ব্লগার, টিউনার বা নেটে লেখালিখির ক্ষেত্রে বিরক্তিকর সমস্যা হল কিছু টাইপ করে সাবমিট করলেন, পেজ হ্যাং হল, ক্যাস করলো.. আর আপনার লেখাটিও হারিয়ে গেল।
ইউপিএস নেই, কিছু লিখছেন, কারেন্ট চলে গেল, ব্যাস পুরো লেখাটিই মাটি।
আবার, অনলাইনে কোনো ফর্ম পূরণ করছেন, নেটের গন্ডেোগোলের কারণে ক্রাশ খেলেন, আবার ঝামেলা পোহাতে হবে নতুন করে ফর্ম পূরণের। এসব সমস্যার সমাধানে ফায়ারফক্সের রয়েছে আসাধারন একটি অ্যাডঅনস।
Lazarus: Form Recovery ব্যবহার করে আজ থেকে রেহাই পান এসব সমস্যার। ব্লগিং করতে থাকুন নিশ্চিন্তে।
1. প্রথমে এই ঠিকানা থেকে ফায়ারফক্সের জন্য অ্যাডঅনটি নামিয়ে নিন। ইন্সটল শেষে ব্রাউজারটি রিস্টার্ট দিন।
2. এবার আরামে ব্লগিং করতে থাকুন। ব্রাউজার ক্রাশ করলে বা কারেন্ট চলে গেলেও প্রব্লেম নাই। Right Click করলেই পেয়ে যাবেন Recover Text এবং Recove Form নামের আপশন যেখান থেকে এক ক্লিকেই ফিরে পাবেন আপনার টাইপ করা সকল টেক্সট।
Copy আর Paste রাইট ক্লিকের এই দুটি বাটন সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তবে উইন্ডোজের সমস্যা হল Copy শুধু একবার করা যায়। একটি টেক্সট কপি করে কিছুক্ষণ পর আরেকটি টেক্সট কপি করতে গেলে আগের কপি করা টেক্সটটি হারিয়ে যায়। বহুদিন থেকে ভাবছিলাম কপি হিস্টোরী মনে রাখবে এমন সফটওয়্যার খোজার। পেয়ে গেলাম চমৎকার একটি সফটওয়্যার।
এখন থেকে আপনার Copy করা প্রত্যেকটি টেক্সট বা ফাইল দেখতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে। পরে যেকোনো সময় ধীরে সুস্থে পেস্ট করুন, যেখানে খুশি। কম্পিউটার বন্ধ হলেও সমস্যা নেই, কপি হিস্টোরি অক্ষুন্ন থাকবে বন্ধ হলেও।
1. প্রথমে মিডিয়া ফায়ারের এই লিংক থেকে ডাউনলোড করুন সিরিয়াল সহ ফুল ভার্সনটি (3.56 MB)
2. প্যাচ পেস্ট করুন, সিরিয়াল ঢোকান, ফুল ভার্সন করুন। সফটওয়্যারটি চালু করুন।
3. আমি টাস্কবারে সফটওয়্যারটি রেখেছি,
Option থেকে Show Comfort Pro toolbar in the taskbar এ টিক দিয়ে আপনিও রাখতে করতে পারেন।
4. এখন ইচ্ছে মত কপি করুন যতিখুশি। টাস্কবারে সফটওয়্যারের আইকনে ক্লিক করলেই পেয়ে যাবেন কপি করা সকল টেক্সট বা ফাইলের হিস্টোরী। পেস্ট করে ব্যবহার করুন যেখানে খুশি !
-----------------------------------------
ভালো থাকুন, সুস্থ থাকুন।
-- নেট মাস্টার।
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Many many thanks for these useful tools.
Hope Ur nice and successful future.
Thanks again