বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভাল। আজ আপনাদের সামনে হাজির হয়েছি আরো একটি ফোন রিভিউ নিয়ে। তবে আজ কথা বলবো আমাদের দেশীয় পণ্য ওয়ালটন-এর একটি ফোন নিয়ে। সম্প্রতি রিলিজ হওয়া ওয়ালটন-এর নতুন একটি মডেল ওয়ালটন প্রিমো এক্স৪ প্রো (Walton Primo X4 Pro) কথা বলবো সেটি নিয়েই। চলুন তাহলে জেনে নেয়া যাক ফোনটি সম্পর্কে।
প্রফেশনাল ক্যামেরা মোড, ফেইস বিউটি, টাইম-ল্যাপ্জ, উচ্চ ডাইনামিক রেঞ্জ মোড (এইচ ডি আর), প্যানোরামা, স্মার্ট সিন, নাইট মোড, জি আই এফ
ফুল এইচ ডি- ১৯২০x১০৮০
LTE/UMTS/GSM
2G (GSM/GPRS/EDGE 850/900/1800/1900MHz)
3G (UMTS 900/1900/2100MHz)
4G (LTE FDD 800/1800/2100/2600MHz), (LTE TDD 1900/2300/2500/2600MHz)
GPRS / EDGE/ 3G / HSPA+/4G (LTE)
প্রিমো এক্স৪ প্রো তৈরি করা হয়েছে অত্যাধুনিক রিমোট ফাংশানের সমন্বয়ে। বিল্ট ইন আইআর ব্লাস্টার থাকার কারণে আপনি এটিকে অ্যাপের মাধ্যমে রিমোট কন্টোল হিসেবে ব্যবহার করতে পারবেন। এমনকি বিভিন্ন চ্যানেল-য়ে যাবার পাশাপাশি বন্ধুদের সাথে আপনার অভিমত যেন আপনি শেয়ার করতে পারেন, সে ব্যবস্থাও আছে। আপনি এটি দিয়ে টিভি, এয়ার কন্ডিশনিং ইউনিট নিয়ন্ত্রণ সহ আরো বেশকিছু সুবিধা পাবেন। তাই আপনার টিভির রিমোটটি এখনই হারিয়ে ফেলুন। কারণ, প্রিমো এক্স৪ প্রো আপনাকে সেই সুবিধাটা দিচ্ছে।
আপনার ইচ্ছামতো ডিসপ্লে কালার টোন পরিবর্তন করতে পারবেন। এটি শুধুমাত্র পর্দার ইফেক্টটা পরিবর্তন করবে। কখনই ছবি পরিবর্তন করবে না। ডিফল্টভাবে সাধারণ নিরপেক্ষ একটা ইফেক্ট থাকে। উজ্জ্বল কালারগুলো বেশ যদিও চোখের জন্য হালকা কালারই ভাল।
প্রিমো এক্স৪ প্রো আপনাকে দিচ্ছে একইসাথে দুইটি অ্যাপ চালানোর সুবিধা যা কিনা স্ক্রিন ভাগ হয়ে চলবে। নিচ থেকে উপরের দিকে সুইপ করার মাধ্যমে এই স্ক্রিন ভাগ করার সুবিধাটি আপনি পেতে পারেন। এটি আপনার সময় বাঁচাবে আর আপনার প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করতে সাহায্য করবে। আর এই ফিচারটি আগের চেয়েও আরো সুবিধাজনকভাবে কাজ করবে।
আর এই শক্তিশালী উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫০০০ এম এ এইচ ব্যাটারি যা আপনাকে দেবে ৪৪৬ ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা এবং ২২২০ মিনিট পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কথা বললেও ফোনে সামান্য কোনো ধরনের নিম্নমানের প্রতিক্রিয়া দেখাবে না। শুধু তাই নয় এতে করে আপনার সময়ও বাঁচবে। কারণ, এতে ব্যবহার করা হয়েছে ৯ ভোল্টের, ২ অ্যাম্পিয়ারবিশিষ্ট চার্জার ও ডুয়েল চার্জিং চিপ যা ১৮ ওয়াট পর্যন্ত দ্রুত চার্জ করতে পারবে। আর এতে করে মাত্র ২ ঘন্টার মধ্যেই আপনার ফোনে আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। সাধারণত ৫ ভোল্টের চার্জারগুলো ব্যাটারি চার্জ করতে বেশি সময় নেয়।
যে যাই বলুন না কেন ফোনটির ব্যাটারি সকলের কাছেই আকর্ষণীয় হবে। কারণ, ৫০০০ এম এ এইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকলে আপনাকে ফোন সম্পর্কে চিন্তাই করতে হবে না। শুধু তাই নয়, এর অন্যান্য দিকগুলোও অাকর্ষণীয়। আর সবচেয়ে বড় কথা হলো এটি দেশীয় পণ্য। আমরা নিজেরাই যদি দেশীয় পণ্যের দিকে না ঝুকি তাহলে কীভাবে হবে বলুন। সবদিক মিলিয়ে ফোনটি বেশ আকর্ষণীয় এবং বাজারে ভালোই কাটবে বলে আশা করা যায়।
পরিশেষে, টেকটিউনস হলো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানার এক সুবিশাল প্ল্যাটফর্ম। শুধু জেনেই বসে থাকবেন না। এই জ্ঞানগুলো ছড়িয়ে দিন তাদের নিকট যাদের কাছে এই টিউনগুলো পৌঁছানো সম্ভব হয় না। প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন। টেকটিউনসের সাথে থাকুন।
আজকের মতো এ পর্যন্তই। সামনে আবারও হাজির হবো নতুন কোনো তথ্য নিয়ে। আর টিউনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। টিউন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে টিউমেন্ট বক্সে প্রশ্নটি করুন। এছাড়াও ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ফেইসবুকে আমি: Mamun Mehedee
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।