু আলাইকুম,
আমরা যারা বাংলাদেশের বাইরে থাকি তাদের মাঝে মাঝে বাসায় অথবা বন্ধুবান্ধবদের নিকট জরুরী ভিত্তিতে ফ্লেক্সিলোড, বিকাশ, রকেট বা শিওরক্যাশে টাকা ট্রান্সফার করা প্রয়োজন হয়ে পড়ে। তখন আমরা বাংলাদেশেই কাউকে কল করি। যার মাধ্যমে টাকা পাঠাই তার দেরি করার ফলে অনেক সময় জরুরী কাজগুলো আর করা হয়ে ওঠে না। আজকে আপনাদের সাথে এমন একটা আইডিয়া শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি নিজেই আপনার বিকাশ একাউন্ট কন্ট্রোল করতে পারবেন বাংলাদেশের বাইরে থেকেই।
এসব অ্যাপ বাংলাদেশের বাইরে বসে ব্যবহারের কোনো অনুমতি নেই। আপনি যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে একটু টেকনিক খাটিয়ে এগুলো ব্যবহার করতে হবে। প্রথমত বাংলাদেশে আপনার একটি সিমে বিকাশ একাউন্ট খোলা থাকতে হবে। এবার টেকনিকটা প্রয়োগের পালা। আপনি ব্যবহার করবেন বাংলাদেশি সার্ভারের ভিপিএন(VPN) সার্ভিস। যখন আপনি বাংলাদেশি ভিপিএন সার্ভিস ব্যবহার করবেন তখন ভিপিএন কানেক্ট করার সাথে সাথে আপনি একজন বাংলাদেশি নেটওয়ার্ক ইউজার হয়ে যাবেন। তখন আপনি চাইলেই আপনার ইচ্ছামত বিকাশ, রকেট, শিওরক্যাশ এবং অন্যান্য বাংলাদেশি ব্যাংকিং অ্যাপ ব্যবহার করতে পারবেন।
আমি এই পর্যন্ত গুগলে অনেক খোঁজাখুঁজি করার পরও বাংলাদেশি কোনো ভিপিএন সার্ভিস পাইনি। দুই-একটা কোম্পানী আছে যারা বলে তাদের বাংলাদেশি সার্ভিস আছে কিন্তু কাজের বেলায় দেখা যায় সম্পুর্ন ভুয়া। কিন্তু অনেক খুঁজে অরিজিনাল বাংলাদেশি ভিপিএন এর খোঁজ পেয়েছি। Root Technologies Ltd. নামে একটা কোম্পানী বাংলাদেশি ভিপিএন সার্ভিস প্রোভাইড করে থাকে। এদের ভিপিএন এর স্পিড, সিকিউরিটি এবং সবদিক থেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে।
আপনি Root Technologies Ltd. কোম্পানীর ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিয়ে ভিপিএন সার্ভিস এর কথা বলবেন। পেমেন্ট করতে কোনো কার্ড এর প্রয়োজন নেই। বিকাশ বা রকেট এর মাধ্যমেই আপনি পেমেন্ট করতে পারবেন। Root Technologies Ltd. এর ফেসবুক পেজের লিঙ্কঃ https://www.facebook.com/RootTechLtd/ অথবা Root Technologies Ltd.
আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই টিউমেন্ট করুন।
আমি মাস্টার অব টেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
প্রিয় টিউনার,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।