টেকনোলজী বিষয়ক ৫টি ইংলিশ ব্লগ সাইট!

বাংলা ভাষায় টেকনোলজি বিষয়ক ব্লগ সাইট এর নাম খুজলেই আমাদের সামনে চলে আসে টেকটিউনস, টিউনারপেজ, টেকশহর, প্রিয়টেকসহ আরো কিছু জনপ্রিয় ব্লগ। এই ব্লগগুলো ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম নিয়ামক। নিজেকে আপডেট রাখতে এই ব্লগ সাইটগুলো পড়ার পাশাপাশি আমাদেরকে কিছু ইংরেজী ভাষার ব্লগও পড়া দরকার। যে সাইটগুলো আমাদের নিত্যনতুন তথ্য দিয়ে এগিয়ে রাখবে অন্যদের থেকে। বর্তমান টেকনোলজিতে আলোচিত বিষয়গুলো সম্পর্কে এই সাইটগুলোতে আপডেট তথ্য থাকে। যেমন, বিগডাটা, হিউম্যান অগমেনটেশন, আর্টিফিটিশিয়াল ইন্টিলিজেন্স, ন্যনোটেকনোলজি, সাইবার সিকিউরিটি ইত্যাদি। চলুন কিছু ইংরেজী টেকনোলজী বিষয়ক ব্লগ সাইটের সাথে পরিচিত হই।

 1.GIZMODO

পিটার রজাস ২০০২ সালে এই ব্লগটি প্রতিষ্ঠা করেন। ৯টি ভাষায় এখানে আার্টিকেল প্রকাশিত হয়। ব্লগটির ট্যাগলাইন হলো, “we come from the future”। বর্তমানে এটি বিশ্বের ৫৪৪ নাম্বার ওয়েবসাইট।

প্রতিদিন প্রায় ১৫০টি টিউন পাবলিশ হয় এখানে।  প্রায় ৩০ লক্ষ মানুষ প্রতিদিন এই সাটইটি ভিজিট করে। প্রযুক্তির সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্যগুলো এখানে পাবলিশ করা হয়।

http://gizmodo.com/

2.Techcrunch

মাইকেল এরিংটর এবং কিথ টিয়ার ২০০৫ সালে জনপ্রিয় এই ব্লগটি প্রতিষ্ঠা করেন। ইংলিশ, চাইনিজ এবং জাপানিজ ভাষায় এখানে আর্টিকেল প্রকাশিত হয়।

টুইটারে Techcrunch প্রায় সাড়ে ছয় মিলিয়ন ফলোয়ার রয়েছে। বর্তমান পৃথিবীর ৫১১ নাম্বর সাইট এটি। টেক স্টার্টআপ নিয়ে কাজ করার জন্য সুনাম রয়েছে প্রতিষ্ঠানটির। প্রতিদিন প্রায় ১৪ লক্ষ মানুষ সাইট ভিজিট করে।

https://techcrunch.com/

3.Gigaom

ওম মালিক কতৃক ২০০৬ সালে প্রতিষ্ঠা লাভ করে গিগাওম। ওম মালিক নিজেও একজন জনপ্রিয় লিখক। সাড়ে ৬ মিলিয়ন ইউনিক রিডার রয়েছে এই ব্লগটির। রিচার্চকেন্দ্রীক আর্টিকেল বেশী পাওয়া যায় এখানে।

প্রযুক্তির অনেক নতুন আইডিয়া, খবরা খবর পাওয়া যায় এখানে।
https://gigaom.com/

4.Cyberciti

লিনাক্সকেন্দ্রীক বহুল জনপ্রিয় একটি ব্লগ হলো Cyberciti। এর আগের নাম হলো nixcraft.com। এটি প্রতিষ্ঠা হয় ২০০২ সালে।

লিনাক্স এর বেসিক, কমান্ড, ভার্চুয়ালাইজেশন, রিভিউ ইত্যাদির একটি বড় কালেকশন পাওয়া যাবে এখানে। ওপেন সোর্স নিয়ে আগ্রহী নতুনদের পাশাপাশি অভিজ্ঞদেরও জন্য বেশ দরকারী এই ব্লগটি।

https://www.cyberciti.biz/

5.ZDnet

ব্যাবসায়িক প্রযুক্তি নিয়ে ১৯৯১ সালে প্রতিষ্ঠা পায়। ZDnet এর স্লোগানটা বেশ মজার “Where technology means business” পৃথিবীর ১০ জন সেরা ধনীর ৮ জনই আইটি ব্যাবসার সাথে জড়িত।

সুতরাং তাদের সাথে দ্বিমত হওয়ার খুব একটা সুযোগ আমাদের নাই। প্রতিদিন প্রায় ৭ লক্ষ মানুষ এই সাইটটি ভিজিট করে। আপনি সেই ৭ লক্ষের মধ্যে একজন তো?

http://www.zdnet.com/

আসুন, নিজের জন্য ব্লগ পড়ি, অন্যের জন্য ব্লগ লিখি   🙂

Level 2

আমি omur_mohammad_faruk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Don't mix between my personality and my attitude because my personality is me and my attitude depends on you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

omur_mohammad_faruk ভাই, আপনার কালেকশন টা ভালই হইছে কিন্তু Cnet.com টা রাখলে আরও ভালো হতো।

Lifehacker And Makeuseof Two Of The Best.