হ্যান্ডস-অন রিভিউঃ মেড ইন বাংলাদেশ Walton Primo NF3 – সাশ্রয়ী বাজেটে সেরা ফিচার

সুপ্রিয় কমিউনিটি,
কেমন আছেন সবাই?
একটা সময় ছিলো যখন সবাই সর্বোচ্চ ৫ ইঞ্চি স্ক্রিনের ফোন কিনতো; কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচিবোধে পরিবর্তন এসেছে – প্রায় সবাই এখন বড় স্ক্রিনের মোবাইল কিনতে চায়। বিশেষ করে যারা ফোনে প্রচুর মুভি দেখেন কিংবা গেম খেলেন তাদের কাছে বড় স্ক্রিনের মোবাইল মানেই অন্যরকম এক ভালোবাসা। এমনই এক বড় স্ক্রিনের মোবাইলের আদ্যাপান্ত আপনাদের জানাতেই আমার আজকের টিউন। এই ফোনের সবথেকে উল্লেখযোগ্য দিক হলো এটি ওয়ালটনের দ্বিতীয় ফোন যা ‘Made in Bangladesh’

Walton Primo NF3 মডেলের এই ফোনে আছে ৬ ইঞ্চি ডিসপ্লে, এর অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেম প্রভৃতি উল্লেখযোগ্য। ৭, ০৯৯ টাকা দামের এই ফোনে আরও আছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট র‍্যাম আর ৮ গিগাবাইট রম।
প্রিয় টিউনারবৃন্দ, চলুন তাহলে বিস্তারিত রিভিউ শুরু করা যাক।
Primo NF3 review
আনবক্সিং:
Primo NF3 এর বক্স খোলার পর এতে যা যা পাবেন –

  • চার্জার অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • সুদৃশ্য ইয়ারফোন
  • ওয়ারেন্টি কার্ড

