প্রফেশনাল সফটওয়্যার জগতে স্বাগতমঃ Omnipage 17 ওসিআর

প্রথমেই বলে রাখি Omnipage শুধুমাত্র প্রফেশনালদের জন্য ব্যবহৃত উচ্চমূল্যের একটি সফটওয়্যার। আমজনতার জন্য এটি প্রয়োজনীয় নয়। ছোট মানের OCR Tool বা মাইক্রোসফট অফিস 2007 এর নিজস্ব OCR ব্যবহার করাই তাদের জন্য সুইটেবল।

OCR কি?

Optical character recognition হল এমন একটি পদ্ধতি যেখানে কোন ছবিকে (.jpg, .jpeg, .png) এডিটেবল ফাইলে (.txt, .doc, .docx) রূপান্তর করা হয়। স্ক্যানার দিয়ে কোনো ডকুমেন্ট স্ক্যান করে সেটিকে মাইক্রেসফট ওয়ার্ডে এডিট করা যায়।

ভালো ওসিআর এর বৈশিষ্ট্যঃ

একটি ভালো ওসিআর এর বৈশিষ্ট্য হল-

  • দ্রতগতি। (কয়েক সেকেন্ডেই কনভার্ট করে ফেলে)
  • নির্ভুলতা (অন্তত 95% এর উপরে নির্ভুল হওয়া প্রয়োজন)
  • ছবি ও টেস্কট আলাদাভাবে সনাক্ত করার ক্ষমতা।
  • ছবির ফন্ট সনাক্ত করার ক্ষমতা।

Omnipage কেন?

Omnipage বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি OCR এর মধ্যে একটি। এর নির্ভুলতা প্রায় 99% এটি এত দ্রুত ও নির্ভুলভাবে আপনার ডকুমেন্টকে স্ক্যান করে  MS ওয়ার্ডে ট্রান্সফার করবে যে আপনি অবাক না হয়ে পারবেন না!

1. আপনি যদি কোনো ইংরেজী বই রিপ্রিন্ট করতে চান, তবে Omni page হবে আপনার প্রথম চয়েস। এটি ছবি ও লেখাকে আলাদাভাবে চিনতে সক্ষম এবং ডকুমেন্টকে অটোমেটিকভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর ফাইল .docx  ফরমেটে সেভ করে। ছবির ডকুমেন্টে যেই ফন্ট ব্যবহার করা হয়েছিল হুবহু একই ফন্ট পাবেন MS ডকুমেন্টটিতে।

2. যেকোনো ছবিতে  Right Click করেই সেটিকে .doc, .docx, .xlxs, .rtf, .txt বা .pdf এ কনভার্ট করতে পারবেন এক ক্লিকেই।

3. pdf ফাইলকে সহজেই .doc ফরমেটে নিয়ে সহজে এডিট করতে পারবেন, প্রফেশনালভাবে।

4. খুব সহজে সার্চ এবল pdf ফাইল বানাতে পারবেন।

5. আপনি যদি ই-বুক বানতে চান তবে প্রফেশনালিটির দিক থেকে এটি হবে আপনার প্রথম চয়েস। এর নিজস্ব pdf মেকারের প্রফেশনাল কোয়ালিটির পিডিএফ কে দেয় আলাদা মাত্রা।

ডাউনলোড

এই সফটওয়্যারটি সিডির দোকানে পাওয়া যায়না, তাই ডাউনলোড ছাড়া উপায় নেই। ডাউনলোড সাইজ প্রায় 414 মেগাবাইট (OmniPage v17 Professional Multilingual)। আরজিনাল সিরিয়াল ভেতরে দেয়া আছে।

সরাসরি কোনো ডাউনলোড লিংক নেই। নামাতে হবে টরেন্ট দিয়ে।

টরেন্ট ফাইল টি (39 কিলোবাইট) ডাউনলোড করুন নিচের বাটনে ক্লিক করে-

-------------------------------

ভালো থাকুন, সুস্থ থাকুন।

-- নেট মাস্টার
Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটা দিয়ে কি? বাংলা ফন্ট সাপোট করে ……………

    না। কাজ করে এমন প্রফেশনাল মানের কোনো বাংলা ওসিআর নেই।

সাহায্য প্রয়োজন
টরেন্ট দিয়ে ডাউনলডের ব্যপার বুঝতে পাচ্ছিনা … Omnipage 17 ওসিআর টা খুব প্রয়োজন …

আপনাকে অনেক ধন্যবাদ

বাঙলা থাকলে হত ভাল…………………..

    বাংলা ওসিআর খুব মিস করি। ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে দেশের প্রথম বাংলা ওসিআর নির্মাতার সাথে যোগাযোগ করেছিলাম। সে বলেছে, পৃষ্ঠপোষকতার অভাবে তারা বাংলা ওসিআর ডেভেলপ করতে পারছে না।

      Level 0

      @নেট মাস্টার: kirokom pristhoposokota? kirokom taka poisa? sahdhe thakle hoyto kisuta chesta kora jai

ভাইজান টরেন্ট দিয়ে কিভাবে নামাতে হয় তা তো জানিনা। একটু ভালো করে বলবেন।

Level 0

বাংলা pdf কে মনে হয় support করে না !!! http://www.nuance.com/for-business/by-product/omnipage/professional/index.htm দেখলাম ১২৩ টি support করে।

dosto, dwnld kora ase na…?? Anik here.

কাজের সফ্টওয়ার!!!!