কৃতজ্ঞতা স্বীকার করিবার মানষে…

টেকটিউনসে ব্লগিং করে আসছি প্রায় অনেকদিন হল। এখানে যাত্রা শুরুর দিন থেকে আজ পর্যন্ত আমার কৃতজ্ঞতাবোধের অন্ত নেই। কি নেই যা এখান থেকে পাইনি? বিভিন্ন ধরণের কম্পিউটার টেকনিক থেকে শুরু করে হ্যাকিং কৌশল পর্যন্ত। সময় সময়ে আবার বিভিন্ন বাগবিতন্ডা বা ঠান্ডা রাগসাগও হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে, উপকারই হয়েছে বহুলাংশে।

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা সবাই জানি যে, ব্যবহার করতে করতে এর বিভিন্ন সমস্যাও হয়। যার অধিকাংশই এই টেকি থেকেই সমাধান করতে পারি। আর যারা কম্পিউটার প্রেমী আছেন তারাতো সবসময়ই একটু বেশি উৎসাহী থাকেন এসব খুঁটিনাটি রক্ষনাবক্ষেণের কিংবা উদ্ভাবনী কৌশলের আশায়। আমার মতো প্রায় সবাই হয়তো একমত হবেন যে, টেকটিউনস তার অনেকটাই পূরণ করতে সক্ষম হয়। আমি নিজেই প্রতিদিন বহুবার টেকিতে প্রবেশ করি যেন, কখন একটা নতুন পোষ্ট আসে কখন একটা নতুন কলা-কৌশল শিখা যায়। যেদিন এখানে আনুষ্ঠানিকভাবে রেজিষ্টেশন করি ঠিক সেদিন থেকেই আমি নিজেকে এর একটি অংশ হিসেবে মনে করি। মনে করি টেকটিউনসের সবাই আমরা একটা বৃহৎ পরিবার।

সম্প্রতি টেকটিউনস কিছুদিন বন্ধ ছিল তার নিজস্ব কিছু কারিগরি কারণে। ঠিক এসময়গুলোতে কিভাবে যে আমি কাটিয়েছি তা বলতে পারবো না। মনে হয়েছে আমি যেন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমরা যারা দেশের বাইরে থেকে টেকি‘তে অংশগ্রহন করি তাদের একমাত্র ভরসা অনলাইন। ব্যক্তিগতভাবে সেভাবে কাউকে চিনি না বিধায় এর সমস্যার ব্যাপারে তত একটা ওকিবহাল ছিলাম না। তেমন কেউ ছিল না যে, যাকে ডেকে জিজ্ঞাস করবো যে, আসলে কি হয়েছে। বিনা নোটিশে টেকটিউনস আমাদেরকে কি এভাবে ছেড়ে যেতে পারে?

যাহোক আবার টেকটিউনস আমাদের মাঝে ফিরে আসায় আমি এবং আমরা সবাই অত্যন্ত খুশি হয়েছি। যারা এর পেছনে অক্লান্ত পরিশ্রম করছেন প্রতিনিয়ত তাদের জানাই সাধুবাদ ও সালাম। আমাদের মধ্যে অনেককেই দেখেছি যে, টেকটিউনসকে এক নম্বর তালিকায় নেবার ব্যাপারে আগ্রহী বা উৎসাহী। আমি ব্যক্তিগতভাবেও চাই টেকি‘ যেন বাংলাদেশের মধ্যে এক নম্বর তালিকায় স্থান পায়। কিন্তু তালিকায় স্থান নেয়াটাই কি আসল উদ্দেশ্য হওয়া উচিৎ? যদি এর থেকে সবাই সুফলভোগ করতে না পারে কিংবা উপকার না আসে নতুন নতুন কিছু সৃষ্টি হয় তাহলে টেকি‘ও গতানুগতিক ব্লগগুলোর মতোই একসময় হারিয়ে যাবে। মানুষ মাত্রই পরিবর্তনও বৈচিত্রে বিশ্বাসী। যেখানে নতুন একটা পরিবর্তনে ছোঁয়া সেখাই ছুটে যাওয়া। এর এ কারণেই আমরা দেখতে পাই যে, উন্নতবিশ্বের বিভিন্ন দেশগুলোর বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটগুলোও মাঝে মাঝে তাদের নতুন নতুন সংযোজন আনে। সুতরাং আমার টেকি‘র সম্মানিত কর্তৃপক্ষের প্রতি আবেদন থাকবে যেন তারা আরো নতুন নতুন উদ্ভাবনী বিভাগের সূচনা করেন যাতে করে সেখান থেকে দেশও দশের মঙ্গল হয়।

আজ আমরা বিশ্বের যে প্রান্তেই তাকাই না কেন দেখতে পাই যে তথ্যও প্রযুক্তিতে সবাই কত অগ্রসর। তার তুলনায় আমরা অনেকটাই পেছনে পড়ে আছি। এর পেছনে কারণ বিশ্লষণে আমি যাবো না। শুধু একটাই আশা আমার যে, আমার দেশও বিশ্বের বুকে তথ্য প্রযুক্তিতে একদিন পরিচিতি পাবে এবং সম্মান বয়ে আনবে যেমনটা সম্প্রতি মাইক্রোসফটের ইমাজেনেশন কাপ জয়‘ করে এনেছে আমাদের দেশেই কিছু তরুণ। তার সাথে এই তথ্য প্রযুক্তির আশির্বাদও যেন ছড়িয়ে পড়ে আমাদের প্রত্যন্ত গ্রাম-গঞ্জে। আমরা যারা একটু হলেও উদ্ভাবনী শক্তিসম্পন্ন তারা যেন আরো ভাবে দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে এবং তাদের কল্যাণের স্বার্থে।
সর্বশেষ টেকটিউনসের দীর্ঘায়ু কামনা করে এবং সবাইকে আমার ভালবাসাও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।

Level New

আমি ঘুম কাতুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ask my friend


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সহমত প্রকাশ করছি

🙂

কৃতজ্ঞতা স্বীকার করিবার মানষে…” ভাল লাগলো আপনার টিউন টি । ধন্যবাদ ।