গ্যালাক্সি নোট সিরিজের নতুন ফ্যাবলেট গ্যালাক্সি নোট ৮ বাজারে আনার ঘোষণা দিল স্যামসাং। বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল ডিভাইসটি। ফ্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছে ৬.৩ ইঞ্চি কোয়াড হাই ডেফিনেশন প্লাস সুপার অ্যামোলেড ‘ইনফিনিটি’ ডিসপ্লে যার রেজ্যুলেশন ২৯৬০x১৪৪০ পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি ৫২১ পিপিআই।
ডিসপ্লেতেই বড় চমক দেখিয়েছে স্যামসাং। ডিভাইসটিতে থাকছে অক্টা কোর প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট। ৬ গিগাবাইট এলপিডিডিআর৪ র্যাম থাকছে এতে। স্টোরেজের ভিত্তিতে ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবির তিনটি আলাদা ভ্যারিয়েন্টে আছে।
এতে থাকছে দুটি ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর প্রথমটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে যার অ্যাপার্চার এফ/১.৭। অন্যটিতে আছে টেলিফটো জুম লেন্স যার অ্যাপার্চার এফ/২.৪। দুটি ক্যামেরাতেই থাকছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার। আরও থাকছে এফ/১.৭ অ্যাপার্চারের ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বিস্তারিত জানতে উপরের ভিডিওটি দেখুন।
আমি সৌমো দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।