হ্যালো টিউনার কমিউনিটি,
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন Primo G8 এর হ্যান্ডস-অন রিভিউ। মাত্র ৬৯৯৯ টাকা দামের এই ফোনের বিভিন্ন স্পেসিফিকেশনের মধ্যে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট, ২.৫ডি কার্ভ ডিসপ্লে, BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ২৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি প্রভৃতি উল্লেখযোগ্য। সাশ্রয়ী বাজেটের Primo G8 এর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
তো চলুন বিস্তারিত টিউনের দিকে যাওতা যাক।
ফোনটি কেনার পর এর বক্সে যা পাবেন
Primo G8 এ অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ব্যবহৃত হয়েছে।
দারুণ ডিজাইনের Primo G8 এর ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একপার্শ্বে। এর উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট
এই ফোনের পেছনের দিকে উপরের অংশে রয়েছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর তার ঠিক নিচের অংশেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এই ফোনে ২.৫ ডি কার্ভ ৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজ্যুলেশন ১২৮০*৭২০ পিক্সেল।
অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনের ইউজার ইন্টারফেস দেখে নিন-
১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মিডিয়াটেকের চিপসেট ও মালি-৪০০ জিপিইউ ব্যবহৃত হয়েছে।
কোয়াডকোর প্রসেসর ও ২ গিগাবাইট র্যামবিশিষ্ট এই ফোনে ফুটবল ম্যানেজার, মিনি মিলিশিয়া, পোকেমন গো ইত্যাদি গেম বেশ স্মুথলি খেলা গেছে।
Primo G8 এ ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। আর এতে ১ গিগাবাইট র্যাম ব্যবহৃত হয়েছে।
কোন ডিভাইসের সক্ষমতা যাচাইয়ের জন্য সাধারণত বেঞ্চমার্ক স্কোর যাচাই করা হয়ে থাকে। Primo G8 এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ২২৭১৬, অন্যদিকে GeekBench Primo G8 এর স্কোর এসেছে ৩৭৯ (সিঙ্গেল-কোর) ও ১০৭৬ (মাল্টি-কোর)
এই ফোনের ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় রয়েছে সেলফ-টাইমার, ফেস ডিটেকশন, প্যানোরোমা, আইএসও ব্যালেন্স প্রভৃতি ফিচার। এছাড়া ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ ইত্যাদি ফিচারও বিদ্যমান।
এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস–
Primo G8 এর রেয়ার ক্যামেরায় তোলা ছবিঃ
Primo G8 এ BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকায় দারুণ সেলফিও তোলা যায়-
৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকবিশিষ্ট Primo G8 এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে। এই ফোনে ২.৫ ডি কার্ভ ডিসপ্লে থাকায় এর ভিউয়িং অ্যাঙ্গেলও দারুণ। এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরনের ল্যাগ ছাড়াই চলেছে।
৫.৫ ইঞ্চি ডিসপ্লের Primo G8 এ ২৭০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে। এর ব্যাটারি ব্যাকআপ আশানুরূপ – স্ক্রিন অন-টাইম প্রায় সাড়ে ৬ ঘন্টা।
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এর পাশাপাশি আছে জিপিএস নেভিগেশন সুবিধা। আর ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় Primo G8 এ-ও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা।
Primo G8 এ অ্যাক্সিলেরোমিটার, লাইট, প্রক্সিমিটি ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ফিচারের দিক থেকে মিড-রেঞ্জের হলেও দামের দিক থেকে এন্ট্রি লেভেলের স্মার্টফোন ওয়ালটন Primo G8; লেটেস্ট অপারেটিং সিস্টেম আর চমৎকার কনফিগারেশনের এই ফোনের বর্তমান দাম মাত্র ৬৯৯৯ টাকা
৭ হাজার টাকা বাজেটে যারা ভালো ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ফোন কিনতে চান, তারা অনায়াসেই Primo G8 বেছে নিতে পারেন। এর ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এই বাজেটের অন্যান্য ফোন থেকে একে স্বাতন্ত্র্য দান করেছে।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আজ এ পর্যন্তই। টিউন নিয়ে আপনাদের টিউমেন্ট/পরামর্শ/জিজ্ঞাসা জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আল্লাহ্ হাফিজ।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।