আসসালামু আলাইকুম।
অনেকদিন পরে না? ৬ মাস ৪ দিন পরে এই সিরিজে লিখছি। আসলে মাঝখানে অন্যান্য টিউন লিখলেও এই সিরিজটা মাথা থেকেই আউট হয়ে গেছিল। অবশ্য এর অন্যতম 'অযুহাত' হল পড়ার চাপে তিন গোয়েন্দা পড়ার সময় কোথায়? 😛 আজ হঠাৎ খেয়াল হল। তাই শুরু করলাম সিরিজের নবম টিউন লেখা।
আজকে যে কেসটা নিয়ে লিখব, সেটি হল প্রেতসাধনা। এই ভুত-প্রেত নিয়ে লেখা কেসগুলো আমার পছন্দের নয়। তাই এটিও আমার অপছন্দের তালিকায় থাকা একটি কেস।
এই কেসটা অপছন্দ করার অবশ্য আরো একটা কারণ আছে। জরজিনা পার্কার নামক বিরক্তিকর(হয়ত অন্যদের কাছে না। বাট আমার সিম্পলি কিশোর, মুসা আর রবিনের এডভেঞ্চারই ভাল লাগে।) চরিত্রের আগমন প্রথম ঘটেছে এই ভলিউমে। (আমার নিজের মতগুলোর সাথে আপনি একমত নাও হতে পারেন, বরং এটাই স্বাভাবিক। এটা নিয়ে বিতর্ক করবেন না।)
যে পর্ব ভাল লাগে না, সেটা নিয়ে লেখাও একটু বিরক্তি লাগে। তাই এটা একটু সংক্ষিপ্ত হবে।
১
কিশোরদের প্রতিবেশি, জিনা। মেয়েটা একাই থাকে, এবং কিশোরের মতে তার কমেট নামের প্রিয় ঘোড়া ছাড়া কারো সাথেই কথা বলে না। তাদের বাড়ি আর তাকে দেখাশোনা করে রুজ। আর এখন রুজের খালাও বেড়াতে এসেছেন। রুজের মতে, জিনার এই খালা অদ্ভুত এক 'ঘোড়া দুর্ঘটনায়' জিনা আহত হয়, মূলত কিশোরের মাধ্যমেই ঘোড়া ভয় পেয়ে পড়ে যায়। জিনার আঘাত সারাতে মাছির ডিম, মাকড়সার জালের মত সব উপাদান ক্ষতস্থানে লাগাতে চান তিনি। কিন্তু না পেয়ে শেষে আমাবস্যার রাতে শেকড়-বাকল দিয়ে বানানো ওষুধ দিয়ে কাজ চালান। কিশোররা বুঝতে পারে কেন তিনি অদ্ভুত।
২
মিস্টার ভ্যারাডে নামক এক ব্যক্তির আগমন ঘটে জিনার খালার কাছে। খালা অদ্ভুত হলেও ভাল মানুষ, কিন্তু মিস্টার ভ্যারাডেকে সহ্য করতে পারে না জিনা। অদ্ভুত গানের অদ্ভুত অত্যাচার শুরু হয়। আর এতে রীতিমত অতিষ্ট রুজ আর জিনা। এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। তিন গোয়েন্দার লুকানো হেডকোয়ার্টারের একটা গোপন পথ খুঁজে পায় সে। কিছুটা ব্লাকমেইল করেই সাহায্য চায় তিন গোয়েন্দার কাছে।
ডাউনলোড
তিন গোয়েন্দার ভলিউম ২/১ এর দ্বিতীয় গল্প এটি। ডাউনলোড করতে এখানে অথবা নিচের ছবিতে ক্লিক করুন।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
রিভিউ করার উদ্যোগটা খুব ভালো। চালিয়ে যান 🙂