অনলাইনে আউটসোর্সিং হতে পারে আপনার জীবনের উন্নতির চাবি-কাঠি(ওয়েব রিভিউ ১)

আশা করি সবাই ভালই আছেন। প্রতিদিন অনেক ধরনের ওয়েবসাইট/ব্লগ চালু হচ্ছে তবে । এদের  নিয়ে তেমন কোন রিভিউ এর ব্যবস্থা নাই বললেই চলে। আমি পাঠাকদের সামনে এই সব ওয়েব সাইট বা ব্লগ কাজের ধরন এবং ওয়েব সাইট গুলো হতে আপনারা কিভাবে উপকার পাবেন এই সব তুলে ধরার  চেস্টা করবো। আশা করি আপনাদের ভাল কিছু ওয়েব সাইট সম্পর্কে জানাতে পারবো। আমি আজ যে সাইট টা নিয়ে লিখতে যাচ্ছি , এটা একটা ফ্রিল্যান্সিং সাইট। এই সাইট পরিচালিত হয় বাংলাদেশ থেকে। তো আসুন জানি বাংলাদেশি এই ফ্রিল্যান্সিং সাইট সম্পর্কে।

আমাদের দেশে অনলাইন ভুবনের তরুণদের কাছে বহুল আলোচিত বিষয়ের একটি হচ্ছে অনলাইন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং । ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজেদের ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে সক্ষম হয়েছেন অনেকেই ৷পড়ালেখার পাশাপাশি বা পড়ালেখা শেষে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করে যে কেউ গড়ে নিতে পারেন আপনার নিজের ভবিষ্যত্ ক্যারিয়ার । আপনি এ কাজ করতে পারেন ইন্টারনেটে অনেকগুলো জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে । কিন্তু এগুলোতে কাজ পাওয়া অনেক কঠিন । আপনি নতুন অবস্থায় অনেক বিড করেও কাজ পান এবং হতাশ হয়ে ফ্রিল্যান্সিং ছেরে দেয়ার কথা বলেন। আপনাদের কথা মাথায় রেখে বাংলাদেশে তৈরি হয়েছে আর্ন-ল্যান্সার নামে এক ওয়েব সাইট। সাইট চালু হরার মাত্র এক বছর আগে। সাইট টি বয়স কম হলেও এর পেমেন্ট সিস্টেম অনেক ভাল।এখানে আপনি ডাটা এন্ট্রি প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন , গেম, থ্রিডি এনিমেশন, ব্যানার ডিজাইন , লোগো ডিজাইন ইত্যাদি কাজ পাবেন।

সাইটি পরিচালক আল ইমরান এর সাথে কথা বললে তিনি বলে অন্যান্য বিদেশি সাইটে যেমন সুবিধা আছে তিনি সেই রকমের সুবিধা দেওয়ার চেস্টা করছেন। এখানে বাংলাদেশি ফ্রীল্যান্সার বেশি সুবিধা পাবে।

ভিজিট করুন

সাইটিতে আপনি কি কি সুবিধা পাবেনঃ

  • অর্থ তোলার একটি নির্ভরযোগ্য ও নিরাপদ উপায় হচ্ছে ওয়্যার ট্রান্সফার ।সাইটিতে প্রধান যে সুবিধা হল আপনি সরাসরি আপনার ব্যাংক থেকে টাকা তুলতে পাবেন। এর জন্য আপনার ব্যয় হবে আপনার প্রযেক্ট এর ৩%। আপনি মাত্র ৭-৮ দিনের মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন। (শুধু বাংলাদেশের জন্য প্রযজ্য)
  • এ ছাড়া আপনি মানিবুকার বা পেপাল এর মাধ্যমে টাকা পেতে পারেন ।
  • সাইট টা নতুন বলে বর্তমানে তারা বায়ারদের কাজ থেকে কোন টাকা নিচ্ছেনা । আপনি একদম ফ্রীতে আপনার যেকোন কাজ সেখানে পোস্ট করতে পাবেন।
  • সাইটি গোল্ড মেম্বার হয়ার সুবিধা আছে। প্রথমে গোল্ড মেম্বার না হলেও চলবে , কোন কাজ পেলে সে টাকা দিয়ে আপনি গোল্ড মেম্বার হতে পারবেন।
  • কাজ শুরু করার পর ক্লায়েন্ট /বায়ার কাজের সম্পূর্ণ টাকা ওই ফ্রিল্যান্সিং সাইটে জমা রাখে। যা কাজ সম্পন্ন হবার পর কোডারের বা প্রোভাইডারের টাকা পাবার সম্ভাবনা নিশ্চিত করে।

ফ্রিল্যান্সিং বা সাইট টি সম্পর্কে যেকোন প্রশ্ন  সাইটির পরিচালক আল ইমরান এর সাথে যোগাযোগ করতে পারেন

যোগাযোগ

মোবাইলঃ-+৮৮০১৬৭৩৪৭৪৫৮২ অথবা

ইমেইলঃ- [email protected]

!!!দেশি সাইটে ফ্রিল্যান্সিং করুন , নিজের  ভবিষ্যত ক্যারিয়ার গড়ুন!!!

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইট টা নতুন বলে বর্তমানে তারা বায়ারদের কাজ থেকে কোন টাকা নিচ্ছেনা >>>> এইটা বুঝলাম না ।
তারপরেও ভাল হয়েছে । ধন্যবাদ ।

    Level 2

    কি পড়েছি ভুলে গেছি…….

    সাধারনতো কোন প্রোজেক্ট পোস্ট করতে সাইটে ফী দিতে হয়। কিন্তু নতুন বলে সাইটটি বিনামূল্যে প্রোজেক্ট পোস্ট করতে দিচ্ছে। কিন্তু প্রোভাইডারকে বিড এমাউন্ট আবশ্যই দিতে হবে।

ট্রাই করি দেখি কেমন । আপনাকে ধন্যবাদ ।

হুম, বুঝলাম, দেখি কি করা যায় ।ভালো টিউন ।চালিয়ে যান ।

Level 0

anek din pore deklam khub bhalo laglo. thanks.