সেলফি প্রেমী ও মোবাইল ফটোগ্রাফারদের জন্য ক্যামেরা এক্সপার্ট মোবাইল ব্র্যান্ড অপো বাজারে নিয়ে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা (এআই) প্রযুক্তিসুবিধার সেলফি এক্সপার্ট ফোন ‘অপো এফ৫’। এতে রয়েছে ফুল এইচডি ও ওয়াইড স্ক্রিন সুবিধা।
স্মার্টফোন টিতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আল্ট্রা সেনসিটিভ এফ ২.০ অ্যাপারচার এবং ১/২” সেন্সর। রেয়ার ক্যামেরায় ডুয়েল এলইডি ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে। কালার ওএস ৩.২, অ্যান্ড্রয়েড ৭.১.১ অপারেটিং সিস্টেমের মোবাইলটিতে ৩২০০ এমএএইচ নন-রিমুভ্যাল ব্যাটারিতে থাকবে দীর্ঘক্ষণ চার্জ।ডুয়েল সিম ন্যানো-সিম, ৪জি টাইপের সেটটি ব্ল্যাক এবং গোল্ডেন কালারে পাওয়া যাবে। ব্যাটারিসহ ওজন ১৫২ গ্রাম।
ভিডিওটি দেখতে নিচের লিংক এ ক্লিক করুন :
নতুন নতুন সব টিউন পেতে আমার চ্যানেলটি অবশ্যয় সাবস্ক্রাইব করে রাখুন।
Please subscribe my channel: http://bit.ly/2ASKFw7
আজ এ পর্যন্তই … সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার টিউন টি কস্ট করে পড়ার জন্য।
আমি TechHunt24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 27 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।