Primo NF3 Unboxing
ডিসপ্লে ও ইউজার ইন্টারফেসঃ
টিউনারবৃন্দ এতোক্ষণে জেনেই গেছেন যে এই ফোনের ডিসপ্লে ৬ ইঞ্চি যার রেজোল্যুশন ১২৮০x৭২০ পিক্সেল। যারা বড় স্ক্রিনের ফোন ভালোবাসেন তাদের জন্য Primo NF3 এর ৬ ইঞ্চি ডিসপ্লে হতে পারে দারুণ এক অভিজ্ঞতা।
অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনে স্টক অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেস ব্যবহৃত হয়েছে।
Primo NF3 UI
বিল্ড কোয়ালিটি, ডিজাইন ও ইউজার ইন্টারফেসঃ
মেটালিক ডিজাইনের এই ফোনের বিল্ড কোয়ালিটি চমৎকার। ১৬১.৩ মিলিমিটার উচ্চতার এই ফোন প্রস্থে ৮৪.৯ মিলিমিটার আর পুরুত্ব ৮.৬ মিলিমিটার। ১৮৬ গ্রাম ওজনের এই ফোনের ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একই পার্শ্বে।
 Primo NF3 hands-on review
ফোনটির উপরের দিকে একপাশে আছে অডিও পোর্ট আর অন্যপাশে ইউএসবি ২.০ পোর্ট। প্রিমো NF3 এর পেছনের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স, এলইডি ফ্ল্যাশ, ওয়ালটনের লোগো আর সামনের অংশে আছে ফ্রন্ট ক্যামেরা।
Primo NF3 hands-on review
ক্যামেরা পারফরম্যান্সঃ
৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরার Primo NF3 এর ক্যামেরার বিভিন্ন ফিচারের মধ্যে টাচ ফোকাস, স্মার্ট সিন, সেলফ-টাইমার প্রভৃতি উল্লেখযোগ্য। চমৎকার ছবি তুলতে এর ক্যামেরায় BSI সেন্সর ব্যবহার করা হয়েছে, এর পাশাপাশি আছে অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ প্রভৃতি সুবিধা।
এই ফোনের ক্যামেরা ইন্টারফেস-
 Primo NF3 review Camera Settings
দেখে নিন এই ফোনের রেয়ার ক্যামেরায় তোলা কিছু ছবি-
 Primo NF3 review Camera Sample
 Primo NF3 review Camera Sample 2
আপনি যদি প্রচুর সেলফি তুলতে ভালোবাসেন তাহলে এর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আপনার বিশেষভাবে আপনার দৃষ্টি কাড়বে।
 Primo NF3 review Camera Sample 3
অপারেটিং সিস্টেমঃ
এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ব্যবহৃত হয়েছে। উল্লেখ্য এই রেঞ্জের খুব কম ফোনেই আপডেটেড অপারেটিং সিস্টেম দেওয়া থাকে।
Primo NF3 review OS
মাল্টিমিডিয়াঃ
Primo NF3 এর অডিও আউটপুট আর এর সাথে দেওয়া ইয়ারফোন দুটোরই সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে। আর এর ৬ ইঞ্চি ডিসপ্লেতে মুভি দেখার অভিজ্ঞতাও হবে বেশ উপভোগ্য।
Primo NF3 review video
হার্ডওয়ারঃ
১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ Primo NF3 এ মিডিয়াটেকের MT6580 চিপসেট আর মালি ৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
Primo NF3 CPU GPU
১ গিগাবাইট র‍্যামের এই ফোনে ৮ গিগাবাইট ইন্টারনাল রমের পাশাপাশি আছে ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা।
Primo NF3 review Memory
বেঞ্চমার্কঃ
বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu তে Primo NF3 এর স্কোর ২৩৬৬৯; আর GeekBench এ সিঙ্গেলকোর ও মাল্টিকোর এ এর স্কোর যথাক্রমে ৪১১ ও ১১১৫
Primo NF3 review AnTuTu Benchmark GeekBench Score
সেন্সর:
এই ফোনে প্রক্সিমিটি, লাইট, গাইরোস্কোপ, অ্যাক্সিলেরোমিটার প্রভৃতি সেন্সর বিদ্যমান।
গেমিং পারফরম্যান্সঃ
৬ ইঞ্চি ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র‍্যামের Primo NF3 এর গেমিং পারফরম্যান্স সন্তোষজনক! যারা প্রচুর গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য এই ফোনের বড় স্ক্রিনে গেম খেলার এক্সপেরিয়েন্সটা হবে চমৎকার! এই ফোনে দ্য প্যাসেঞ্জার, ডানমাকু আনলিমিটেড টু, রিয়েল ফুটবল প্রভৃতি জনপ্রিয় এইচডি গেম কোন ধরনের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
কানেক্টিভিটিঃ
Primo NF3 এ ইউএসবি ২.০, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। সেইসাথে আরও আছে উভয় সিমেই থ্রিজি ব্যবহারের সুবিধা। আর হ্যাঁ, এর উভয় সিম স্লটই মাইক্রো সিম-সাপোর্টেড।
ব্যাটারি পারফরম্যান্সঃ
৬ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহৃত হওয়ায় এর ব্যাটারি ব্যাকআপ ভালোই। ১০০% চার্জ দিয়ে টানা ৩ ঘন্টা গেম খেলা আর মুভি দেখার পর এর চার্জ ৫৭% এ নেমে এসেছিলো; সাধারণ ব্যবহারে অনায়াসেই আপনি ১ দিন চালিয়ে নিতে পারবেন।
Primo NF3 Battery
দামঃ
স্মার্টফোনের দাম নির্ধারণে ওয়ালটন কর্তৃপক্ষ সর্বদাই ক্রেতাদের সাধ্যের দিকে খেয়াল রাখে, সেজন্যই দেশে তৈরি দারুণ কনফিগারেশন আর ৬ ইঞ্চি ডিসপ্লের Primo NF3 এর দাম তারা নির্ধারণ করেছে মাত্র ৭০৯৯ টাকা! অ্যান্ড্রয়েড নউগ্যাট অপারেটিং সিস্টেম, ৬ ইঞ্চি ডিসপ্লে, ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮ মেগাপিক্সেলের রেয়ার ও ফ্রন্ট ক্যামেরা ইত্যাদি স্পেসিফিকেশন বিবেচনায় এই দামকে সাশ্রয়ী বলা যায়।
একনজরে Walton Primo NF3 এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ

  • ৬ ইঞ্চি ডিসপ্লে
  • ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম-পলিমার ব্যাটারি
  • ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
  • ১ গিগাবাইট র‍্যাম
  • ৮ গিগাবাইট রম
  • ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
  • ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • অ্যান্ড্রয়েড নউগ্যাট ওএস

যেসব কারণে Walton Primo NF3 ভালো লেগেছেঃ

  • ৬ ইঞ্চি ডিসপ্লে
  • ৮+৮ মেগাপিক্সেল ক্যামেরা
  • ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

Primo NF3 Price
শেষ কথা
বড় ডিসপ্লে, দারুণ ডিজাইন, ভালো ক্যামেরা, আপডেটেড অপারেটিং সিস্টেম এসব বিবেচনায় নিয়ে যারা ৭-৮ হাজার টাকা বাজেটে স্মার্টফোন কিনতে চান তারা Walton Primo NF3 দেখতে পারেন। আর দেশে তৈরি স্মার্টফোন ব্যবহারের মানসিক প্রশান্তি তো থাকছেই!
সবাইকে বসন্তের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন এখানেই শেষ করছি। Primo NF3 এর রিভিউ নিয়ে আপনাদের টিউমেন্ট/পরামর্শ/জিজ্ঞাসা জানাতে ভুলবেননা। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আল্লাহ্ হাফিজ।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস