টেকটিউনস এ আমার প্রথম টিউন ভুল হলে মাফ করেন আর কি ভুল তা অবশ্যই ধরিয়ে দিবেন আশা করি ভায়েরা
RAZER নাম শুনেছেব নিশ্চয় হুম গেমিং প্রোডাক্ট নির্মাতা প্রতিন্ঠান।
এবার গেমারদের জন্য নিয়ে এলো তাদের নিজেদের মোবাইল ফোন।
মোবাইল ফোন সম্বদে কিছু বলি...
অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনটি যুক্তরাষ্ট্রের বাজারে ৬৯৯ ডলারে আগাম ফরমাশ নিতে শুরু করেছে রেজার। ১৭ নভেম্বর থেকে ফোনটি বিক্রি শুরু হবে। ফোনটিতে থাকছে ৫ দশমিক ৭ ইঞ্চি মাপের কিউএইচডি ডিসপ্লে।
রেজারের দাবি, ফোনটি গেমারদের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে। এতে বর্তমানে বাজারের সেরা প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ থাকছে। ফোনটিতে থাকছে ৮ জিবি র্যাম ও অ্যাড্রেনো ৫৪০ জিপিইউ। এতে ৬৪ জিবি ইউএফএস ইনবিল্ট স্টোরেজ থাকছে যাতে বেশি স্টোরেজের গেম রাখা যাবে। এ ছাড়া স্মার্টফোনটিতে দুই টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। স্মার্টফোনটির পেছনে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ও ১৩ মেগাপিক্সেল জুম সেন্সর থাকছে। সামনে দিকে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
স্মার্টফোনটিতে ১২০ হার্টজের আলট্রামোশন ডিসপ্লে ছাড়াও সামনের দিকে মুখ করা ডুয়াল স্পিকার আছে। এতে গেম বুস্টার ফিচার রয়েছে যা উন্নত গেমিং অভিজ্ঞতা দেবে। ফোনটিতে চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে যা দ্রুত চার্জিং সমর্থন করে। ফোনটিতে হেডফোন জ্যাক নেই। ফোনটির ওজন ১৯৭ গ্রাম।
এবার আসি ফুল স্পেসিফিকেশনে
Network | Technology | GSM / HSPA / LTE |
---|
Launch | Announced | 2017, November |
---|---|---|
Status | Available. Released 2017, November |
Body | Dimensions | 158.5 x 77.7 x 8 mm (6.24 x 3.06 x 0.31 in) |
---|---|---|
Weight | 197 g (6.95 oz) | |
Build | Aluminum body | |
SIM | Nano-SIM |
Display | Type | IGZO IPS LCD capacitive touchscreen, 16M colors |
---|---|---|
Size | 5.7 inches, 89.6 cm2 (~72.7% screen-to-body ratio) | |
Resolution | 1440 x 2560 pixels, 16:9 ratio (~515 ppi density) | |
Multitouch | Yes | |
Protection | Corning Gorilla Glass 3 | |
- Wide Colour Gamut - 120 Hz |
Platform | OS | Android 7.1.1 (Nougat) |
---|---|---|
Chipset | Qualcomm MSM8998 Snapdragon 835 | |
CPU | Octa-core (4x2.35 GHz Kryo & 4x1.9 GHz Kryo) | |
GPU | Adreno 540 |
Memory | Card slot | microSD, up to 256 GB |
---|---|---|
Internal | 64 GB, 8 GB RAM |
Camera | Primary | Dual: 12 MP (f/1.8, 25mm) + 12 MP (f/2.6), 2x optical zoom, phase detection autofocus, dual-LED dual-tone flash, check quality |
---|---|---|
Features | Geo-tagging, touch focus, face detection, panorama, HDR | |
Video | 2160p@30fps, | |
Secondary | 8 MP, f/2.0 |
Sound | Alert types | Vibration; MP3, WAV ringtones |
---|---|---|
Loudspeaker | Yes, with Dolby Atmos stereo speakers (THX-certified amplifiers) | |
3.5mm jack | No | |
- 24-bit/192kHz audio - Active noise cancellation with dedicated mic - Type-C to 3.5 mm headphone jack adapter |
Comms | WLAN | Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, WiFi Direct, hotspot |
---|---|---|
Bluetooth | 4.2, A2DP, LE | |
GPS | Yes, with A-GPS | |
NFC | Yes | |
Radio | To be confirmed | |
USB | Type-C 1.0 reversible connector |
Features | Sensors | Fingerprint (side-mounted), accelerometer, gyro, proximity, compass |
---|---|---|
Messaging | SMS(threaded view), MMS, Email, Push Mail, IM | |
Browser | HTML5 | |
Java | No | |
- Fast battery charging 24W (Quick Charge 4+) - MP4,WMV,H.264 player - MP3,WAV,WMA,eAAC+,FLAC player - Photo,video editor - Document viewer |
Battery | Non-removable Li-Ion 4000 mAh battery |
---|
Misc | Colors | Black |
---|---|---|
Price | About 750 EUR |
আমি ফেসবুকে
আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।