হ্যালো টিউনার কমিউনিটি,
কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এলাম ওয়ালটনের নতুন ফোন Primo G7 এর হ্যান্ডস-অন রিভিউ! মাত্র ৬,৭৯০ টাকা দামের এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ব্যবহৃত হয়েছে, এতে আরও রয়েছে ২.৫ ডি কার্ভ ডিসপ্লে, ১ গিগাবাইট র্যাম, BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের রেয়ার ও ফ্রন্ট ক্যামেরা। ৫.৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে আরও রয়েছে ২৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।
Primo G7 এর বিল্ড কোয়ালিটি ও ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ, গেমিং পারফরম্যান্স, বেঞ্চমার্ক স্কোর, ক্যামেরা পারফরম্যান্স ইত্যাদি নিয়েই আমার আজকের টিউন Walton Primo G7 এর Hands-on Review
এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ব্যবহৃত হয়েছে।
দারুণ ডিজাইনের Primo G7 এর ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একপার্শ্বে। এর উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট
এই ফোনের পেছনের দিকে উপরের অংশে রয়েছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের অংশে রয়েছে স্পিকার।
এই ফোনে ২.৫ ডি কার্ভ ৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজ্যুলেশন ১২৮০*৭২০ পিক্সেল।
দেখুন অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনের ইউজার ইন্টারফেস-
১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মিডিয়াটেকের চিপসেট ও মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র্যামবিশিষ্ট এই ফোনে মিনি মিলিশিয়া, পোকেমন গো, ক্ল্যাশ রয়্যাল ইত্যাদি গেম বেশ স্মুথলি খেলা গেছে।
Primo G7 এ ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। আর এতে ১ গিগাবাইট র্যাম দেওয়া হয়েছে।
কোন ডিভাইসের সক্ষমতা যাচাইয়ের জন্য সাধারণত বেঞ্চমার্ক স্কোর যাচাই করা হয়ে থাকে। Primo G7 এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ২৪১৭৬, অন্যদিকে GeekBench Primo G7 এর স্কোর এসেছে ৪০৩ (সিঙ্গেল-কোর) ও ১১৩৮ (মাল্টি-কোর)
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ Primo G7 এর স্কোর এসেছে ৫৫.৪
এই ফোনের ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় রয়েছে সেলফ-টাইমার, ফেস ডিটেকশন, প্যানোরোমা, আইএসও, ম্যানুয়াল এক্সপোজার প্রভৃতি ফিচার। এছাড়া ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ ইত্যাদি ফিচারও বিদ্যমান।
দেখে নিন Primo G7 এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস–
Primo G7 এর ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় তোলা কিছু ছবিঃ
Primo G7 এ BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকায় দারুণ সেলফিও তোলা যায়-
৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকবিশিষ্ট Primo G7 এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালোই।
এই ফোনে ২.৫ ডি কার্ভ ডিসপ্লে থাকায় এর ভিউয়িং অ্যাঙ্গেলও দারুণ। এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে।
৫.৫ ইঞ্চি ডিসপ্লের Primo G7 এ ২৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে। এর ব্যাটারি ব্যাকআপ আশানুরূপ। ৮৭% চার্জ নিয়ে টানা ১ ঘন্টা গেম খেলার পর এর চার্জ ৬৮% এ নেমে এসেছিলো।
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এর পাশাপাশি আছে জিপিএস নেভিগেশন সুবিধা। আর ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় Primo G7 এ-ও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা।
সেন্সর:
Primo G7 এ অ্যাক্সিলেরোমিটার, লাইট ও প্রক্সিমিটি সেন্সর রয়েছে।
ফিচারের দিক থেকে মিড-রেঞ্জের হলেও দামের দিক থেকে এন্ট্রি লেভেলের স্মার্টফোন ওয়ালটন Primo G7; লেটেস্ট অপারেটিং সিস্টেম আর চমৎকার কনফিগারেশনের এই ফোনের বর্তমান দাম মাত্র ৬,৭৯০ টাকা
যারা ৭-৮ হাজার টাকা বাজেটে প্রয়োজনীয় নানা স্পেসিফিকেশনের স্মার্টফোন কিনতে চান, সেইসাথে চান আপডেটেড অপারেটিং সিস্টেমের স্বাদ পেতে তাদের জন্য Primo G7 হতে পারে আদর্শ পছন্দ। এছাড়া এর রেয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরাই ৮ মেগাপিক্সেলের হওয়ায় যারা ছবি কিংবা সেলফি তুলতে ভালোবাসেন তাদের নিকটও দারুণ পছন্দের হতে পারে এই ফোন।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আজ এ পর্যন্তই। টিউন নিয়ে আপনাদের টিউমেন্ট/পরামর্শ/জিজ্ঞাসা জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আল্লাহ্ হাফিজ।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।
Nice review bro … (y)