এখন থেকে আপনার মোবাইল কেউ ধরলে মাত্র ১০ সেকেন্ড এর মধ্য ভেরত দিয়ে দিবে

প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন।

এই টিউনস এ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো এবং শিখাবো তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা আপনার হাতের মোবা্ইলটি কে না ধরতে চায় বলুন? কিন্তু আপনার হয়তোবা এটা অপছন্দ, কিন্তু আপনি কি করবেন, এমন এমন ব্যক্তি আপনার কাছে আপনার মোবাইলটি চাচ্ছে যে আপনি তাদের না ও বলতে পারেন না। হ্যা বন্ধুরা আজকে থেকে যে আপনার কাছে মোবাইল চাইবে তাকে আপনি দিয়ে দিবেন আর দেখেবেন সে নিজেই আপনাকে মাত্র ১০ সেকেন্ড এর মধ্য মোবাইলটি ফেরত দিয়ে দিবে, ১০০% গ্যারান্টি দিয়ে বলতেছি। বন্ধুরা এজন্য আপনাকে একটি অ্যাপ ডাইনলোড করতে হবে।

আপনাদের সুবিধার জন্য আমি প্রক্টিকাল লাইভ দেখাব। সে জন্য নিচের ভিডিও লিংকটিতে ক্লিক করে দেখে আসুন।

ভাই আমি আগের থেকে বলে রাখি এটা কোনো মার্কেটিং টিউনস না। এমনিতেই অফিসের কাজের জন্য চরম ব্যাস্ত থাকি, তাই অবসর সময় টুকুন বাজে কাজে নস্ট না করে আপনাদের জন্য কাজ করি।

লিখে এবং স্ক্রিন সট দিয়ে বোঝতে অনেকের কষ্ট হয় এবং আপনাদের ও বুঝতে অসুবিধা হয়।  তাই আমি সকলের সুবিধার জন্য ভিডিও আকারে তৈরী করেছি। কেই যদি খারাপ ভাবে নেন তাহলে টিউনসি এখনই ডিনাই করুন, আমার কোনো অসুবিদা নেই।

ভিডিও লিংক : https://youtu.be/mxkAdj_PS34

কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভুল হলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।

*** বন্ধুরা আমার ছোট একটি YouTube চ্যানেল আছে, যেখানে আমি অ্যান্ড্রয়েড মোবাইল এর সুপার সুপার টিপস এন্ড ট্রিকস শেয়ার করে থাকি, এছারা ও অ্যান্ড্রয়েড মোবাইল এর সুন্দর সুন্দর অ্যাপস এর রিভিউ দিয়ে থাকি, যে গুলো দেখলে আপনাদের ১০০% ভালো লাগবে। চ্যানেলটির লিংকটি নিচে দিয়ে দিলাম, কারো যদি ভালো লাগে দেখে আসতে পারেন, না ইচ্ছে করলে দরকার নাই। অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে কোন হিডেন কিছু জানতে চাইলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের সাহাজ্য করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন।

চ্যানেলটির লিংক : Tech Bangla Exclusive

Level 0

আমি তানভীর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টাকা উপার্জন এর ইচ্ছা থাকলে নিচের সাইটটি বেছে নিতে পারেন
https://www.youtube.com/watch?v=WtoeqhIUVL0
If you want to know about this site, pls comment the video

    ভাইয়া যে চাকরি করি তাতে আল্লাহতালা আমার পরিবার সহ আমাকে অনেক ভালো রেখেছে। ব্লোগিং এবং ইউটিউব এ ভিডিও তৈরী করা এটা বলতে গেলে পুরা পুরি আমার একটি শখ ছারা আরকিছুই না। সুতরাং আপনার চ্যানেলের ঐ ভিডিও গুলো দেখে ঐ সমস্ত কাজ করে সময় অপচয় করার মতো অামার কোন ইচ্ছাই নেই। ভালো থাকবেন । আল্লাহ আপনার মঙ্গল করুন।