হ্যান্ডস-অন রিভিউঃ Walton Primo NH3i – আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

প্রিয় টিউনারবৃন্দ,
সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন টিউন Walton Primo NH3i এর হ্যান্ডস-অন রিভিউ

৬, ২৯০ টাকা দামের Primo NH3i এ আছে ১ গিগাবাইট র‍্যাম, ৮ গিগাবাইট রম আর ৫ মেগাপিক্সেলের রেয়ার ও ফ্রন্ট ক্যামেরা। অন্যান্য ফিচারের মধ্যে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেম, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, কোয়াডকোর প্রসেসর আর ২৫০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি উল্লেখযোগ্য।
Primo NH3i review
বিস্তারিত রিভিউয়ের শুরুতেই থাকছে আনবক্সিং:
Primo NH3i কিনলে আপনি পাবেন –

  • চার্জার অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • ইয়ারফোন
  • ইউজার ম্যানুয়াল
  • ওয়ারেন্টি কার্ড

বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
সুন্দর ডিজাইনের Primo NH3i এর উপরের অংশে আছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট, আর একপার্শ্বের অংশে রয়েছে ভলিউম কী ও পাওয়ার কী। এর পেছনের দিকে উপরের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট, আর সামনের দিকে আছে ফ্রন্ট ক্যামেরা, প্রক্সিমিটি সেন্সর ইত্যাদি।
Primo NH3i review
১৫৬ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৭৯ মিলিমিটার আর এর পুরুত্ব ৯.৩৫ মিলিমিটার আর এর ওজন ১৮০ গ্রাম (ব্যাটারিসহ)।
Primo NH3i review
ডিসপ্লেঃ
ওয়ালটনের এই ফোনে আছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে যার রেজোল্যুশন ১২৮০x৭২০ পিক্সেল।
Primo NH3i Display
অপারেটিং সিস্টেম ও ইউজার ইন্টারফেসঃ
এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ব্যবহার করা হয়েছে।
Primo NH3i review OS
দেখে নিন ফোনটির ইউজার ইন্টারফেস-
Primo NH3i UI
সিপিউ ও জিপিউঃ
মিডিয়াটেকের MT6580 চিপসেটসমৃদ্ধ Primo NH3i এ সিপিউ হিসেবে রয়েছে ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর ও মালি-৪০০ জিপিউ।
Primo NH3i Chipset GPU
রম ও র‍্যামঃ
Primo NH3i এ ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরী রয়েছে, এর পাশাপাশি এতে ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করে ধারণক্ষমতা বাড়িয়ে নেওয়া যায়। আর হ্যাঁ, Primo NH3i এর র‍্যাম ১ গিগাবাইট
Primo NH3i review Memory
গেমিং পারফরম্যান্সঃ
কোয়াডকোর প্রসেসরের এই ফোনে বিভিন্ন ধরনের গেম কোন ধরনের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
Primo NH3i Gaming Review
ক্যামেরাঃ
Primo NH3i এ আছে BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, এতে অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশও আছে।
ক্যামেরা সেটিংস ও ইন্টারফেস-
Primo NH3i review Camera Interface
ক্যামেরা স্যাম্পল-
Primo NH3i review Camera Sample

Primo NH3i review Camera Sample
চমৎকার সেলফি তোলার জন্য আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
মাল্টিমিডিয়াঃ
ফোনটির অডিও সাউন্ড কোয়ালিটি পছন্দ হয়েছে।
Primo NH3i audio review
৫.৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে দারুণভাবে ভিডিও উপভোগ করা যায়, এতে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরনের ল্যাগ ছাড়াই চলেছে।
Primo NH3i audio review
বেঞ্চমার্ক:
বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu তে Primo NH3i এর স্কোর এসেছে ২৪৫৯৩; GeekBench এ স্কোর ৪১৮ (সিঙ্গেল-কোর) ও ১২১২ (মাল্টি-কোর)
Primo NH3i review AnTuTu Benchmark Score
ব্যাটারি:
Primo NH3i এ ২৫০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হওয়ায় এর ব্যাটারি ব্যাকআপ সন্তোষজনক – স্ক্রিন অন টাইম প্রায় ৭ ঘন্টা।
Primo NH3i Battery review
কানেক্টিভিটিঃ
Primo NH3i ডুয়েল সিম সাপোর্টেড। এতে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট, জিপিএস নেভিগেশন প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে।
সেন্সর:
ওয়ালটনের এই ফোনে অ্যাক্সিলেরোমিটার, লাইট ও প্রক্সিমিটি সেন্সর রয়েছে।
স্পেশাল ফিচারঃ
Primo Primo NH3i এ স্মার্ট জেশ্চার, স্মার্ট অ্যাকশন প্রভৃতি স্পেশাল ফিচার রয়েছে।
Primo NH3i Special Features
দামঃ
প্রয়োজনীয় কনফিগারেশনের Primo NH3i এর দাম মাত্র ৬, ২৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন, ফিচারের তুলনায় যা যথেষ্ট সাশ্রয়ী।
Primo NH3i Price
একনজরে Primo NH3i এর উল্লেখযোগ্য ফিচারসমূহ-

  • ৫.৫ ইঞ্চি ডিসপ্লে
  • ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ওএস
  • ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
  • ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
  • ১ গিগাবাইট র‍্যাম
  • ডুয়েল সিম
  • মালি ৪০০ জিপিউ
  • ৮ গিগাবাইট রম

Primo NH3i Specs
যেসব কারণে পছন্দ হয়েছে Primo NH3i

  • সাশ্রয়ী দাম
  • BSI সেন্সরযুক্ত রেয়ার ক্যামেরা
  • এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা

শেষ কথাঃ
৬ থেকে সাড়ে ছয় হাজার টাকা বাজেটে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১ গিগাবাইট র‍্যাম ও আপডেটেড অপারেটিং সিস্টেমের ফোন কিনতে চাইলে Walton Primo NH3i পছন্দের তালিকায় উপরের দিকেই থাকবে।

সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। রিভিউ নিয়ে আপনাদের টিউমেন্ট/পরামর্শ/জিজ্ঞাসা জানাতে ভুলবেননা। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আল্লাহ্ হাফিজ।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস